হায়দরাবাদ, 12 জুলাই: সম্প্রতি দুরন্ত মাইলফলক অর্জন করল পরিচালক নন্দিতা দাসের 'জুইগাটো' ৷ কপিল শর্মা অভিনীত এই ছবি এবার জায়গা করে নিল অস্কার লাইব্রেরিতে ৷ অভিনেত্রী থেকে ধীরে ধীরে পরিচালনার যাত্রা শুরু করেছিলেন নন্দিতা ৷ তাঁর তৈরি ছবির তালিকায় রয়েছে 'আর্থ','ফায়ার' এবং 'মান্টো'র মতো ছবি ৷ এবার অ্যাকাডেমির সংগ্রহশালায় জায়গা করে নিল তাঁর নতুন ছবি ৷ স্বাভাবিকভাবেই এ বড় আনন্দের কথা ভারতীয় সিনেপ্রেমীদের জন্য ৷
কপিল শর্মা অভিনীত জুইগাটো এবার অস্কার লাইব্রেরিতে:সম্প্রতি তাঁদের ছবির এই নতুন মাইলস্টোন অর্জনের খবর সোশালে শেয়ার করেছেন নন্দিতা ৷ তিনি জানিয়েছেন, মার্গারেট হেরিক লাইব্রেরিতে জায়গা করে নিয়েছে এই ছবি ৷ ছবিটি তৈরি হয়েছিল সাধারণ ডেলিভারি বয়দের জীবনকে কেন্দ্র করে ৷ প্রেক্ষাগৃহে অবশ্য় খুব বেশি সাফল্যও পায়নি ছবিটি ৷ তবে নন্দিতার 'জুইগাটো' জিতে নিল বিশ্বব্যাপী দর্শকের মন ৷ পরিচালক আশা করছেন কোনও ওটিটি প্লার্টফর্ম নিশ্চই তাঁর এই ছবিকে জায়গা দেবে ৷ যাতে আরও বেশি দর্শক ছবিটি দেখার সুযোগ পান ৷
অস্কার লাইব্রেরির ভারতীয় ছবির তালিকা:অবশ্য় নন্দিতার 'জুইগাটো'ই যে প্রথম ছবি যে অস্কার লাইব্রেরিতে জায়গা করে নিল তা কিন্তু নয় ৷ এর আগেও এই সংগ্রহশালায় আসন পাকা করে নিয়েছে বহু ছবি ৷ প্রথমেই বলতে হবে মেহবুব খান পরিচালিত 1957 সালে মুক্তি পাওয়া ছবি 'মাদার' ইন্ডিয়া'র কথা ৷ 'গ্রেট মাদার আর্কিটাইপ'-এর আদর্শ উদাহরণ ছিল এই ছবি ৷ মায়ের কষ্ট, যন্ত্রণা আর আত্মত্যাগের এই কাহিনি রীতিমতো নজর কেড়েছিল সকলের ৷