কলকাতা, 21 নভেম্বর: 'জামাই রাজা' ধারাবাহিকের পর আর কোনও বাংলা ধারাবাহিকে দেখা যায়নি অভিনেতা অর্জুন চক্রবর্তীকে । সেখানে শ্রীমা ভট্টাচার্যর বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেতাকে । এরপর কখনও বড় পর্দায় কখনও আবার ওটিটিতে তিনি মন কেড়েছেন বটে তবে ধারাবাহিকে আর ফেরা হয়নি সব্যসাচী পুত্রর ৷ এবার প্রায় 6 বছর পর ফের ছোট পর্দায় ফিরে এসেছেন অর্জুন। 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকে অর্জুন নামেই ধরা দিয়েছেন তিনি ।
'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকে এসেছে নতুন মোড় । ডিভোর্সের দোরগোড়ায় সূর্য এবং দীপা । এর মাঝেই হাজির দীপার স্কুলের বন্ধু অর্জুন । সে শিশু চিকিৎসক । প্রাণবন্ত, মনখোলা একজন মানুষ । গিটার বাজিয়ে গানও গায় সে । প্রোমোতে অর্জুনকে বলতে শোনা গিয়েছে, "আমাদের রি-ইউনিয়নে দীপা আসবে না? ও না এলে তো ডুয়েটটাই কমপ্লিট হবে না ।" তা হলে কি নতুন নায়কের আগমন ঘটে গেল গল্পে? কাহিনিকার অদিতি বলেন, "হ্যাঁ। অর্জুন এখন থাকবে এই গল্পে । আমরা যে কোনও চরিত্রকে গল্পে আনি কিছু না কিছু ভেবেই । অর্জুনও রয়েছে একটি বিশেষ চরিত্রেই । সে একজন পেডিয়াট্রিশিয়ান । হাসিখুশি খোলামেলা মনের মানুষ ।"
অনেকদিন পর ছোট পর্দায় প্রত্যাবর্তন নিয়ে অর্জুন বলেন, "খুব ভালো লাগছে কাজ করতে । খুব ভালো ইউনিট । সবাই খুব মন দিয়ে কাজটা করেছে । আর সেটা না হলে এই ধারাবাহিক পাঁচশো পর্ব পার করত না । খুব সফল প্রজেক্ট এই 'অনুরাগের ছোঁয়া' । আমি আসার আগেই তো এতগুলো পর্ব পার করে ফেলেছে এই ধারাবাহিক ।"
অনেকদিন পরে ফেরত আসা । তাই কতটা অন্যরকম লাগছে? এই প্রশ্নের জবাবে অর্জুন বলেন, "খুব একটা কিছু পরিবর্তন দেখছি না । চাপ আগেও ছিল । এখনও আছে । তবে খুব পজিটিভ একটা পরিবর্তন দেখছি ৷ আগে প্যাক আপের সময় ঠিক ছিল না। এখন সেটা ঠিক হয়েছে। যেটা ওয়েবের ক্ষেত্রেও প্রযোজ্য। এখন জানতে পারছি কখন ছুটি কিংবা দেরি হলেও কতটা দেরি হবে। আরেকটা চেঞ্জ হল অন্যরকমের ক্যামেয়ার শুট হচ্ছে এখন ।"
'গানের ওপারে'র মতো জনপ্রিয় ধারাবাহিকের মুখ্য পুরুষ চরিত্র গোরা হিসেবে অভিনয় করেছিলেন অর্জুন । ঋতুপর্ণ ঘোষের এই ধারাবাহিকের হাত ধরেই তাঁর উত্থান ৷ এ ছাড়াও 'ব্যোমকেশ সিরিজ'-এ 'সজারুর কাঁটা' গল্পেও অভিনয় করেন তিনি । পাশাপাশি টেলিভিশন চ্যানেলের একাধিক অরিজিনাল ছবি এবং শর্ট ফিল্মে অভিনয় করেন অর্জুন ।
6 বছর পর সিরিয়ালে মেগা কামব্যাক, কোন বদলের সম্মুখীন অর্জুন?
Arjun Chakraborty Serial Anurager Choya: 6 বছর পর ফের সিরিয়ালের জগতে ফিরছেন অর্জুন চক্রবর্তী ৷ নিজের নামেই তিনি অভিনয় করতে চলেছেন 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকে ৷ জানালেন তাঁর অভিজ্ঞতার কথা ৷ মুখ খুললেন ইন্ডাস্ট্রির বদল নিয়েও ৷
Published : Nov 21, 2023, 9:50 PM IST
2014 থেকে 2017 সাল পর্যন্ত তাঁকে দেখা গিয়েছিল 'জামাই রাজা' ধারাবাহিকে । এরপর ওয়েব এবং বড় পর্দায় মন দিয়েছিলেন তিনি । অর্জুন অভিনীত 'অভিযাত্রিক' পায় জাতীয় পুরস্কার । 'সাহেবের কাটলেট', 'X=প্রেম', 'খেলা যখন', 'মিথ্যে প্রেমের গান', 'লাভ আজ কাল পরশু', 'ব্যোমকেশ গোত্র', 'গুপ্তধনের সন্ধানে', 'ক্রিসক্রস', 'বঙ্কুবাবু', 'বাপি বাড়ি যা'-সহ একাধিক ছবি রয়েছে তাঁর ঝুলিতে । আসছে আরও বেশ কয়েকটি ছবি ।
ওদিকে শুটিং শুরু হতে চলেছে শুভ্রজিৎ মিত্র পরিচালিত 'দেবী চৌধুরানী' ছবির । এই প্রসঙ্গে অর্জুন ইটিভি ভারতকে বলেন, "দেবী চৌধুরানী'র রঙ্গরাজের লুক নিয়ে দারুণ ফিডব্যাক পাচ্ছি । খুব এক্সাইটেড ছবিটা নিয়ে । খুব চ্যালেঞ্জিং শুট হবে । এই শীতেই হবে শুট । তলোয়ার চালনা, ঘোড়ার পিঠে চড়া শিখছি । যা আগে কখনও করতে হয়নি । ফলে, আমি দারুণ এক্সাইটেড এই ছবিটা নিয়ে । আশা করি এই ছবিটা মাইলস্টোন হয়ে থাকবে ।"
আরও পড়ুন: