পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Aditya Singh Rajput Dies: অতিরিক্ত মাদক সেবনই কি কাল হল? স্প্লিটসভিলা-খ্যাত আদিত্যর মৃত্যু ঘিরে ধোঁয়াশা

আবাসনের বাথরুম থেকে উদ্ধার হল অভিনেতা আদিত্য সিং রাজপুতের মৃতদেহ ৷ পুলিশের প্রাথমিক অনুমান, অতিরিক্ত মাদক সেবনের কারণেই তাঁর মৃত্যু হয়েছে ৷

Aditya Singh Rajput Dies
স্প্লিটসভিলা খ্যাত আদিত্যর মৃত্যু ঘিরে ধোঁয়াশা

By

Published : May 22, 2023, 8:36 PM IST

মুম্বই, 22 মে: ফের শোকের ছায়া বলি দুনিয়ায় ৷ আবাসনে রহস্যমৃত্যু অভিনেতা তথা মডেল আদিত্য সিং রাজপুতের। বাথরুম থেকে সোমবার মৃতদেহ উদ্ধার হয় অভিনেতার। পুলিশের প্রাথমিক অনুমান, অতিরিক্ত মাদক সেবনের কারণেই মৃত্যু হয়েছে স্প্লিটসভিলা-9 খ্যাত এই অভিনেতার ৷ মুম্বইয়ের আন্ধেরিতে একটি আবাসনের 11 তলায় তিনি থাকতেন ৷ ইতিমধ্যেই পুলিশ তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, আদিত্যর শরীর গত কয়েকদিন ধরে ভালো ছিল না ৷ তিনি আজ বিকেলে বাথরুমে পড়ে যান ৷ অভিনেতার পরিচারিকা পড়ে যাওয়ার শব্দ পান ৷ তিনি আবাসনের নিরাপত্তারক্ষীকে ততক্ষণাৎ জানান ৷ এরপর অভিনেতাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ সূত্রের খবর, মাদকাসক্ত ছিলেন আদিত্য। ড্রাগ ওভারডোজেই মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পরই জানা যাবে বলে জানিয়েছে পুলিশ ৷ দিল্লিতেই জন্ম, বেড়ে ওঠা 32 বছরের 'স্প্লিটসভিলা' রিয়্যালিটি শো খ্যাত অভিনেতার। তিনি উত্তরাখণ্ডের বাসিন্দা। মুম্বইয়ে এসে মডেল হিসেবে কাজ শুরু করেন বহুবছর। সিরিয়াল ছাড়াও একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি।

আরও পডুন:পিষে দিল ট্রাক ! মর্মান্তিক মৃত্যু টেলি অভিনেত্রী সুচন্দ্রার

মাত্র 17 বছর বয়সে ইন্ডাস্ট্রিতে তাঁর কর্মজীবন শুরু করেন আদিত্য সিং রাজপুত। 'ক্রান্তিবীর', 'ম্যায়নে গান্ধি কো নেহি মারা' ছবিতে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া স্প্লিটসভিলা'র নবম সংস্করণে অংশগ্রহণ করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। 'লাভ', 'আশিকি', 'কোড রেড', 'ব্যাড বয় সিজন 8'-এর মতো একাধিক টেলিভিশন শো-তে কাজ করেছেন প্রয়াত অভিনেতা। ছবি এবং টিভি শো ছাড়াও, তিনি 125টিরও বেশি বিজ্ঞাপনে অভিনয় করেছেন তিনি। বর্তমানে তিনি এক বিখ্যাত প্রোডাকশন হাইসের কাস্টিং বিভাগে কাজ করছিলেন। মুম্বই গ্ল্যামার সার্কিটেও ছিল আদিত্যর নিত্য যাতায়াত। পেজ-3 পার্টিগুলিতে তাঁকে প্রায়ই দেখা যেত। সবমিলিয়ে মুম্বইয়ের গ্ল্যামার সার্কিটের চেনা মুখ ছিলেন আদিত্য। তাঁর এই অকালমৃত্যুতে শোকস্তব্ধ সকলেই।

ABOUT THE AUTHOR

...view details