কলকাতা, 27 মে:শহরে আরও এক অভিনেত্রীর রহস্যমৃত্যু (Actress death)৷ টলিউডের অভিনেত্রী বিদিশা দে মজুমদারের (Bidisha De Majumdar) মৃত্যুর পর এ বার তাঁর বান্ধবীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল ৷ পাটুলির ফ্ল্যাট থেকে অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে (Manjusha Neogis dead body recovered)৷ গত পরশু নাগেরবাজারের ফ্ল্যাট থেকে অভিনেত্রী বিদিশার ঝুলন্ত দেহ উদ্ধার হয় ।
পাটুলি থানা এলাকায় বাড়ি মঞ্জুষার । নিয়োগী ভবন নামে ওই বাড়ির মধ্যে থেকেই অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় । জানা গিয়েছে, বিদিশার মৃত্যুর ঘটনার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন তাঁর বান্ধবী মঞ্জুষা । বিদিশার ঝুলন্ত দেহ উদ্ধারের পরই মঞ্জুষা পাটুলিতে নিজের বাপের বাড়িতে চলে আসেন । বিদিশার সঙ্গে একাধিক কাজ করেছেন মঞ্জুষা ।
আরও পড়ুন:Bidisha Death mystery : সুইসাইড নোটে ক্যানসারের উল্লেখ, অবসাদেই আত্মঘাতী বিদিশা ?
পরিবার সূত্রে জানা গিয়েছে, বিদিশার মৃত্যুর খবর আসার পর থেকেই কান্নায় ভেঙে পড়েছিলেন মঞ্জুষা । তিনি তাঁর মাকে বলেছিলেন, তিনিও একই ভাবে পৃথিবী ছেড়ে চলে যাবেন । বিদিশার মতো তিনিও একজন মডেল ছিলেন । তিনি বিদিশার সঙ্গে একাধিক জায়গায় ঘুরতে গিয়েছিলেন । পরিবার সূত্রে খবর, গতকাল শুটিংয়ে গিয়েছিলেন মঞ্জুষা । বাড়ি ফিরে এসেই নিজেকে একা করে নেন তিনি ।
ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছে পাটুলি থানার পুলিশ । মঞ্জুষার ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে । কোনও সুইসাইড নোট এখনও পর্যন্ত পাওয়া যায়নি । ইতিমধ্যেই মঞ্জুষার মোবাইল, ফেসবুক, টুইটার হ্যান্ডেল খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা । মঞ্জুষা শেষবার কার সঙ্গে কথা বলেছিল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা । মঞ্জুষার মৃত্যুর প্রকৃত কারণ জানতে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন পাটুলি থানার উচ্চপদস্থ কর্তারা ৷