মুম্বই, 27 ডিসেম্বর:টিভি সিরিয়ালের সেটে পাওয়া গিয়েছিল অভিনেত্রী তুনিশা শর্মার দেহ । হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় । গলায় ফাঁস লেগেই মৃত্যু হয়েছে তুনিশার (Tunisha Death Case)। তাঁর ময়নাতদন্তের রিপোর্ট সেই তথ্যই তুলে ধরেছে বলে জানায় মুম্বই পুলিশ (Mumbai Police)। তুনিশার দেহ পন্ডিত ভীমসেন জোশি হাসপাতালের (Pandit Bhimsen Joshi Hospital) মর্গে রাখা হয়েছে । আজ মীরা রোড শ্মশানে তাঁর দেহ দাহ করা হবে । বিকেল 3টেয় শেষকৃত্য শুরু হবে বলে পরিবারের তরফে জানা গিয়েছে (TV Actress Tunisha Sharma Funeral) ।
প্রসঙ্গত,'আলি বাবা: দাস্তান-ই-কাবুল'-এ শিজানের সহ-অভিনেত্রী তুনিশাকে (Entertainment news) শো-এর সেটে মৃত অবস্থায় পাওয়া যায় । এরপরই শিজানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 306 ধারার অধীনে আত্মহত্যায় প্ররোচনার একটি মামলা দায়ের করা হয়েছে (Tunisha Sharma death)।
'ফিতুর', 'বার বার দেখা', 'কাহানি 2: দুর্গা রানি সিং' এবং 'দাবাং 3' সহ বলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন তুনিশা। ওয়ালিভ পুলিশ জানিয়েছে, তারা জানতে পেরেছেন চা বিরতির পরে অভিনেত্রী শৌচালয়ে গিয়েছিলেন। তিনি ফিরে আসছেন না দেখে পুলিশ দরজা ভেঙে দেখতে পায় যে তিনি আত্মহত্যা করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার করেনি। পুলিশ বলেছে, দিন 15 আগে শিজানের সঙ্গে তুনিশার বিচ্ছেদ তাঁর আত্মহত্যার কারণ হতে পারে। রবিবার তুনিশার দেহ লাইগাঁওয়ের জেজে হাসপাতালে ময়নাতদন্ত করা হয় (Tunisha Suicide Case) ।