মুম্বই, 22 মে: ফের শোকের ছায়া বলি দুনিয়ায় ৷ আবাসনে রহস্যমৃত্যু অভিনেতা তথা মডেল আদিত্য সিং রাজপুতের। বাথরুম থেকে সোমবার মৃতদেহ উদ্ধার হয় অভিনেতার। পুলিশের প্রাথমিক অনুমান, অতিরিক্ত মাদক সেবনের কারণেই মৃত্যু হয়েছে স্প্লিটসভিলা-9 খ্যাত এই অভিনেতার ৷ মুম্বইয়ের আন্ধেরিতে একটি আবাসনের 11 তলায় তিনি থাকতেন ৷ ইতিমধ্যেই পুলিশ তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷
পুলিশ সূত্রে খবর, আদিত্যর শরীর গত কয়েকদিন ধরে ভালো ছিল না ৷ তিনি আজ বিকেলে বাথরুমে পড়ে যান ৷ অভিনেতার পরিচারিকা পড়ে যাওয়ার শব্দ পান ৷ তিনি আবাসনের নিরাপত্তারক্ষীকে ততক্ষণাৎ জানান ৷ এরপর অভিনেতাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ সূত্রের খবর, মাদকাসক্ত ছিলেন আদিত্য। ড্রাগ ওভারডোজেই মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পরই জানা যাবে বলে জানিয়েছে পুলিশ ৷ দিল্লিতেই জন্ম, বেড়ে ওঠা 32 বছরের 'স্প্লিটসভিলা' রিয়্যালিটি শো খ্যাত অভিনেতার। তিনি উত্তরাখণ্ডের বাসিন্দা। মুম্বইয়ে এসে মডেল হিসেবে কাজ শুরু করেন বহুবছর। সিরিয়াল ছাড়াও একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি।