পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Aarya 3 Teaser Out: শেষ অধ্যায়ের গল্প নিয়ে আসছে সুস্মিতার 'আরিয়া', মুক্তি পেল তৃতীয় পর্বের টিজার - Aarya 3 Teaser Out

'আরিয়া'র তৃতীয় পর্বের টিজার নিয়ে হাজির হলেন প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন ৷ সোমবার মুক্তি পেল সিরিজের প্রথম ঝলক ৷ সিরিজে দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্ত, সিকন্দর খেরের মতো অভিনেতাদেরও ৷

Aarya 3 Teaser Out
মুক্তি পেল আরিয়ার তৃতীয় পর্বের টিজার

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2023, 9:24 PM IST

হায়দরাবাদ, 9 অক্টোবর: সুস্মিতা সেনের 'আরিয়া'র গত দু'টি মরশুম ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে ৷ আর তাই তৃতীয় মরশুমের জন্য় এখন মুখিয়ে রয়েছেন অনুরাগীরা ৷ হৃদরোগ থেকে সেরে উঠতে না-উঠতেই এই সিরিজের শুটিংয়ে কামব্যাক করেছিলেন প্রাক্তন বিশ্ব সুন্দরী ৷ এই সিরিজে তিনি ফুটিয়ে তুলেছেন একজন দায়িত্বশীল মায়ের চরিত্র ৷ সোমবার সামনে এল সিরিজের তৃতীয় পর্বের টিজার ৷ গ্য়াংস্টার জগতে আরিয়ার উল্কা গতিতে উত্থান তুলে ধরে এই কাহিনি ৷

টিজারে দেখা যায় প্রথমেই গুলি লাগে আরিয়া অর্থাৎ, সুস্মিতার বুকে ৷ এরপর ঘুরেফিরে আসে আগের দুই মরশুমের ফ্ল্য়াশব্যাক ৷ আরিয়ার কণ্ঠে শোনা যায়, এই কাহিনির শুরুটা তার হাতে ছিল না ৷ আর শেষটাও যে এমন হবে, সেটা তার জানা ছিল না ৷ আরিয়ার মৃত্যু, তার সন্তানদের আতঙ্কিত চেহারা এই টিজারের উপজীব্য বিষয় ৷ কাহিনি কোনদিকে গড়াবে তা এখনও জানা নেই ৷ তবে এটুকু বোঝা যায় আরিয়ার জীবনের শেষ অধ্যায়ের গল্প তুলে ধরবে এই ওটিটি সিরিজ ৷

'আরিয়া'র এই মরশুমে সুস্মিতাকে যে নতুন রূপে দেখা যাবে তা নিয়ে কোনও সন্দেহ নেই ৷ আগামী মাসের 3 তারিখ মুক্তি পেতে চলেছে এই সিরিজ ৷ সুস্মিতা এদিন টিজারটি শেয়ার করে লেখেন, "যার মাথায় মুকুট সেই সবার টার্গেট ৷" বোঝাই যায় আরিয়ার এই যাত্রা হতে চলেছে দ্বন্দ্বমুখর ৷ ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেতে চলেছে এই সিরিজটি ৷

আরও পড়ুন:প্রকাশ্যে 'গণপথ' ট্রেলার , টাইগার কৃতির অ্যাকশন দেখে বিরক্ত নেটিজেনরা!

'আরিয়া সিজন 3'-এ দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্ত, সিকন্দর খেরের মতো অভিনেতাদেরও ৷ সিরিজটির নির্মাতা রাম মাধবানি ৷ সিরিজের শুটিংয়ের মাঝেই জয়পুরে অসুস্থ হয়ে পড়েছিলেন সুস্মিতা ৷ তবে খুব তাড়াতাড়ি আবারও সুস্থ হয়ে সেটে ফেরেন তিনি ৷ এর আগে তাঁকে দেখা গিয়েছিল 'তালি' ছবিতে ৷ সেখানেও একেবারে অন্য় ধরনের চরিত্রে সামনে এসেছিলে তিনি ৷ তাঁকে দেখা গিয়ে রূপান্তরকামী সমাজকর্মী গৌরি সাওয়ান্তের ভূমিকায় ৷

ABOUT THE AUTHOR

...view details