পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Jeetu Kamal: জিতু কমলের গাড়িতে ধাক্কা, অভিযোগ জানাতে গেলে নবনীতাকে খুন ও ধর্ষণের হুমকি ঘাতক চালকের; পুলিশ নীরব দর্শক - উস্তাদ রশিদ খান

দুর্ঘটনার কবলে পড়লেন জিতু কমল ও তাঁর স্ত্রী (Actor Jeetu Kamal and Nabanita Das) ৷ অল্পের জন্য প্রাণে বেঁচে যান জিতু ও নবনীতা ৷ বৃহস্পতিবার দুপুরে জিতু তাঁদের গাড়ি করে নিমতা যাচ্ছিলেন। সেখানে তাঁদের গাড়িকে ধাক্কা মারে একটি পণ্যবাহী গাড়ি। অভিনেতা দম্পতির গাড়ির চালক প্রতিবাদ করলে হুমকি দেয় ওই ঘাতক গাড়ির চালক ৷ এরপর দুই পক্ষই নিমতা থানায় যায় অভিযোগ দায়ের করতে যায় ৷ তখন পুলিশের সামনে নবনীতাকে ধর্ষণ এবং মেরে ফেলার হুমকি দেয় পণ্যবাহী গাড়ির চালক ৷ এর পর পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলে এই দম্পতি ৷

Jeetu Kamal
জিতু কমলের গাড়িতে ধাক্কা

By

Published : Dec 8, 2022, 10:58 PM IST

কলকাতা, 8 ডিসেম্বর: ফের অভিযোগের আঙুল পুলিশের দিকে। উস্তাদ রশিদ খানের গাড়ির আটক নিয়ে গতকাল অভিযোগের তীর উঠেছে পুলিশের বিরুদ্ধে ৷ বৃহস্পতিবার দুপুরে নিমতা থানার একদম কাছেই দুষ্কৃতীদের তাণ্ডবের শিকার জিতু কমল ও তাঁর স্ত্রী নবনীতা দাস। অল্পের জন্য প্রাণে বেঁচে যান জিতু কমল ও তাঁর স্ত্রী নবনীতা (Actor Jeetu Kamal and Nabanita Das) ৷

এদিন ফেসবুক লাইভে (Facebook Live) ) এসে টেলি অভিনেত্রী নবনীতা জানান, বৃহস্পতিবার দুপুরে জিতু তাঁদের গাড়ি নিমতা এলাকা দিয়ে যাচ্ছিলেন। সেখানে তাঁদের গাড়িকে ধাক্কা মারে একটি পণ্যবাহী গাড়ি (Car Accident) । অভিনেতা দম্পতির গাড়ির চালক প্রতিবাদ করলে, প্রথমে নাকি ওই মালবাহী গাড়ির চালক তাঁকে গাড়ি চাপা দেওয়ার হুমকি দেয়।

এরপর দুই পক্ষই নিমতা থানায় যায় অভিযোগ দায়ের করতে। অভিনেত্রী নবনীতার কথা অনুযায়ী থানা চত্বরেই নবনীতার গাড়ির চালককে হেনস্তা করতে থাকে পণ্যবাহী গাড়ির লোকজন। নবনীতা সেখানে প্রতিবাদ করতে গেলে, তাঁকেও হেনস্তা হতে হয়। তাঁকে ধর্ষণ এবং মেরে ফেলার হুমকি দেয় ওই পণ্যবাহী গাড়ির লোকজন। আর সমগ্র ঘটনাটি ঘটে নিমতা থানার পুলিশের (Nimta Police) সামনে।

আরও পড়ুন:উস্তাদ রশিদ খান ও তাঁর পরিবারের সঙ্গে অভব্য আচরণ, অভিযুক্ত কলকাতা পুলিশ

নবনীতার অভিযোগ, পুলিশের সামনেই তাঁকে খুনের হুমকি ও ধর্ষণের হুমকি দেওয়া হয়। ভিডিয়োতেই নবনীতা আবেগঘন হয়ে বলেন, "তিনি থানা থেকে বেরোতে ভয় পাচ্ছেন।" পুরো ঘটনায় পুলিশ এবং প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন 'মহাপীঠ তারাপীঠ' ধারাবাহিকের মা তারা চরিত্রের অভিনেত্রী। তাঁর দাবি, মদ্যপ অবস্থায় ছিল ওই পণ্যবাহী গাড়ির চালক।

তারা থানার সামনে গণ্ডগোল পাকালে পুলিশ তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না-নিয়ে সেখান থেকে চলে যেতে বলে। পরিবর্তে জিতু (Jeetu Kamal) এবং তাঁকে দীর্ঘক্ষণ থানায় বসিয়ে রাখা হয় বলেও জানান নবনীতা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই ঘটনার জেরে কাউকে আটক করা হয়নি ৷ এমনকী জিতু এবং নবনীতাকেও ফোনে যোগাযোগ করা হলে তাঁদেরকে পাওয়া যায়নি।

ABOUT THE AUTHOR

...view details