পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

ZHZB BO Collection: চতুর্থ সপ্তাহের শেষে 75 কোটির ক্লাবে জায়গা পেতে পারে 'জরা হাটকে জরা বাঁচকে' - 75 কোটির ক্লাবে জরা হাটকে জরা বাঁচকে

ভিকি-সারার রসায়ন প্রথমবারেই কামাল করল বক্স অফিসে ৷ সমালোচকরা এও বলছেন চতুর্থ সপ্তাহের শেষে 75 কোটির ক্লাবে জায়গা করে নেবে ছবিটি ৷

ZHZB BO Collection
চতুর্থ সপ্তাহের শেষে 75 কোটির ক্লাবে ঢুকে পড়বে ভিকি সারার ছবি

By

Published : Jun 22, 2023, 11:09 AM IST

হায়দরাবাদ, 22 জুন:বক্স অফিসে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেভিকি কৌশল-সারা আলি খানের নতুন ছবি 'জরা হাটকে জরা বাঁচকে' ৷ চতুর্থ সপ্তাহের শেষে 75 কোটির ক্লাবে ঢুকতে চলেছে এই ছবি ৷ সহজ-সরল দাম্পত্য়ের কাহিনি দর্শকের মন ছুঁয়ে গিয়েছে ৷ একটি যৌথ পরিবার আর সেই পরিবারের এক নববধূর আগমনকে কেন্দ্র রেখে গল্প ফেঁদেছিলেন পরিচালক লক্ষণ উতেকর ৷

যৌথ পরিবারের নানা বিষয় তাদের প্রতনিয়ত ব্যস্ত করে রাখে। ক্রমশ নিজেদের জন্য সময় কমতে থাকে । শেষমেশ আলাদা বাড়ি নেওয়ার কথা ভাবতে হয় ৷ আর সেই বাড়ির জন্য কীভাবে একসময় মিথ্যে বিবাহবিচ্ছেদের পথে হাঁটতে হয় সেই গল্পই উঠে এসেছে সিনেমায় ৷ কিন্তু একসময় এই মিথ্যে বিবাহ বিচ্ছেদের খেলাই কপিল-সৌম্যার(ভিকি-সারা) জীবনে এক বড় ব্যবধান তৈরি করে দেয় ৷ তারপর থেকেই শুরু হয় সমস্যা ৷

সমস্য়ার সমাধান হয় কীভাবে? হবে কপিল-সৌম্যার নিজের বাড়ি? জানা গিয়েছে এই ছবিতে ৷ বৃহস্পতিবার ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছেন, চতুর্থ সপ্তাহের শেষে 75-80 কোটির ক্লাবে জায়গা করে নেবে 'জরা হাটকে জরা বাঁচকে' ৷ বুধবার সারা দেশ জুড়ে ছবিটি আরও 1.08 কোটি টাকার ব্যবসা করেছে৷ যার জেরে ছবির মোট আয় দাঁড়িয়েছে 71.46 কোটি ৷

'জরা হাটকে জরা বাঁচকে' প্রযোজনা করেছে দীনেশ বিজানের ম্যাডক ফিল্মস ৷ বিভিন্ন রিপোর্ট অনুযায়ী সহজ-সরল এই গল্পটি তৈরি হয়েছে 40 কোটি টাকার বাজেটে ৷ অর্থাৎ হিট থেকে ক্রমাগত সুপারহিট ছবির রাস্তায় এগিয়ে চলেছে 'জরা হাটকে জরা বাঁচকে' ৷ ছবির গল্প তো নজর কেড়েছেই সঙ্গে নজর কেড়েছে অভিনেতা-অভিনত্রীদের অভিনয়ও ৷

আরও পড়ুন:'আমার তখন 12, পিতৃস্নেহের অছিলায় কোলে বসিয়ে চুমু দিত নির্দেশক ! তারপর...'
এর আগে কৃতি স্যানন এবং কার্তিক আরিয়ানকে নিয়ে 'লুকাছুপি'র মতো ছবি তৈরি করেছিলেন লক্ষণ ৷ সেই ছবিও দর্শকের মন জয় করেছিল আর এবার 'জরা হাটকে জরা বাঁচকে'ও সাফল্য পেল বক্স অফিসে ৷ গত 2 জুন মুক্তি পায় এই ছবি ৷ তারপর থেকেই কপিল-সৌম্য়াকে তাঁদের ঘরের লোকের মতোই আপন করে নিয়েছেন অনুরাগীরা ৷

ABOUT THE AUTHOR

...view details