পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Yogi Adityanath Watches Samrat Prithviraj: অক্ষয়কে নিয়ে সম্রাট পৃথ্বীরাজ দেখলেন যোগী, কটাক্ষ অখিলেশের - অক্ষয় কুমার

অক্ষয় কুমারের পাশে বসে মন্ত্রিসভাকে সঙ্গে নিয়ে 'সম্রাট পৃথ্বীরাজ' দেখলেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath Watches Samrat Prithviraj)৷ এই নিয়ে তাঁকে কটাক্ষ করেছেন অখিলেশ যাদব (Yogi Adityanath with Akshay Kumar)৷

Yogi Adityanath Watches Samrat Prithviraj With Akshay Kumar, Akhilesh Yadav's Dig
অক্ষয়কে নিয়ে সম্রাট পৃথ্বীরাজ দেখলেন যোগী, কটাক্ষ অখিলেশের

By

Published : Jun 3, 2022, 11:15 AM IST

নয়াদিল্লি, 3 জুন:সপরিবারে অক্ষয় কুমারের ফিল্ম 'সম্রাট পৃথ্বীরাজ' দেখেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এ বার এই ছবির স্পেশাল স্ক্রিনিং জমিয়ে উপভোগ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath Watches Samrat Prithviraj)৷ বলিউডের খিলাড়িকে পাশে বসিয়ে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে দেখলেন এই ছবি ৷ তবে এ জন্য তাঁকে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের কটাক্ষের মুখে পড়তে হয়েছে ৷

উত্তরপ্রদেশে করমুক্ত ঘোষণা করা হয়েছে অক্ষয় কুমার ও মানুষী ছিল্লারের আপকামিং ছবি 'সম্রাট পৃথ্বীরাজ'কে (Yogi Adityanath with Akshay Kumar)৷ বৃহস্পতিবার লখনউয়ের লোক ভবনে এই পিরিয়ড অ্যাকশন ড্রামার স্পেশাল স্ক্রিনিং-এর ব্যবস্থা করা হয় ৷ নিজের মন্ত্রিসভাকে নিয়ে ফিল্ম দেখেন যোগী আদিত্যনাথ ৷ ছিলেন অক্ষয় কুমার, মানুষী ছিল্লর ও পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদী ৷

আরও পড়ুন:Amit shah : সপরিবারে 'সম্রাট পৃথ্বীরাজ'-এর স্ক্রিনিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, ছবি দেখে খুশি ইতিহাসের ছাত্র শাহ

এই নিয়ে যোগীর বিরুদ্ধে তোপ দেগে টুইট করেছেন অখিলেশ যাদব (Akhilesh Yadav)৷ টুইটে অক্ষয়ের পাশে বসে যোগীর ফিল্ম দেখার ছবি পোস্ট করেছেন তিনি ৷ আর ক্যাপশনে লিখেছেন, "লোকভবনে সপা সরকারের তৈরি আধুনিক অডিটোরিয়ামে ফিল্ম দেখছে ভাজপা সরকারের মন্ত্রিসভা ৷ তবে ফিল্ম পিছনে বসে দেখলে আরও ভালো দেখা যায় আর বিনামূল্যে ফিল্ম দেখার থেকে টিকিট কেটে দেখলে তাতে রাজ্যের রাজস্বেরও ক্ষতি হয় না ৷"

অপর একটি টুইটে তিনি যোগীর সরকারকে ফের কটাক্ষ করে লিখেছেন, "এই ঐতিহাসিক ছবি দেখার পর মন্ত্রিসভাকে অনুরোধ করছি উত্তরপ্রদেশের বর্তমান পরিস্থিতির দিকেও নজর দিন ৷"

3 জুন, অর্থাৎ আজই দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'সম্রাট পৃথ্বীরাজ' ৷

ABOUT THE AUTHOR

...view details