পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Actors on Gobhir Joler Maach: 'গভীর জলের মাছ' কে? খোঁজ দেবে নয়া ওয়েব সিরিজ - New Web Series Gobhir Joler Maach

নতুন ওয়েব সিরিজ 'গভীর জলের মাছ' আসতে চলেছে আগামী 10 ফেব্রুয়ারি (New Web Series Gobhir Joler Maach ) ৷ সম্প্রতি সামনে এসেছে ট্রেলার ৷ এবার এই নিয়ে মুখ খুললেন অভিনেতা অভিনেত্রীরা ৷

Etv Bharat
নতুন ওয়েব সিরিজ গভীর জলের মাছ আসতে চলেছে আগামী 10 ফেব্রুয়ারি

By

Published : Jan 28, 2023, 9:39 AM IST

Updated : Jan 29, 2023, 1:15 PM IST

আসছে নতুন ওয়েব সিরিজ গভীর জলের মাছ

কলকাতা, 28 জানুয়ারি: আগামী 10 ফেব্রুয়ারি হইচইতে আসছে 'গভীর জলের মাছ'। চারটি মেয়ের গল্প বলবে এই সিরিজ (New Web Series Gobhir Joler Maach )। একইসঙ্গে চারজন পুরুষের গল্পও উঠে আসবে সিরিজে । এরা প্রত্যেকেই আমাদের খুব চেনা । সকলের আশেপাশেই ঘোরাফেরা করে । গল্প বেঁধেছেন সাহানা দত্ত । চারজন মেয়েই চারজন অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে । তাহলে আসল গভীর জলের মাছ কে? এর ভিতরে লুকিয়ে রয়েছে অনেক গল্প । আর সেই সব গল্প নিয়েই আসছে 'গভীর জলের মাছ'।

এই সিরিজে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৃণা সাহা, স্বস্তিকা দত্ত, ঊষসী রায়, অনন্যা সেন, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, সৌম্য বন্দ্যোপাধ্যায়, যুধাজিৎ সরকার, রাজদীপ গুপ্ত, অর্পণ ঘোষাল-সহ আরও অনেকে । সাহানা দত্তর কথায়, "আমরা ভাবি বা বলে থাকি মেয়েরাই পরিস্থিতির শিকার, মেয়েদের অনেক জ্বালা, মেয়েটার উপর অত্যাচার হয়েছে, মেয়েটা নিরুপায় ইত্যাদি আরও কত কী । কিন্তু শুধুই মেয়েরা নয়, একই কথা ছেলেদের ক্ষেত্রেও খাটে । তারাও কাঁদে। আর তাদের চোখে জল মানেই তারা দুর্বল তা নয় । তাদেরও একটা মন আছে । তারাও দুঃখ পায়, অসহায় বোধ করে । এই সব দিক এই সিরিজে দেখানোর একটা চেষ্টা করা হয়েছে । একজন মেয়ে হয়ে দেখানোর চেষ্টা করেছি । ভাল কিংবা খারাপ যা-ই লেগে থাকুক দর্শক সেটা বলবেন বলে আশা রাখি ।"

উল্লেখ্য, তৃণা এই মুহূর্তে ব্যস্ত তাঁর আসন্ন ধারাবাহিক 'বালিঝড়' নিয়ে । ওদিকে স্বস্তিকা রয়েছেন 'তোমার খোলা হাওয়া' ধারাবাহিকে, ঊষসী এই মুহূর্তে বাংলা ধারাবাহিকে কাজ করছেন না । আর অনন্যা সেন রয়েছেন 'পঞ্চমী' ধারাবাহিকে । রাজদীপ গুপ্তও 'পঞ্চমী' ধারাবাহিকে রয়েছেন । অর্পণ রয়েছেন 'মেয়েবেলা'তে সৌম্য, প্রান্তিক এই মুহূর্তে নেই কোনও ধারাবাহিকের ব্যস্ততায় ।

আরও পড়ুন:জেরুজালেমে সন্ত্রাসবাদী হানা, প্রাণ গেল কমপক্ষে 8 জনের

সম্প্রতি হাজির হয়েছে 'গভীর জলের মাছ' -এর অফিসিয়াল ট্রেলার । ইতিমধ্যেই প্রচুর মানুষ দেখে ফেলেছেন ট্রেলারটি ৷ কাহিনির এই ঝলক সাড়া জাগিয়েছে সোশাল মিডিয়ায়। এবার অপেক্ষা আস্ত সিরিজটার । প্রত্যেকেই আশাবাদী এই ভিন্ন স্বাদের ওয়েব সিরিজটি নিয়ে ।

Last Updated : Jan 29, 2023, 1:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details