পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Anupam Kher New Project: সাইকেল রেস জিততে প্রস্তত অনুপম, আসছে 'বিজয় 69' - যশরাজ ফিল্মস

যশরাজ ফিল্মসের হাত ধরে আসতে চলেছে অনুপমের নয়া ওটিটি প্রজেক্ট 'বিজয় 69' ৷ সম্প্রতি মুক্তি পেল ছবির পোস্টার ৷ নতুন কাজ নিয়ে ঠিক কতটা উত্তেজিত তা দর্শকদের সঙ্গে ভাগ করে নিলেন এই প্রবীণ অভিনেতা।

Anupam Kher New Film
আসছে অনুপমের নতুন ছবি বিজয় 69

By

Published : May 5, 2023, 6:32 AM IST

Updated : May 5, 2023, 7:13 AM IST

মুম্বই, 5 মে:ফের একবার যশ রাজ ফিল্মসের হাত ধরতে চলেছেন অনুপম খের ৷ এই প্রযোজনা সংস্থার সঙ্গে জুটি বেঁধেই 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে'-এর মতো একাধিক জনপ্রিয় সিনেমা অনুপম উপহার দিয়েছেন তিনি ৷ তবে এবার আর বড় পর্দায় নয়, আসতে চলেছে অনুপমের নতুন ডিজিটাল প্রজেক্ট 'বিজয় 69' ৷ আর সেই কারণেই তিনি হাত মিলিয়েছেন ওয়াইআরএফের সঙ্গে ৷ বৃহস্পতিবার তাঁর এই নতুন ছবির পোস্টারও শেয়ার করেছেন অভিনেতা ৷

অভিনেতাকে পোস্টারে দেখা গিয়েছে সাইকেলে চেপে নতুন সফরের জন্য় প্রস্তুতি নিতে ৷ ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছেন, "69 বছর বয়সে এসে আবার যৌবনে ফিরতে পেরে দারুণ লাগছে ৷ ওয়াইআরএফের বিজয় 69-এর প্রধান চরিত্রে অভিনয় করতে পেরে আমি ভীষণ উত্তেজিত ৷ জীবনের এক বিশেষ দিক তুলে ধরবে 'বিজয় 69 ৷ এটা এমন একজন মানুষের গল্প যিনি 69 বছর বয়সেও ট্রায়াথলন প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন ৷"

অভিনেতা নিজেই জানিয়েছেন এর আগে সবমিলিয়ে 536টি ছবিতে কাজ করেছেন ৷ এই সিরিজের পরিচালক আকাশ রায় ৷ ছবির কাহিনিও তাঁর লেখা ৷ প্রযোজনায় মণীশ শর্মা ৷ তবে অনুপম ছাড়া আর কারা এই ছবিতে অভিনয় করছেন সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি ৷ এটি ওয়াইআরএফের তৃতীয় ডিজিটাল প্রজেক্ট হতে চলেছে ৷ খবর সামনে আসতেই অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অনুরাগীরা ৷ এর আগেও এই ধরনের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অনুপমকে । তা অনুপ্রেরণাও দিয়েছে বহু মানুষকে ৷

আরও পড়ুন:শহরে নতুন ছবির প্রচারে বিদ্যুৎ, শোনালেন তাঁর তিলোত্তমা কানেকশনের কথা

আর এবার তাঁকে দেখা যাবে 'বিজয় 69' ছবিতে ৷ প্রবীণ সাইকেলিস্টের চরিত্রটি কীভাবে তিনি পর্দায় ফুটিয়ে তুলবেন সেদিকেই নজর থাকবে সকলের ৷ এর আগে তাঁকে দেখা গিয়েছে 'শিব শাস্ত্রী বালবোলা' ছবিতে ৷ ছবিতে নীনা গুপ্তার সঙ্গে জুটি বেঁধেছিলেন অনুপম ৷ গত 10 ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল ছবিটি ৷ তবে সাম্প্রতিককালে অনুপম সবচেয়ে বেশি চর্চায় উঠে আসেন 'কাশ্মীর ফাইলস' ছবির জন্য ।

Last Updated : May 5, 2023, 7:13 AM IST

ABOUT THE AUTHOR

...view details