কলকাতা, 28 জানুয়ারি: আগামী 10 ফেব্রুয়ারি হইচইতে আসছে 'গভীর জলের মাছ'। চারটি মেয়ের গল্প বলবে এই সিরিজ (New Web Series Gobhir Joler Maach )। একইসঙ্গে চারজন পুরুষের গল্পও উঠে আসবে সিরিজে । এরা প্রত্যেকেই আমাদের খুব চেনা । সকলের আশেপাশেই ঘোরাফেরা করে । গল্প বেঁধেছেন সাহানা দত্ত । চারজন মেয়েই চারজন অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে । তাহলে আসল গভীর জলের মাছ কে? এর ভিতরে লুকিয়ে রয়েছে অনেক গল্প । আর সেই সব গল্প নিয়েই আসছে 'গভীর জলের মাছ'।
এই সিরিজে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৃণা সাহা, স্বস্তিকা দত্ত, ঊষসী রায়, অনন্যা সেন, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, সৌম্য বন্দ্যোপাধ্যায়, যুধাজিৎ সরকার, রাজদীপ গুপ্ত, অর্পণ ঘোষাল-সহ আরও অনেকে । সাহানা দত্তর কথায়, "আমরা ভাবি বা বলে থাকি মেয়েরাই পরিস্থিতির শিকার, মেয়েদের অনেক জ্বালা, মেয়েটার উপর অত্যাচার হয়েছে, মেয়েটা নিরুপায় ইত্যাদি আরও কত কী । কিন্তু শুধুই মেয়েরা নয়, একই কথা ছেলেদের ক্ষেত্রেও খাটে । তারাও কাঁদে। আর তাদের চোখে জল মানেই তারা দুর্বল তা নয় । তাদেরও একটা মন আছে । তারাও দুঃখ পায়, অসহায় বোধ করে । এই সব দিক এই সিরিজে দেখানোর একটা চেষ্টা করা হয়েছে । একজন মেয়ে হয়ে দেখানোর চেষ্টা করেছি । ভাল কিংবা খারাপ যা-ই লেগে থাকুক দর্শক সেটা বলবেন বলে আশা রাখি ।"