পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Arya in Gaatchora: একুশ বছর এগিয়ে গেল 'গাঁটছড়া', নতুন চরিত্রে হাজির আর্য দাশগুপ্ত

ফের ধারাবাহিকে নতুন চরিত্রে ফিরলেন আর্য দাশগুপ্ত । তাঁকে এবার দেখা যাবে 'গাঁটছড়া' ধারাবাহিকে ।

Arya Dasgupta in Bengali Serial Gaatchora
গাঁটছড়া ধারাবাহিকে নতুন চরিত্রে আর্য দাশগুপ্ত

By

Published : Apr 26, 2023, 5:26 PM IST

কলকাতা, 26 এপ্রিল:বাংলা ধারাবাহিকে ফিরলেন আর্য দাশগুপ্ত । 'গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে' ধারাবাহিকের পর আর ছোটপর্দায় দেখা যায়নি তাঁকে । এবার তিনি ফের ফিরলেন সেই একই চ্যানেলে । গল্পে এসেছে নতুন মোড় । একুশ বছর এগিয়ে গিয়েছে বাংলা ধারাবাহিক 'গাঁটছড়া'র গল্প । মৃত্যু হয়েছে গল্পের নায়িকা খড়ির । পুত্রসন্তান আয়ুস্মানের জন্ম দিয়েই মৃত্যু হয়েছে তাঁর ।

পেটে টিউমার থাকাকালীনই অন্তঃসত্ত্বা হয় সে । আর তাই খরির মৃত্যুর পর গল্পে এসেছে নয়া মোড় । খড়ির দিদি দ্যুতি থেকে শুরু করে বোন বনি, রাহুল, কুণাল, ঋদ্ধিমান সকলেই আজ মাঝবয়সি । বৃদ্ধা হয়েছে তাদের বাবা, মা, শ্বশুর, শাশুড়িরা । আর এর মাঝেই গল্পে এন্ট্রি নিয়েছে নতুন কিছু চরিত্র । নতুন অভিনেতারা । তাঁদের মধ্যে অন্যতম আর্য দাশগুপ্ত । খড়ি আর ঋদ্ধিমান সিংহ রায়ের ছেলে আয়ুস্মানের চরিত্রে অভিনয় করছেন তিনি । জন্মের পর থেকে মাকে পায়নি সে । ঠাকুমা, মাসি, কাকা, দাদু, ঠাকুমাদের কাছেই তার বড় হওয়া । নানা ঋদ্ধিমান সিংহ রায় তাকে সঠিক স্নেহ যত্নে মানুষ করেনি । ঠিকমতো চোখ দিয়ে তার দিকে তাকায়ওনি কখনও । কিন্তু আয়ুস্মান বাবাকে খুশি করতে দিনরাত এক করে দেয় । পাশাপাশি সে রক গান গায় । এমনই এক চরিত্রে অভিনয় করছেন আর্য । নতুন এই চরিত্র নিয়ে উচ্ছ্বসিত আর্য । নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে ছবি শেয়ার করে তিনি লিখেছেন, "এই যাত্রার বাকিটা দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না ।"

এহেন আর্য অনেক ছোটবেলায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছেন 'ফোর্স' ছবিতে । এই মুহূর্তে ওয়েব সিরিজ 'ক্ষ্যাপা', 'টিন টিন'-এও রয়েছেন তিনি । 'প্রথমবারের প্রথম দেখা' ছবিতে অভিনয় করেছেন । শ্রীমন্ত সেনগুপ্ত পরিচালিত 'আবার বছর কুড়ি পরে' ছবিতেও অভিনয় করেছেন আর্য । রাজদীপ ঘোষের 'বনবিবি' ছবিতেও অভিনয় করেছেন আর্য । মুক্তির অপেক্ষায় সেই ছবি । ওয়েব সিরিজ 'কর্কট রোগ' ছাড়াও আরও বেশ কিছু ওয়েব সিরিজে অভিনয় করেছেন আর্য । এহেন আর্যর টেলিসফরে আসতে চলেছে নতুন নায়িকা । কেমন হবে সেই কেমেস্ট্রি? দেখার জন্য আগ্রহ থাকবে দর্শকের । এই ব্যাপারে তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তাঁর ফোনটি বেজে যায় । ধারাবাহিকে নতুন ট্র‍্যাক শুরু হওয়ার কারণে শ্যুটিংয়ের ঝক্কি থাকবে তা বলাই বাহুল্য ।

আর্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছেন ফোর্স ছবিতে
আরও পড়ুন:জাতীয় পতাকা অসম্মানের অভিযোগে ট্রলড দিলজিৎ, জবাব দিলেন গায়ক

ABOUT THE AUTHOR

...view details