নয়াদিল্লি, 3 জুন:সপরিবারে অক্ষয় কুমারের ফিল্ম 'সম্রাট পৃথ্বীরাজ' দেখেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এ বার এই ছবির স্পেশাল স্ক্রিনিং জমিয়ে উপভোগ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath Watches Samrat Prithviraj)৷ বলিউডের খিলাড়িকে পাশে বসিয়ে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে দেখলেন এই ছবি ৷ তবে এ জন্য তাঁকে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের কটাক্ষের মুখে পড়তে হয়েছে ৷
উত্তরপ্রদেশে করমুক্ত ঘোষণা করা হয়েছে অক্ষয় কুমার ও মানুষী ছিল্লারের আপকামিং ছবি 'সম্রাট পৃথ্বীরাজ'কে (Yogi Adityanath with Akshay Kumar)৷ বৃহস্পতিবার লখনউয়ের লোক ভবনে এই পিরিয়ড অ্যাকশন ড্রামার স্পেশাল স্ক্রিনিং-এর ব্যবস্থা করা হয় ৷ নিজের মন্ত্রিসভাকে নিয়ে ফিল্ম দেখেন যোগী আদিত্যনাথ ৷ ছিলেন অক্ষয় কুমার, মানুষী ছিল্লর ও পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদী ৷