কলকাতা, 15 ফেব্রুয়ারি:কেউ হিন্দি ওয়েব সিরিজ 'পঞ্চায়েত'-এর ছায়া খুঁজে পাচ্ছেন, কেউ বা ভাবছেন রবীন্দ্রনাথ ঠাকুরের 'ডাকঘর' আসছে ওয়েব সিরিজে । আজ্ঞে না, কোনওটাই নয়। অভ্রজিৎ সেন পরিচালিত ওয়েব সিরিজ 'ডাকঘর' আসলে তৈরি হয়েছে পদ্মনাভ দাশগুপ্তর লেখা গল্প নিয়ে । শুরুতেই সেই কথা জানিয়ে দিলেন পরিচালক । ভ্যালেন্টাইন্স সপ্তাহেই হাজির হয়েছে 'ডাকঘর'-এর ট্রেলার । আর সেই ট্রেলার দেখেই তৈরি হয়েছিল সন্দেহ ৷ হিন্দি ওয়েবসিরিজ 'পঞ্চায়েত'-এর ছায়া কী কোথাও একটু হলেও পড়েছে এই সিরিজের ওপর ৷ তবে নির্মাতারা বলছেন হাগদার এই কাহিনি হতে চলেছে একেবারেই অন্যরকম (Ditipriya Suhotra And Others on Dakghor)৷
আগামী 24 ফেব্রুয়ারি থেকে শুরু হবে স্ট্রিমিং । আটটি পর্বে আসবে সিরিজিটি । বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিতিপ্রিয়া রায়, সুহোত্র মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক প্রমুখ । সিরিজটির আনুষ্ঠানিক ঘোষণাপর্বে হাজির ছিলেন গল্পের নায়ক সুহোত্র মুখোপাধ্যায়, নায়িকা দিতিপ্রিয়া রায়, কাঞ্চন মল্লিক এবং পরিচালক অভ্রজিৎ সেন ।