কলকাতা, 5 জুন : করোনা আসার দিনকয়েক আগেই সাত-পাকে বাঁধা পড়েন রাহুল মজুমদার এবং প্রীতি বিশ্বাস । 20 ফেব্রুয়ারি 2020 বিয়ে সারেন বাংলা টেলিভিশনের এই দুই জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী । রাহুল সবেমাত্র সারলেন 'খুকুমণি হোম ডেলিভারি' ধারাবাহিক । আর প্রীতির চলছে 'ধুলোকণা'। সেদিক থেকে দেখতে গেলে সেলেব-কাপল বেজায় ব্যস্ত কর্মক্ষেত্রে । কিন্তু শত ব্যস্ততার মাঝেও ভোলেন না নিজেদের সময় দিতে । সময় দেন আপনজনদেরও । কোনও উৎসব অনুষ্ঠান পালন থেকে দূরে থাকেন না তাঁরা ।
একইভাবে জামাইষষ্ঠীতেও রাহুল চলে আসেন বেহালার বি.জি প্রেসে প্রীতির বাপের বাড়িতে (Actor Rahul Majumdar Celebrates Jamai Sasthi)। গত দু'বছর জমিয়ে খাওয়া-দাওয়ার এলাহি আয়োজন করেছিলেন প্রীতির মা । অন্যথা হবে না এবারও । প্রথম বছর প্রশাসনের কাছ থেকে বিশেষভাবে অনুমতি চেয়ে শাশুড়ি মায়ের কাছে হাজির হন রাহুল । এবার রাহুলের তৃতীয়বার জামাইষষ্ঠী, যাকে জামাইষষ্ঠীর হ্যাটট্রিকও বলা যেতে পারে ৷
আরও পড়ুন :Train Cancelled in Howrah : জামাই ষষ্ঠীতে হয়রানির আশঙ্কা, হাওড়ায় শনি-রবি বাতিল একাধিক ট্রেন
তবে এবার কী বিশেষ কোনও প্ল্যান রয়েছে ? ইটিভি ভারতের প্রশ্ন রাহুলের উত্তর, "এবার জামাইষষ্ঠী পড়েছে রবিবার । পুরো ছুটির আমেজ । আমি শনিবারই চলে এসেছি শ্বশুরবাড়িতে । প্রীতি শ্যুটিং সেরে এল । শনিবার রাতে লুচি-মাংস খেলাম । প্রি-জামাইষষ্ঠী শনিবারই সেলিব্রেট করে ফেলেছি । আর জামাইষষ্ঠীর দিন বাইরে খাওয়ার ইচ্ছে রয়েছে । কোথায় যাব জানি না, তবে বেরোব । বাইরে খাব । প্রতিবারই তো রেঁধে বেড়ে খাওয়ান শাশুড়ি মা । এবার একটু অন্যভাবে কাটানোর প্ল্যান আছে ।"