হায়দরাবাদ, 14 মে : 'আশ্রম', পরিচালক প্রকাশ ঝার এই জনপ্রিয় সিরিজটির কথা উঠলেই যে অভিনেতার নাম চোখের সামনে ভেসে ওঠে তিনি ববি দেওল ৷ 2020 সালে শুরু হওয়া ওটিটি প্লাটফর্ম এমএক্স প্লেয়ারের এই জনপ্রিয় সিরিজে কাশীপুরওয়ালে বাবা নিরালার চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ৷ কামাতুর ভণ্ড এক সাধুবেশী শয়তানের কাহিনিই তুলে ধরে এই সিরিজ ৷ নিরালা বাবা নামক এই ভন্ড স্বঘোষিত সাধু ভক্তির আড়ালে কীভাবে দুর্নীতি চালিয়ে যান সেটাই হল গল্পের প্লট ৷ প্রথম সিরিজেই নিরালা বাবার ভণ্ডামির বেশ কিছু চিত্র ফুটিয়ে তুলেছিলেন পরিচালক ৷ আভাস ছিল দ্বিতীয় সিরিজেও ৷ আর এবার আসছে এই গল্পের তৃতীয় অধ্যায় ৷ 3 জুন থেকে শুরু হতে চলেছে স্ট্রিমিং ৷ শুক্রবার সামনে এল সিরিজের ট্রেলার (Bobby Deol Starrer Aashram New Season Trailer)৷
দ্বিতীয় সিরিজে বাবা নিরালার চরিত্রের অন্ধকারময় দিকগুলিকে ফুটিয়ে তুলেছিলেন পরিচালক ৷ আর এবারের সিরিজের ট্রেলারে আভাস মিলেছে বাবা আর শুধু স্বঘোষিত বাবা নন হয়ে উঠতে চান ভগবান ৷ দেখা যায় আলোড়নের চিত্রও ৷ বাবার কাহিনি কোন দিকে গড়াতে পারে তার অবশ্য় খুবই অল্প আভাস রয়েছে ট্রেলারে ৷ তবে বাবার কীর্তি ফাঁস করতে এবার রীতিমত মরিয়া উজাগর সিং অর্থাৎ দর্শন কুমার এবং পম্মি অর্থাৎ অদিতি পোহাঙ্কর ৷ তাঁরা সফল হবেন কি? না কি এবারও জাল কেটে বেরিয়ে যাবে বাবা নিরালা এবং ভোপে ৷ ভোপের চরিত্রে দেখা যাবে চন্দন রায় সান্যালকেই ৷