কলকাতা, 6 জানুয়ারি:একান্নবর্তী পরিবার খুঁজে বের করা আজ কঠিন শুধু নয়, কঠিনতম কাজ । এই কাজটাই এবার করে দেখানোর চ্যালেঞ্জ নিয়েছে বাংলা টেলিভিশন । শুরু হয়েছে নতুন নন ফিকশন 'ঘরে ঘরে জি বাংলা'। এই নন ফিকশনের সঞ্চালনায় অপরাজিতা আঢ্য এবং ইন্দ্রাণী হালদার (Aparajita Auddy and Indrani Haldar Hosting New Show) । তাঁরা বিভিন্ন পরিবারে যাচ্ছেন । খেলছেন নানা খেলা । থাকবে উপহার, আড্ডা, গান এবং গল্প । এক কথায় জমজমাট একটা বিকেল উপহার পাচ্ছে দর্শক।
এই শো মনে করাচ্ছে এক সময়ের জনপ্রিয় শো 'রোজগেরে গিন্নি'র কথাও । প্রসঙ্গত, অপরাজিতা আঢ্য সম্প্রতি শেষ করেছেন তাঁর 'লক্ষ্মীকাকিমা সুপারস্টার' ধারাবাহিকের কাজ । এর মাঝে বড় পর্দায় বেশ কয়েকটি উল্লেখযোগ্য কাজ করেছেন বাংলা দর্শকের প্রিয় অপাদি । 20 জানুয়ারি । মুক্তির অপেক্ষায় অপা অভিনীত, রাহুল মুখোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি 'দিলখুশ'। এখানে খরাজ মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি । 'বেলাশুরু'তেও এই জুটিকে ভালোবেসেছে দর্শক(Aparajita and Indrani New Show ) ।