কলকাতা, 12 অক্টোবর:আসল নাম অবন্তি বিশ্বাস । 2006 সালে আমজাদ হোসেন পরিচালিত 'কাল সকালে' চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ফিল্মি কেরিয়ার শুরু করেন তিনি । এরপর 2006 সালে এফআই মানিক পরিচালিত 'কোটি টাকার কাবিন' চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন মুখ্য নারী চরিত্রে (Apu Biswas)। এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে ।
ও পার বাংলার একাধিক হিট ছবির নায়িকা তিনি । সম্প্রতি অপু অভিনীত 'আজকের শর্টকাট' মুক্তি পেয়েছে এ পার বাংলায় । এই বাংলায় আরও অনেক কাজের কথা চলছে বলে জানিয়েছেন তিনি ।
আগে দুর্গা পুজোর মুখ হয়েছিলেন এ বছর কলকাতার এক দুর্গাপুজোর মুখ হয়েছিলেন তিনি । আর এ বার কালীপুজোতেও (Kali Puja 2022) বাঙালপাড়া জনকল্যাণ সমিতির কালীপুজোর মুখ তিনি । এই সংগঠনের পুজোর প্রতিমা বানাচ্ছেন শিল্পী সনাতন রুদ্র পাল । তাঁর স্টুডিয়োতে হাজির হন অপু । ত্রিনয়নী শ্যামার রূপে ফটোশুটে ধরা দেন তিনি ।
বাঙালপাড়া জনকল্যাণ সমিতির কালী পুজোর মুখ তিনি আরও পড়ুন:শিল্পী সনাতন রুদ্র পালের স্টুডিয়োতে ওপারের অপু বিশ্বাস, কাটলেন জন্মদিনের কেক
কালীপুজোতেও মুখ হতে পেরে খুশি অভিনেত্রী । আগামীতেও এ রকম ভুমিকায় নিজেকে দেখতে চান অপু ।