পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Apurba In Indian Cinema: ওপারের নায়ক এপারে! প্রতিমের হাত ধরে টলিউডে শুরু 'অপূর্ব অধ্যায়' - পরিচিত নাম জিয়াউল ফারুক অপূর্ব

বাংলাদেশের নাটকের দুনিয়ায় জিয়াউল ফারুক অপূর্ব রীতিমতো পরিচিত নাম ৷ এবার তিনি জুটি বাঁধবেন এপার বাংলার পরিচালক প্রতিম ডি গুপ্তের সঙ্গে ৷ ছবির নাম 'চালচিত্র' ৷ থাকছেন শান্তনু মাহেশ্বরী, টোটা রায়চৌধুরী, স্বস্তিকা দত্ত, তনিকা বসুরাও ৷

Apurba In Indian Cinema
অপূর্বের নতুন পর্ব শুরু এপারে

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2023, 11:04 AM IST

Updated : Sep 27, 2023, 11:11 AM IST

কলকাতা, 27 সেপ্টেম্বর:বাংলাদেশের নাটক তথা ছবির সূত্র ধরে জিয়াউল ফারুক অপূর্ব দুই বাংলার সিনেপ্রেমীদের কাছে পরিচিত নাম ৷ এবার তিনি পা রাখতে চলেছেন ভারতীয় ছবিতে ৷ সৌজন্যে প্রতিম ডি গুপ্ত এবং ফিরদৌসুল হাসান ৷ এর আগে প্রতিমের হাত ধরে নেটফ্লিক্সে 'টুথপরি'র মতো সিরিজ পেয়েছিলেন অনুরাগীরা ৷ 'টুথপরি: হোয়েন লাভ বাইটস' অচেনা রূপকথাকে তুলে ধরেছিল প্রেমের এক অসাধারণ আবহে ৷ আর এবার তাঁর হাত ধরেই আসতে চলেছে 'চালচিত্র' ৷

মৃণাল সেনের একটি বিখ্যাত ছবি রয়েছে এই নামেই ৷ সেখানে রূপোলি পর্দায় দেখা গিয়েছিল গীতা সেন, কৌশিক সেন, অঞ্জন দত্তের মতো তাবড় অভিনেতা-অভিনেত্রীদের ৷ এবার একই নামে আসছে আরও একটি প্রজেক্ট ৷ ছবির শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷ শুধু অপূর্ব নয় ছবিতে রয়েছেন শান্তনু মাহেশ্বরী, টোটা রায়চৌধুরী, স্বস্তিকা দত্ত, তনিকা বসু, প্রিয়া বন্দোপাধ্যায় এবং অনির্বাণ চক্রবর্তীর মতো পরিচিত অভিনেতা অভিনেত্রীরাও ৷

বুধবার অপূর্বর অন্তর্ভূক্তির কথা সামাজিক মাধ্যমে ঘোষণা করেন প্রযোজক ফিরদৌসাল হাসান ৷ ফিরদৌসুল হাসান এবং ফ্রেন্ডস কমিউনিকেশনের হাত ধরেই মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ ইনস্টাগ্রামের অপূর্বর একটি ছবি পোস্ট করে ফিরদৌসুল এদিন লেখেন,'আমাদের চালচিত্র ছবির হাত ধরে ভারতীয় সিনেমায় অভিষেক হতে চলেছে অপূর্বর ৷ এমন একটা খবর ঘোষণা করতে পেরে বেশ ভালো লাগছে ৷'

এর আগে প্রতিম হিন্দি ওয়েব সিরিজে কাজ করেছেন ৷ সেখানে তাঁর হাত ধরে জুটি বেঁধেছিলেন শান্তনু এবং তানিয়া ৷ আর এবার অপূর্ব নিয়ে শুরু হতে চলেছে তাঁর নতুন অধ্যায় ৷ পরিচালক আগেই জানিয়েছিলেন তাঁর এই নতুন কাহিনিটিও থ্রিলারধর্মী ৷ তবে রহস্যের গল্পে কী কী প্যাঁচ থাকছে তা তিনি জানাননি ৷ 'চালচিত্র'-এর গল্পে দেখা যাবে রাইমা সেনকেও ৷ তাঁকে পরিচালক কীভাবে ব্যবহার করেন সেটাই দেখার ৷ কবে আসবে 'চালচিত্র' তা এখনও জানাননি নির্মাতারা ৷

আরও পড়ুন:'অন্তঃসত্ত্বা' ঋতাভরীর লড়াই শুরু, প্রকাশ্যে ওয়েব সিরিজ নন্দিনী'র টিজার

Last Updated : Sep 27, 2023, 11:11 AM IST

ABOUT THE AUTHOR

...view details