পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Gourab Mandal কৃষ্ণপ্রেম মিলিয়ে দিল গৌরব ডায়ানাকে - Actor Gourab Mandal got engaged

অভিনেতা গৌরব মণ্ডল এবং তাঁর জীবনসাথী চিন্তামণি ডায়না নিয়েই এখন চলছে চর্চা । এর মাঝেই প্রেম এবং বাগদান সেরে ফেললেন দুজনে (Engagement of Gourab Mandal)।

engagement of actor gourab mandal is done
কৃষ্ণপ্রেম মিলিয়ে দিল গৌরব ডায়নাকে

By

Published : Aug 12, 2022, 3:55 PM IST

কলকাতা, 12 অগস্ট: নেটপাড়া এখন উত্তাল এঁদের নিয়েই । ছবিতে ছবিতে ছয়লাপ সোশাল মিডিয়া । আর তাঁদের জুটির প্রশংসায় পঞ্চমুখ নাগরিক । কথা হচ্ছে অভিনেতা গৌরব মণ্ডল এবং তাঁর জীবনসাথী চিন্তামণি ডায়নাকে নিয়ে । বাংলা টেলিভিশনের দর্শক গৌরবকে বেশ ভালোভাবে চেনে । 'ভক্তের ভগবান শ্রী কৃষ্ণ' থেকে 'আরব্য রজনী', 'বেদেনি মলুয়ার কথা', 'ওম নমঃ শিবায়'-সহ আরও কয়েকটি ধারাবাহিকে দাপটের সঙ্গে কাজ করেছেন গৌরব ।

আদতে পুরোমাত্রায় ফিটনেস ফ্রিক গৌরব। একইসঙ্গে মনে মনে চির-প্রেমিক তিনি । একাধিক বান্ধবীর সঙ্গে প্রেমের সম্পর্ক প্রকাশ্যে এনেছেন এই নায়ক । রাখঢাক নেই তাঁর স্বভাবে । অভিনেত্রী জেসমিন রায়ের সঙ্গেও তাঁর প্রেম নিয়ে চর্চা হয়েছে বহুবার । একসঙ্গে জুটি বেঁধে বহু কাজও করেছেন তাঁরা । এরপর সম্পর্কের ভাঙনের কথাও সামনে এসেছে তাঁদের । ফের একবার প্রেমে পড়েছেন গৌরব । দেশি নয়, এই কন্যে বিদেশি । নাম তাঁর চিন্তামণি ডায়না ।

দিল্লির বৃন্দাবনবাসী ডায়নার নৃত্যশৈলীতে দিনদু'য়েক হল তোলপাড় নেটদুনিয়া । অভিনেত্রী শ্রুতি দাস পর্যন্ত তাঁর নৃত্যশৈলীতে মুগ্ধ হয়ে পোস্ট করেছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন দু'জনকে । ডায়না দিল্লির বৃন্দাবনে থাকেন পরিবারের কয়েকজনের সঙ্গে । বাকিরা রাশিয়াতেই থাকেন । বেশিদিনের প্রেম নয় তাঁদের ।

আরও পড়ুন:শেষ নিশ্বাস ত্যাগ করলেন প্রথম জাতীয় পুরস্কার প্রাপ্ত কন্নড় গায়ক শিবমেগা সুব্বান্না

এর মাঝেই প্রেম এবং বাগদান সেরে ফেললেন দু'জনে (Engagement of Gourab Mandal)। দুই পরিবারকে নিয়ে দিল্লিতেই সারা হয়ে গিয়েছে বাগদান পর্ব । গৌরব কৃষ্ণভক্ত তা আগেই জানিয়েছিলেন । জানা গেল তাঁর ডায়নাও নাকি কৃষ্ণভক্ত । তাই বোধহয় স্বয়ং শ্রী কৃষ্ণই মিলিয়ে দিয়েছেন দু'জনকে । এবার অপেক্ষা শুভদিনের । আপাতত দিল্লিতে ডায়না আর কলকাতায় গৌরব । প্রেমের মৌতাত জমছে দুই শহরে ।

ABOUT THE AUTHOR

...view details