কলকাতা, 12 জুলাই:শেষ পাঁচ বছরে টেলিভিশনে দেখা যায়নি তাঁকে ৷ 'ইষ্টি কুটুম' সিরিয়ালে অসাধারণ জনপ্রিয়তা পাওয়ার পরেও অঙ্কিতা চক্রবর্তী চলে যান লম্বা এক বিরতিতে ৷ অবশ্য় টেলিভিশনে দেখা না-মিললেও বড় পর্দায় এবং ওয়েবে কাজ করেছেন দাপিয়ে ৷ 'হায় তবা', 'মাফিয়া', 'পবিত্র পাপী' 'চরিত্রহীন', 'বউ কেন সাইকো', 'দ্য ডার্লিং ' রয়েছে তাঁর সিরিজের তালিকায় । আর ছবির মধ্যে রয়েছে 'ব্যোমকেশ ফিরে এল', 'ব্যোমকেশ বক্সি ', 'শঙ্কর মুদি', 'এবং কিরীটি' সহ আরও বেশ কয়েকটি ৷ এখনও মুক্তির অপেক্ষায় তাঁর নতন ছবি 'আকাশ অংশত মেঘলা' এবং 'কাদম্বরী আজও'।
এবার একটি দারুণ চরিত্রে টেলি দুনিয়ায় কামব্যাক হতে চলেছে অভিনেত্রীর । ধারাবাহিকের নাম 'ইন্দ্রাণী' (Ankita Chakraborty New Serial) ৷ সেদিক থেকে দেখতে গেলে এটিই তাঁর ফার্স্ট লিড। এর আগে গল্পের নায়িকার দিদির চরিত্রে অভিনয় করেছেন । সম্পর্কের সমীকরণ তাঁর চরিত্রেও ছিল । এবার স্পটলাইট কেবল তাঁর দিকেই । প্রসঙ্গত, এর মাঝে অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি ।
'ইন্দ্রাণী' ধারাবাহিকে স্বনামধন্য পরিচালক-প্রযোজক বাবু বণিকের হাত ধরে কামব্যাক হল তাঁর । অঙ্কিতা এই প্রসঙ্গে বলেন, "আমার চরিত্রটা দেখে একবারও মনে হবে না যে- এটা আবার কী ? মনেই হবে না যে ধারাবাহিকের চিত্রনাট্য লেখা হচ্ছে। খুব সাধারণভাবে সকলে কথা বলছি আমরা । টিআরপি বাড়ানোর জন্য এমন কোনও চরিত্র আমার মুখ দিয়ে বলানো হচ্ছে না যেটা দর্শকের নিতে অসুবিধা হয় । চিত্রনাট্যকার এবং পরিচালকের কাছে আমার একটাই অনুরোধ এটা যেন তথাকথিত সিরিয়ালগুলোর চেহারা না নেয় ভবিষ্যতে ।"