পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Manosi Sengupta on COVID : 95% মানুষ মাস্ক পরছে না, মুম্বইতে করোনার বাড়বাড়ন্তে চিন্তিত মানসী - Manosi Sengupta Shares Her Thoughts on COVID in Mumbai

'মুম্বই সরকার যেহেতু বলে দিয়েছে মাস্ক পরা আবশ্যক নয়, তাই কাউকে কিছু বলারও থাকে না । এখানে 95% মানুষ মাস্ক পরছে না । তাই খুব ভয় লাগছে ।' বলছেন মুম্বইয়ে কোভিডের বাড়বাড়ন্তে উদ্বিগ্ন বাঙালি অভিনেত্রী মানসী সেনগুপ্ত (Manosi Sengupta Shares Her Thoughts on Raising COVID Cases in Mumbai) ৷

Manosi Sengupta on COVID
95% মানুষ মাস্ক পরছে না , মুম্বইতে করোনার বাড় বাড়ন্তে চিন্তিত মানসী

By

Published : Jun 18, 2022, 10:23 AM IST

কলকাতা, 18 জুন :বাংলা টেলিভিশনের জনপ্রিয় নায়িকা মানসী সেনগুপ্ত । খলচরিত্র হোক কিংবা নায়িকা, সমান সাবলীল এই অভিনেত্রী । একসময় চুটিয়ে সঞ্চালনাও করেছেন । এরপরেই পাকাপাকিভাবে মন দেন অভিনয়ে । তাঁর অভিনীত চরিত্রের সংখ্যা নির্ণয় না করাই শ্রেয় । 'কি করে বলব তোমায়' ধারাবাহিকের দৌলতে খলচরিত্রে মানসীর আলাদাভাবে নজর কাড়ে সকলের । পায়েল সেন চরিত্রটি নিয়ে উত্তাল হয় নেটদুনিয়া । এমনকী তাঁকে নানাবিধ বাক্যবাণে বিদ্ধ করা হয় । এই সবকিছুকেই পুরস্কার হিসেবে নেন অভিনেত্রী ।

সেই সাফল্যের সিঁড়ি বেয়েই আজ মুম্বইতে হিন্দি ধারাবাহিকে চুটিয়ে অভিনয় করছেন তিনি । একসঙ্গে চলছে বড়পর্দা এবং ওয়েবের কাজও । 'উমা' ধারাবাহিকে অভিনয় করতে করতেই মুম্বই থেকে ডাক আসে অভিনয় করার জন্য । 'মোসে ছল কিয়ে যায়ে' ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি । ভিন রাজ্যে একা থাকেন মানসী । সেখানে করোনার প্রকোপ বেশ বৃদ্ধি পেয়েছে । মহারাষ্ট্রে (Maharashtra) প্রতিদিনই কয়েক হাজার ছাড়াচ্ছে নতুন আক্রান্তের সংখ্যা । এর জেরে প্রশাসনের কপালেও চিন্তার ভাঁজ ।

এই অবস্থায় সেখানকার শ্যুটিং ফ্লোরে কীরকম সাবধানতা, তা জানতে ফোন করা হয়েছিল কলকাতার মেয়ে মানসীকে (Manosi Sengupta Shares Her Thoughts on COVID in Mumbai)। মানসী বলেন, "মুম্বইতে করোনার অবস্থা খারাপ । কলকাতার থেকেও বেশি খারাপ । ক'দিন আগেই আমরা দেখেছি আক্রান্ত হয়েছেন অনেকে । প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা । ফ্লোরে বিধিনিষেধ রয়েছে বটে । তবে, কোথাও গিয়ে ঢিলেমি বা উদাসীনতা আমাদের তরফ থেকেই এসেছে । কারণ আমাদেরই পক্ষে সম্ভব না সবসময় মেনে চলা । আমি নিজেই এই দোষে দোষী । ভাবি মনিটর চলাকালীন মাস্ক পরে থাকব, সিন করার সময় মাস্ক খুলব । তারপর আবার পরব । এই চেষ্টাটা আমাদের সবার । আবার গাফিলতিটাও সবারই ।"

এখানে 95% মানুষ মাস্ক পরছে না । তাই খুব ভয় লাগছে ।' বলছেন মুম্বইয়ে কোভিডের বাড়বাড়ন্তে উদ্বিগ্ন বাঙালি অভিনেত্রী মানসী সেনগুপ্ত

তিনি আরও বলেন, "আসলে যতই কাপড় বা সার্জিক্যাল মাস্ক পরি না কেন, মেকআপ-লিপস্টিক উঠে একাকার হয়ে যায় । যেহেতু টেলিভিশনে কাজ করি, তাই অনেকগুলো সিনের শ্যুট করতে হয় পরপর । বারবার মেকআপ উঠে গেলে টাচ আপ দেওয়া অসুবিধা হয়ে পড়ে । তাই আর্টিস্টরা ছাড়া বাকিরা মাস্ক পরে থাকলেই ভাল । তাহলে কিছুটা হলেও কম বাড়বে সংক্রমণ । অন্তত শ্যুটিং ফ্লোরের কথা বলছি ।"

'মোসে ছল কিয়ে যায়ে' ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি

আরও পড়ুন : বিতর্কিত মন্তব্যের জের, সাই পল্লবীর বিরুদ্ধে দায়ের হল এফআইআর

মানসী এই প্রসঙ্গে আরও বলেন, "এক্ষেত্রে আরেকটা কথা বলব, মুম্বই সরকার যেহেতু বলে দিয়েছে মাস্ক পরা আবশ্যক নয়, তাই কাউকে কিছু বলারও থাকে না । কেউই মাস্ক পরে না । এখন তাই বেশ ভয়েই আছি । আমি স্যানিটাইজার, মাস্কের ব্যবহার ভুলিনি । সবাই এটা মেনে চললে ভাল । কিন্তু মুম্বই সরকার বলে দেওয়ার কারণে কাউকে বলতে পারি না যে আপনি মাস্ক পরুন । এখানে 95% মানুষ মাস্ক পরছে না । তাই খুব ভয় লাগছে ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details