কলকাতা, 29 মে: 11 জুন থেকে টেলিভিশনের পর্দায় 'সারেগামাপা'র পরবর্তী সিজন (Sa Re Ga Ma Pa)। চলছে আসন্ন দফার প্রতিযোগিতার অডিশন পর্ব । তবে কারা শেষ পর্যন্ত পাকাপাকি ভাবে মঞ্চে লড়াইয়ের সুযোগ পাবেন, তা জানার জন্য অপেক্ষা করতে হবে সম্প্রচার শুরু হওয়া অবধি ।
আসন্ন সিজনের হাঁড়ির খবর নিতে এ দিন রাজারহাটের স্টুডিয়োতে হাজির হয় ইটিভি ভারত । এ বারের সিজনের বিশেষ চমক পণ্ডিত অজয় চক্রবর্তী । এ বার তাঁকে মঞ্চে দেখা যাবে গুরুজির ভূমিকায় (Ajoy Chakrabarty in Sa Re Ga Ma Pa)। অডিশন দিতে আসা প্রতিযোগীদের গানে মুগ্ধ গুরুজি । তাঁর কথায়, "চ্যানেল রীতিমতো টেনে নিয়ে এসে বসিয়ে দিয়েছে এই আসনে ৷ কৌশিকী আগে এসেছেন এখানে । এ বার যাঁরা অংশগ্রহণ করবেন, তাঁদের গানের একটা শিক্ষা দেওয়ারও ব্যবস্থা থাকবে শুনলাম । এটা খুব ভাল একটা উদ্যোগ ।"
গুরুজির ভূমিকায় থাকছেন পণ্ডিত অজয় চক্রবর্তী বিচারকের আসনেও নতুন নাম যুক্ত হয়েছে । এ বার বিচারকের আসনে শান্তনু মৈত্র এবং শ্রীকান্ত আচার্যর পাশে বসবেন সঙ্গীতশিল্পী রিচা শর্মা । পরিচালকের ভূমিকায় অভিজিৎ সেন ।
আরও পড়ুন:আমি চাই আমার যেন অহংকার না হয় : সারেগামাপা লিটস চ্যাম্প খ্যাত সোনাক্ষী
প্রতিযোগীদের আরও বেশি পরিশীলিত করার দায়িত্বে রয়েছেন ইমন চক্রবর্তী, মনোময় ভট্টাচার্য, জোজো, রাঘব চট্টোপাধ্যায়, রথীজিৎ ভট্টাচার্য । সঞ্চালনায় এ বারও থাকছেন বাঙালির প্রিয় সোনাদা কিংবা ব্যোমকেশ আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee to host Sa Re Ga Ma Pa)। তিনি বলেন, "দর্শক আর কনটেস্ট্যান্টদের মধ্যে সিঁড়ি তৈরি করে দেওয়াটা আমার দায়িত্ব । গান ভালোবাসি কিন্তু সেটা তো আমার দ্বারা হবে না ৷ সারাদিন গানের মধ্যে থাকি এটাই আমার বড় পাওয়া । এ বারের ট্যালেন্টরা নিজেদের মতো বাদ্যযন্ত্র বাজিয়ে গান গাইছেন । অবাক হচ্ছি । পণ্ডিত অজয় চক্রবর্তীর মতো একজন গুরুজি হিসেবে সারাক্ষণ থাকছেন এটাও তো বড় পাওয়া সারেগামাপার ৷"