কলকাতা, 4 এপ্রিল: বন্ধ করে দেওয়া হল গায়িকা ইমন চক্রবর্তীর ইউটিউব চ্যানেল ৷ হতাশ গায়িকা সামাজিক মাধ্যমে তুলে ধরলেন বিষয়টি ৷ মঙ্গলবার সকালে তাঁর চ্যানেল এভাবে সরিয়ে দেওয়ার কথা সোশাল মিডিয়ার অনুরাগীদের জানান গায়িকা ৷ তিনি জানিয়েছেন, সকালে তাঁর কাছে ইউটিউবের কর্তৃপক্ষের তরফে একটি মেইল পাঠানো হয় । তাতে লেখা ছিল, নিয়ম লঙ্ঘনের অভিযোগে তাঁর চ্যানেলটি বাতিল করে দেওয়া হয় ৷ যদিও গায়িকার দাবি তিনি বুঝতেই পারছেন না কোন নিয়ম ভেঙেছেন তিনি ৷
মঙ্গলবার সকালে ফেসবুকে তিনি লেখেন, "ইউটিউবের তরফে আজ সকালে একটি মেইল পেলাম ৷ তাতে লেখা, ওরা আমার চ্যানেলটিকে প্লার্টফর্ম থেকে সরিয়ে দিয়েছে ৷ বুঝতেই পারছি না আমি কী করেছি? কোন নিয়ম আমি লঙ্ঘন করেছি? আমরা এখানে এত পরিশ্রম করি, সময় দিই আর হঠাৎ ওরা একটা মেইল পাঠালো, ব্য়াস সব শেষ ৷ এটা ভীষণ ভয়ংকর ৷ এটা সত্যিই খুব হতাশাজনক ৷"