কলকাতা, 17 জুন : বাংলা টেলিভিশনের পর্দায় চলছে ধারাবাহিক 'ধুলোকণা'। এই চ্যানেলেই চলছে মজার গেম শো 'ইস্মার্ট জোড়ি'। তারকা দম্পতিরা এখানে আসেন নিজেদের জুটিকে সেরা প্রমাণ করার আশায় । একইভাবে নানা সময়ে নানা ধারাবাহিকের অনস্ক্রিন জুটিদেরও আসতে দেখা যায় এই শো-তে । ক'দিন আগেই এসেছিলেন 'মন ফাগুন'-এর ঋষি-পিহু । এবার পালা 'ধুলোকণা'র লালন-ফুলঝুরির (Lalon and Phuljhuri are Coming in Ismart Jodi)। কী ঘটতে চলেছে এই পর্বে ? জানার দিন আসন্ন ।
ফুলঝুরির বিয়ে নিয়ে এখন ব্যস্ত পরিবারের সবাই । গানে নামডাক করেছে, তার উপরে আবার জানা গিয়েছে, যে বাড়িতে সে এতদিন পরিচারিকার কাজ করত সেই বাড়িরই মেয়ে ফুলঝুরি । এরপরই গল্প মোড় নেয় অন্যদিকে । গল্পের নায়ক লালনকে ভালবাসে সে, লালনও তাই । কিন্তু গল্পের ভিলেন চড়ুই ছলে-বলে-কৌশলে বিয়ে করে লালনকে ৷ ফুলঝুরিরও বিয়ে ঠিক হয়ে গিয়েছে । কিন্তু চড়ুইয়ের এতেও শান্তি নেই । সে কিছুতেই ফুলঝুরিকে ভাল থাকতে দেবে না । তাই নতুন ফন্দি এঁটেছে ফুলঝুরিকে ফের বিপদে ফেলার জন্য ৷