পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Abir Chatterjee: দর্শক আমাকে তারকা ভাবেন কি না তা জরুরি নয় সারেগামাপা'র মঞ্চে: আবির - সারেগামাপা

দর্শক আমাকে তারকা ভাবেন কি না তা জরুরি নয় সারেগামাপা'র মঞ্চে (Sa Re Ga Ma Pa)৷ বললেন সঞ্চালক আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)।

Abir Chatterjee to host new season of Sa Re Ga Ma Pa
দর্শক আমাকে তারকা ভাবেন কি না তা জরুরি নয় সারেগামাপা'র মঞ্চে: আবির

By

Published : May 29, 2022, 2:32 PM IST

কলকাতা, 29 মে: শুরু হতে চলেছে 'সারেগামাপা'র পরবর্তী সিজন (Sa Re Ga Ma Pa)। জোরকদমে চলছে অডিশন পর্ব। বিভিন্ন বয়সের প্রতিযোগীরা এসেছে নিজেদের সৌকর্য দেখিয়ে প্রতিভা দেখানোর মঞ্চে নিজেদের জায়গা করে নিতে । এ বারেও সঞ্চালনার দায়িত্বে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)।

আগের সিজনেই সকলের নজর কেড়েছেন সঞ্চালক আবির চট্টোপাধ্যায় । একইসঙ্গে নানাসময়ে সম্মুখীন হয়েছেন আগের সঞ্চালক যিশুর সঙ্গে নিজের তুলনার । অনেকেই বলেছেন, "আবির যিশুর মতো পারবে না ৷" এই ব্যাপারে আবিরের বক্তব্য ছিল, "আমি আমার মতো করে উপস্থাপনার চেষ্টা করব। কারও অনুকরণ করার চেষ্টা আমার নেই ।" সূত্রের খবর, নতুন দায়িত্ব পাওয়ার পর অগ্রজ যিশুর সঙ্গে কথাও বলেছেন আবির (new season of Sa Re Ga Ma Pa)।

এ বারও নিজের ভূমিকায় নিজের কায়দায় মঞ্চে ধরা দেবেন আবির । অডিশন পর্বেই ধরা পড়ল তাঁর সেই নিজস্ব স্টাইল । একই রকমের উচ্ছ্বল ছিলেন বাঙালি দর্শকের সেন্টিমেন্ট ব্যোমকেশ তথা সোনাদা । সঞ্চালনা মানেই তো শুধু কে কার পরে পারফর্ম করবে বা কে কত ভাল গাইল তা দর্শককে বলে দেওয়া নয়, সঞ্চালক মানে সকল প্রতিযোগীর কাছের মানুষ তিনি । প্রতিযোগীদের আপনজন । তাঁর কাছে আনন্দ প্রকাশ করা যায়, তাঁর কাছে রাগ, দুঃখ, অভিযোগ, অভিমান ব্যক্ত করা যায় ।

আরও পড়ুন:Sa Re Ga Ma Pa: সারেগামাপায় গুরুজির ভূমিকায় অজয় চক্রবর্তী, বিচারকের আসনেও নয়া চমক

এ ব্যাপারে আবিরের কাছে তাঁর বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, "গত বছরের অভিজ্ঞতা থেকেই বুঝেছি যে, আমি কতটা ভাল অভিনয় করি কিংবা আমাকে লোকে তারকা ভাবেন কী ভাবেন না, সেটা সারেগামাপার মঞ্চে ইম্পর্ট্যান্ট নয় । অবশ্যই আমার কাছে ইম্পর্ট্যান্ট । আমার দর্শকের কাছে ইম্পর্ট্যান্ট, কিন্তু এই মঞ্চে নয় । সারেগামাপার মঞ্চে যারা গান গাইবে, তারা তো সকলেই আমার থেকে বয়সে ছোট ৷ আমি চাইব আমি যেন তাদের কাছে বড় দাদা হয়ে থাকতে পারি । ওরা যাতে আমাকে বড় দাদা মনে করে সেটাই আমি চাই । অনেকেই আমাকে বলেছেন এই মঞ্চে আমি নাকি সোনাদা'র মতো । সোনাদা যেমন সবার পিছনে লাগে আবার ভালোবাসে, মজা করে আমিও ঠিক সেটাই করি এখানে । প্রতিযোগীরা অনেক কথাই বিচারকদের বলে উঠতে পারে না । ভয় পায় । আমি ওদের সব বক্তব্য শোনার জন্য আছি সবসময় । আমি চাই ওরা ওদের সমস্যা আমাকে বলুক মন খুলে । ওদের প্রত্যেক মুহূর্তে টেনশন মারাত্মক, আমাদের থেকে অনেক বেশি । ওরা স্বচ্ছন্দ্যে আমাকে বলতে পারে । আমি আছি ওদের জন্য ।"

আবির চট্টোপাধ্যায়

প্রসঙ্গত, আবিরের ভক্ত সংখ্যা আকাশছোঁয়া । তাঁকে ঘিরে আগ্রহ উৎসাহের অন্ত নেই সেই ভক্তকূলের । প্রিয় অভিনেতাকে সঞ্চালনায় পেয়ে আপ্লুত হয়েছিলেন সকলেই । এ বার ফের তাঁকে দেখার পালা । অপেক্ষা মাত্র কয়েকদিনের ।

ABOUT THE AUTHOR

...view details