পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Winter Memories: শ্রদ্ধেয় স্যার ... বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে শীতের চিঠি অভিনেত্রীর - Pinky Banerjee

শীত মানে উৎসব ৷ শীত মানে আনন্দে মেতে ওঠা ৷ আবার এই শীত মানে নস্টালজিয়াও ৷ একটা সময়ে শীতের দিনে চিঠি লেখার চল ছিল ৷ এখন আর তা হয় না ৷ কিন্তু কখনও কখনও ফিরতেই হয় শিকড়ের টানে ৷ আমরাও ফিরলাম শীতের চিঠির কাছে ৷ ইটিভি ভারতের হয়ে এই কলামে কলম ধরছেন বিশিষ্টরা ৷ আজ অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়(Pinky Banerjee) ...

Etv Bharat
পিঙ্কি বন্দ্যোপাধ্যায়

By

Published : Jan 29, 2023, 2:21 PM IST

শ্রদ্ধেয় স্যার,
আশাকরি ভাল আছেন । শীতের ফুলকপির মানেই সরস্বতী পুজো ৷ আপনিও জানেন ধূপ-ধুনো, শঙ্খ-ঘণ্টা, পুরোহিত, মন্ত্র, মূর্তি সহযোগে ঘটা করে পুজো করাটা আমার ঠিক পোষায় না (Pinky Banerjee)। মনের মন্ত্রে চুপ করে বসে থাকা, চোখ মেলে দেখা আর নিজের ভিতর যতটা পারা যায় প্রকৃতিকে শুষে নেওয়া আমার বেশি পছন্দের । আপনার আশীর্বাদে, পেশায় আমি অভিনেত্রী হয়েছি । বাংলা ভাষাতেই অভিনয় করি । তাই বাংলার সঙ্গে কলেজ ছাড়ার পরও সম্পর্কটা প্রাক্তন প্রেমিকের নয় । বাড়ির খবর ভালই । তবে জানেনই তো, ডাল-ভাতের সংসারের মধ্যে থাকলেও ডাল-ভাতের সংসারটা আমার মধ্যে নেই । বোধ করি, আপনারও ছিল না । তাতে দুঃখ হয় না স্যার ৷ মোবাইল, মোটর গাড়ি আমায় টানে না । টানে কালো কফির ক্যাফিনের মতো রহস্যময়, পা টিপে টিপে হাঁটা এক জীবনবোধ । ওটাই আচ্ছন্ন করে রাখে আমাকে (Winter Memories of Actress Pinky Banerjee)।

ওই যে 'নাসাংমারা' গল্পটিতে আপনি লিখেছিলেন না জঙ্গল কেটে, জমি মাপতে, আয়না চমকাতে সবাই ব্যস্ত-একদম খাঁটি কথা স্যার । মানুষ আর ব্যস্ততা সময়ের ক্যাপসুলের ভিতরে গুঁড়ো ফর্মে সীমাবদ্ধ করে রাখতে পারেনি । ছড়িয়ে দিয়েছে গ্যামাক্সিনের মতো । জঙ্গল সাফ করা মানুষগুলো আর টাড়বারো নাসাংমারাকে ভয় পায় না । আর পাবেই বা কীভাবে ? এত যন্ত্র হাতে, বিজ্ঞানের মাদুলি গলায়, ক্ষমতার ডিগ্রি ব্যাগে ওদের খেয়ালই নেই পাহাড়েরা দল বেঁধে কখন এগিয়ে এসেছে ৷ আপনি জানলে অভিমান করতেন নাকি আনন্দ পেতেন জানি না । তবে, রেডিয়ো মির্চি কিন্তু দারুণ একটা কাজ করছে । সানডে সাসপেন্স বলে প্রতি রবিবার শ্রোতাদের জন্য বিশ্ব সাহিত্যের ভাণ্ডার থেকে রেডিয়োতে গল্প শোনার মজা উপহার দিচ্ছে । ফলে হয়েছে কি, মোটা ভারী বই, দু'হাত দিয়ে বুকের উপর ধরে রাখার চলটা এমন এঁটো শুকিয়ে লেগে থাকা পাতের মতোই । তবে ভাল লাগে স্যার (Bibhutibhushan Bandyopadhyay)। গল্প শুনতে শুনতে যাব, সেই বাসটাও এমন শেষ হয়ে যাওয়া বোরোলাইনের টিউব, তাই রেডিয়ো মির্চি জলের পাম্পের কাজ করে । ওদের হয়ে এত ঘটকালি করছি কারণ আপনারাও তো আপনার ছেলে তারাদাসবাবুর প্রচুর গল্প ওরা পাঠ করছে । তারানাথ তান্ত্রিকের পুরো সিরিজটাই বলতে পারেন । আমার প্রিয় বাইবেল 'চাঁদের পাহাড়'ও হাওয়ায় জমছে ওখানে ।

আপনাকে চিঠি লেখার মজাই আলাদা । পোস্ট করার বালাই নেই । আপনার কুশল সংবাদ জানারও উপায় নেই । তবুও আপনাকে চিঠি লিখলে মনে হয় শীতকালে রোদে শুয়ে মনের তেল মালিশ হল । ছেলেটাকে যেন এই প্রকৃতির নেশাটা ধরিয়ে দিতে পারি । আশীর্বাদ করবেন । মুক্ত মন, ভয় শূন্য হয়ে সাদা কাগজের উপর কালির তরোয়াল ধরতে পারে যেন চিরদিন । নিজের জন্য আপনার আশীর্বাদের স্টল থেকে এটাই বেছে লিখলাম । ভাল থাকবেন ।

ইতি -
আপনার টিউশন ফি ফাঁকি দেওয়া ছাত্রী

আরও পড়ুন : প্রিয় কাশ্মীর ... ভূস্বর্গকে 'শীতের চিঠি' ভাস্বরের

ABOUT THE AUTHOR

...view details