হায়দরাবাদ, 8 জানুয়ারি: কফি উইথ করণ-এর এই সিজন আগের থেকে অনেক বেশি পরিণত ৷ অনেক বেশি বিনোদনমূলক ৷ রণবীর-দীপিকাকে দিয়ে যে জার্নি শুরু হয়েছিল তা দিনে দিনে পেয়েছে জনপ্রিয়তা ৷ এবার কফি কাউচে আড্ডা দিতে আসছেন সত্তর-আশির দশকের প্রখ্যাত দুই সুন্দরী অভিনেত্রী জিনাত আমন ও নীতু কাপুর ৷ শোয়ের সেই প্রোমো সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন পরিচালক তথা সঞ্চালক করণ জোহর ৷ এই প্রোমো দেখে কৌতুহল তৈরি করেছে অনুরাগীদের মধ্যেও ৷
সোশাল মিডিয়ায় করণ জোহর অনুষ্ঠানের প্রোমো শেয়ার করে লিখেছেন, "এই অনুষ্ঠানটা দুই গ্ল্যামারাস লেজেন্ডকে নিয়ে ৷ জিনাত আমন ও নীতু কাপুর প্রস্তুত নতুন এই পর্বে নিজের ম্যাজিক তৈরি করার জন্য ৷ নজর থাক কফি উইথ করণ, সিজন-8-এ ৷" প্রোমোয় দেখা যায়, নীতু কাপুর, জিনাত আমনকে 'স্টাইল' ও 'সেক্সিনেস'-এর প্রতীক বলে উল্লেখ করেন ৷ এরপর তাঁরা একসঙ্গে কতগুলি ছবিতে অভিনয় করেছেন, তার উল্লেখ করেন ৷ সেই তালিকায় রয়েছে 'ইয়াদো কি বারাত', 'হিরালাল-পান্নালাল'-সহ একাধিক জনপ্রিয় ছবি ৷
এরপর নিজস্বভঙ্গীতে করণ জিনাতজির কাছে জানতে চান, সত্তরের দশকে সাহসী কোন কাজটা তিনি করেছেন ৷ জবাবে অভিনেত্রী বলেন, "আমি কখনও পার্টি করিনি ৷ কিন্তু যখন করা শুরু করি তা অসামান্য পর্যায়ে পৌঁছে যায় ৷" এরপরেই অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে পুরুষ বন্ধুদের প্রসঙ্গ উঠলে, এককথায় জিনাত আমন বলেন, "নো কমেন্ট ৷"
অন্যদিকে, নীতু কাপুরকে দেখা যায় জিনাতজির নকল করে কথা বলতে ৷ প্রশ্ন উঠে আসে জিনাত আমনের সোশাল মিডিয়া পোস্ট নিয়েও ৷ প্রোমোয় দেখা ।যায়, নীতু কাপুরের বলিউড ক্রাশ কে ছিলেন সেই প্রশ্ন করেন সঞ্চালক করণ ৷ নীতুজি স্পষ্টভাবে জানান, তিনি পছন্দ করতেন শশী কাপুরকে। যিনি কি না, সম্পর্কে কাকা ছিলেন তাঁর ৷ সবমিলিয়ে দুই বনেধুর আড্ডার সাক্ষী থাকতে চলেছেন দর্শকরা ৷