মুম্বই, 2 নভেম্বর:যশরাজ ফিল্মসের নতুন ছবি 'টাইগার 3' মুক্তি পেতে চলেছে আগামী দীপাবলিতে ৷ সলমন খান ও ক্যাটরিনা কাইফের এই ছবিও স্পাই ইউনিভার্সের অংশ ৷ এর আগে বছরের শুরুতে 'পাঠান' ছবির হাত ধরে এই গুপ্তচর বিশ্ব তৈরির ঘোষণা করেছিল এই প্রযোজনা সংস্থা ৷ সেই শর্ত মেনেই একসঙ্গে স্ক্রিন শেয়ার করেন বলিউডের দুই খান ৷ 'টাইগার 3' ছবিতেও দেখা যাবে তাঁদের ৷ এবার সামনে এল এই ছবির অ্যাডভান্স বুকিংয়ের দিনক্ষণ ৷
জানা গিয়েছে আগামী 5 নভেম্বর অর্থাৎ ছবি মুক্তির ঠিক সাত দিন আগে শুরু হবে ছবির অগ্রিম বুকিং ৷ আর 12 নভেম্বর এই ছবির প্রথম শো থাকবে সকাল 7টায় ৷ এর আগে শাহরুখের 'জওয়ান' ছবির শোও ছিল ভোর রাতে ৷ কলকাতায় তো ভোর 5.30 মিনিটে প্রথম শোয়ের আয়োজন করা হয় ৷ সেই পথেই হাঁটছেন 'টাইগার 3' ছবির নির্মাতারা ৷
দীপাবলিতে মুক্তি পাচ্ছে এই ছবি ৷ এর আগে যশরাজ স্পাই ইউনিভার্সের বেশ কয়েকটি ছবি মুক্তি পেয়েছে ৷ তার মধ্যে যেমন রয়েছে 'এক থা টাইগার' এবং 'টাইগার জিন্দা হ্যায়'-এর মতো ছবি তেমনই রয়েছে হৃতিক রোশনের 'ওয়ার' ৷ তবে এতদিন অবশ্য় এই স্পাই ইউনিভার্সের কথা অফিসিয়ালি ঘোষণা করেনি যশরাজ ফিল্মস ৷ সেই ঘোষণাটি হয় 'পাঠান' ছবির হাত ধরেই ৷
আরও পড়ুন:মন্নতের সামনে 'মার্ভেল' ছবির কমলা খান, শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা সুপারস্টার নায়িকার
ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সলমনের এই নতুন ছবির ট্রেলার ৷ দেশপ্রেম, জাতীয়তা বোধের ওপর জোর দেবে এই ছবি ৷ পরিচালনার দায়িত্বে রয়েছেন মনীশ শর্মা ৷ ছবিতে টাইগারকে দেখা যাবে তাঁর জীবনের গুরুত্বপূর্ণ সংগ্রামে ৷ এই কাহিনিতে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে বিশ্বাসঘাতকতার ৷ সে কি নিজেকে প্রমাণ করতে পারবে ? উত্তর দেবে 'টাইগার 3' ৷ ছবিতে ক্যাটরিনা-সলমন ছাড়াও রয়েছেন ইমরান হাশমি ৷