মুম্বই, 24 এপ্রিল: সম্প্রতি প্রকাশিত হয়েছে র্যাপার বাদশার নতুন গান 'সনক'৷ তবে এই গানের কথা নিয়ে আপত্তি জানিয়েছেন অনেকেই ৷ সেই কারণে সোমবার ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নিলেন বাদশা ৷ গানের আপত্তিকর অংশ বদলে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ৷
নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বাদশা লিখেছেন, "এটা আমার নজরে আনা হয়েছে যে, আমার সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত গানগুলির মধ্যে সনক দুঃখজনকভাবে কিছু লোকের অনুভূতিতে আঘাত করেছে বলে মনে হচ্ছে । আমি কখনওই স্বেচ্ছায় বা অজান্তে কারও অনুভূতিতে আঘাত করব না । অত্যন্ত আন্তরিকতা এবং আবেগের সঙ্গে আমার শৈল্পিক সৃষ্টি ও সঙ্গীত রচনাগুলি ভক্তদের কাছে নিয়ে আসি ।"
মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় অবস্থিত মহাকালেশ্বর মন্দিরের একজন প্রবীণ পুরোহিত গানটিতে অশ্লীল শব্দ-সহ শিবের (ভোলেনাথ) নাম ব্যবহার করার জন্য বাদশাকে নিন্দা করেছেন । পুরোহিত মহেশ বাদশাকে তাঁর গান থেকে ঈশ্বরের নাম বাদ দিতে এবং ক্ষমা চাইতে বলেছেন । তিনি আরও বলেন যে, তিনি র্যাপারের বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবি জানাবেন । বিতর্কের মধ্যেই বাদশা এখন গানের কিছু অংশ পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন ।