কলকাতা, 18 জুন :বাংলা টেলিভিশনের জনপ্রিয় নায়িকা মানসী সেনগুপ্ত । খলচরিত্র হোক কিংবা নায়িকা, সমান সাবলীল এই অভিনেত্রী । একসময় চুটিয়ে সঞ্চালনাও করেছেন । এরপরেই পাকাপাকিভাবে মন দেন অভিনয়ে । তাঁর অভিনীত চরিত্রের সংখ্যা নির্ণয় না করাই শ্রেয় । 'কি করে বলব তোমায়' ধারাবাহিকের দৌলতে খলচরিত্রে মানসীর আলাদাভাবে নজর কাড়ে সকলের । পায়েল সেন চরিত্রটি নিয়ে উত্তাল হয় নেটদুনিয়া । এমনকী তাঁকে নানাবিধ বাক্যবাণে বিদ্ধ করা হয় । এই সবকিছুকেই পুরস্কার হিসেবে নেন অভিনেত্রী ।
সেই সাফল্যের সিঁড়ি বেয়েই আজ মুম্বইতে হিন্দি ধারাবাহিকে চুটিয়ে অভিনয় করছেন তিনি । একসঙ্গে চলছে বড়পর্দা এবং ওয়েবের কাজও । 'উমা' ধারাবাহিকে অভিনয় করতে করতেই মুম্বই থেকে ডাক আসে অভিনয় করার জন্য । 'মোসে ছল কিয়ে যায়ে' ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি । ভিন রাজ্যে একা থাকেন মানসী । সেখানে করোনার প্রকোপ বেশ বৃদ্ধি পেয়েছে । মহারাষ্ট্রে (Maharashtra) প্রতিদিনই কয়েক হাজার ছাড়াচ্ছে নতুন আক্রান্তের সংখ্যা । এর জেরে প্রশাসনের কপালেও চিন্তার ভাঁজ ।
এই অবস্থায় সেখানকার শ্যুটিং ফ্লোরে কীরকম সাবধানতা, তা জানতে ফোন করা হয়েছিল কলকাতার মেয়ে মানসীকে (Manosi Sengupta Shares Her Thoughts on COVID in Mumbai)। মানসী বলেন, "মুম্বইতে করোনার অবস্থা খারাপ । কলকাতার থেকেও বেশি খারাপ । ক'দিন আগেই আমরা দেখেছি আক্রান্ত হয়েছেন অনেকে । প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা । ফ্লোরে বিধিনিষেধ রয়েছে বটে । তবে, কোথাও গিয়ে ঢিলেমি বা উদাসীনতা আমাদের তরফ থেকেই এসেছে । কারণ আমাদেরই পক্ষে সম্ভব না সবসময় মেনে চলা । আমি নিজেই এই দোষে দোষী । ভাবি মনিটর চলাকালীন মাস্ক পরে থাকব, সিন করার সময় মাস্ক খুলব । তারপর আবার পরব । এই চেষ্টাটা আমাদের সবার । আবার গাফিলতিটাও সবারই ।"