কলকাতা, 31 জুলাই:মুক্তি পেল কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি 'লক্ষ্মীছেলে'র ট্রেলার । প্রথমবার বাবার পরিচালনায় অভিনয় করছেন উজান গঙ্গোপাধ্যায় (Babul Supriyo is Playing Role of a Politician) । ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন কৌশিক-চূর্ণী পুত্র । প্রথমবার উইন্ডোজের ব্যানারে পরিচালনায় কৌশিক গঙ্গোপাধ্যায় । ছেলে উজান অবশ্য এর আগে 'রসগোল্লা' ছবিতে উইন্ডোজের ব্যানারে কাজ করে ফেলেছেন ।
এই ছবিতে একজন রাজনীতিবিদের চরিত্রে দেখা যাবে বিধায়ক বাবুল সুপ্রিয়কে । চরিত্র নিয়ে বাবুল সুপ্রিয় ইটিভি ভারতকে জানান, "ভাল রাজনীতিবিদ পাওয়া বেশ শক্ত, ভাববার বিষয় পাওয়া যায় কি না । তবু 'লক্ষ্মীছেলে'-তে আমি একজন সৎ রাজনীতিবিদ । চারজন এই প্রজন্মের ছেলেমেয়েকে একটা বিশেষ কাজে সে সাহায্য করছে । কী কাজে সেটা বলব না । ছবিটা দেখতে হবে । তবে, খুব বড় একটা রোলে এই ছবিতে আছি আমি ।"