কলকাতা, 2 নভেম্বর:ফের গুরুতর অসুস্থ অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি ৷ হাসপাতাল সূত্রে খবর, এই মুহূর্তে তিনি ভেন্টিলেশনে রয়েছেন (Aindrila Sharma Hospitalised)। মঙ্গলবার তিনি গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি হন হাসপাতালে (Bengali actress ill)। নিউরোলজিস্ট ডা. নিলয় বিশ্বাসের অধীনে ভর্তি রয়েছেন তিনি । 48 ঘণ্টা না গেলে কিছুই বলা যাবে না বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে ।
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ঐন্দ্রিলা (Actress Aindrila Sharma is on ventilation)। ক্যানসারে আক্রান্ত হন তিনি । দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে কাজেও ফিরেছিলেন অভিনেত্রী । এ বছর এক বাংলা টেলিভিশনের মহালয়ার অনুষ্ঠানে দেবী রূপে ধরা দেন ঐন্দ্রিলা । বিশেষ বন্ধু সব্যসাচী চৌধুরীর লেখা বইয়ের উদ্বোধনেও সক্রিয় ভূমিকা নেন তিনি । চলছিল আরও বেশ কিছু কাজ । এর মাঝেই ফের অসুস্থ হলেন অভিনেত্রী ।
গত বছর ডিসেম্বর মাসে তাঁর বন্ধু সব্যসাচী চৌধুরী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন যে ঐন্দ্রিলা ভালো আছেন ৷ তিনি এখন সম্পূর্ণ ক্যানসারমুক্ত ৷ তিনি ঐন্দ্রিলাকে ঘিরে নানা কথার মাঝে লেখেন, "...এবার ভালো খবরটা বলি । বেশ কয়েক বছর আগে, ইংমার বার্গম্যানের একটা বহু পুরোনো সিনেমা দেখেছিলাম, যেখানে মৃত্যু এসেছে নায়কের প্রাণ নিতে আর এক ধূসর প্রান্তরে বসে, নায়ক মৃত্যুর সাথে দাবা খেলছে । খুব সামনে থেকে এই অসুখটাকে পর্যবেক্ষণ করে, বারবার ওই সিনেমাটার কথা মনে পড়ে যায় আমার । একটা গুটিকে রক্ষা করতে পনেরোটা গুটি ছুটোছুটি করছে । নিয়ম মেনে, মাপ মেনে নড়াচড়া করে প্রতিপক্ষকে প্রতিহত করাই তাদের মূল লক্ষ্য । সারাটা বছর ধরে ডাক্তাররা এবং ওর পরিবার মিলে সেটাই করে এসেছে, এক মুহূর্তের জন্যও কেউ হাল ছাড়েনি । জীবন সংশয় আছে জেনেও ঝুঁকি নিয়ে অস্ত্রোপচার করা হয় মে মাসে । কিছুদিন আগে, অস্ত্রোপচারের ঠিক ছয় মাস পর পুনরায় পরীক্ষা করা হয় ওকে । ডাক্তার জানিয়েছেন যে, কোনও বদ কোষ অবশিষ্ট নেই ওর শরীরে । এই মুহূর্তে, ঐন্দ্রিলা সুস্থ এবং বিপদমুক্ত ।"