মুম্বই, 6 জুন: 'মিমি' ছবির হাত ধরে একসময় জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন পরিচালক লক্ষণ উতেকর ৷ তাই তাঁর নতুন ছবি 'জরা হাটকে জরা বাঁচকে' বক্স অফিসে কেমন ফল করবে তা দেখার জন্য মুখিয়ে ছিলেন সকলেই ৷ গত শুক্রবার বক্স অফিসে মুক্তির পর থেকে বেশ ভালো আয় করেছে এই ছবি ৷ রবিবার পর্যন্ত এই ছবির আয় ছিল 22 কোটির কিছু বেশি ৷ তবে সোমবার যদিও আয় একটু কমেছে ভিকি কৌশল এবং সারা আলি খান অভিনীত এই রোম্যান্টিক ছবির ৷
সোমবার দেশ জুড়ে আরও 4.14 টাকার ব্যবসা করেছে 'জরা হাটকে জরা বাঁচকে' ৷ যার জেরে ছবির মোট আয় এখন দাঁড়িয়েছে 26.73 কোটি টাকায় ৷ বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, এই ছবির বাজেট প্রায় 40 কোটি টাকা তাই সফল হতে আরও 14 কোটি টাকা ঘরে তুলতেই হবে 'জরা হাটকে জরা বাঁচকে'-কে ৷ তবে ট্রেড অ্যানালিস্টদের মতে, শুধু ন্যাশনাল চেইন নয় সিঙ্গল স্ক্রিনেও ভালোই ব্যবসা করছে ছবিটি ৷ তাই হয়তো বাজেটের টাকা তুলে ফেলতে খুব একটা সমস্যা হবে না নির্মাতাদের ৷