হায়দরাবাদ, 14 মে : পরিচালক জোয়া আখতারের হাত ধরে অভিনয় জগতে পা রাখতে চলেছেন মেগাস্টার অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা, শাহরুখ খান কন্যা সুহানা খান এবং বনি কাপুর ও শ্রীদেবীর মেয়ে খুশি কাপুর (The Archies cast) ৷ জোয়ার এই নতুন প্রজেক্টের নাম 'দ্য আর্চিস' ৷ আজ নিজেই তাঁর স্টার কাস্টদের সঙ্গে দর্শকের আলাপ করিয়ে দিয়েছেন জোয়া ৷
ইনস্টা পোস্টে তিনি লেখেন, "এখানে ওল্ড স্কুল বলে কিছু নেই ৷ নতুন গ্যাংয়ের হাত ধরেছি কারণ খুব তাড়াতাড়ি নেটফ্লিক্সে আসছে 'দ্য আর্চিস' ৷" এই ছবিতে স্টারকিডসদের পাশাপাশিই দেখা যাবে মিহির আহুজা, বেদাং রায়না এবং যুবরাজ মেন্ডাকে । এই প্রজেক্ট নিয়ে কথা বলতে গিয়ে আগেই প্রযোজক রীমা কাগতি বলেছিলেন, "আমি ষাটের দশকের ভারতের একটি লাইভ অ্যাকশন মিউজিক্যালকে রিবুট করতে চাই ৷ আর এটাই টাইগার বেবির প্রথম সোলো প্রজেক্ট তাই এটা আরও স্পেশাল ৷"