মুম্বই, 17 জুন: 'পাঠান' ছবির দুরন্ত সাফল্যের পর যশরাজ ফিল্মসের স্পাই ভার্সের পরবর্তী নিবেদন 'টাইগার 3' ৷ এই ছবিতে সলমনের সঙ্গে স্ক্রিনশেয়ার করবেন শাহরুখ খানও ৷ একইসঙ্গে পর্দায় ফিরছেন কবীরও ৷ এই খবরও ইতিমধ্য়েই সামনে এসেছে ৷ 'ওয়ার 2' ছবিতে জুনিয়র এনটিআরের সঙ্গে যে হৃতিক রোশন কাজ করতে চলেছেন, সে কথাও অজানা নয় সিনে-অনুরাগীদের ৷ তবে এবার সামনে এল ছবির কাস্টিং সম্পর্কিত আরেকটি তথ্য ৷ নির্মাতারা নাকি হৃত্বিক-জুনিয়র এনটি আরের সঙ্গে বেছে নিয়েছেন কিয়ারা আদবানিকে ৷ অন্তত এমনটাই বলছে বিভিন্ন সংবাদমধ্যমের রিপোর্ট ৷
কিয়ারাকে আগামীতে দেখা যাবে 'সত্য প্রেম কি কথা' ছবিতে ৷ এই ছবিতে কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি ৷ এর আগে তাঁদের কেমিস্ট্রি ছিল রীতিমতো হিট ৷ কিয়ারার সেই জনপ্রিয়তাকেই এবার কাজে লাগাতে চাইছে যশরাজ ফিল্মস ৷ একটি ঘনিষ্ঠ সূত্রের দাবি, "কিয়ারা আদবানি ওয়াইআরএফ স্পাই ভার্স এবং ওয়ার 2-এর জন্য় একেবারে আদর্শ ৷ 'এক থা টাইগার', 'টাইগার জিন্দা হ্যায়', 'ওয়ার' এবং 'পাঠান'-এর মতো সমস্ত অলটাইম ব্লকবাস্টার ছবি নিয়ে তৈরি হচ্ছে ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স ৷ তাই এই ফ্র্যাঞ্চাজির যে যে ছবি সামনে আসবে তার জন্য় প্রত্যাশাও হবে আকাশছোঁয়া ৷"