পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

বলিউডে বাদশাহি কামব্যাক থেকে সানির পুনরুত্থান... ফিরে দেখা বছরের কিছু সেরা ছবি ও সিরিজ - Movies and Web Series of the Year

Movies and Web Series of the Year: শেষের পথে আরও একটা বছর ৷ পাঠানি মেজাজে শাহরুখ খানের কামব্যাক থেকে সানি দেওলের পুনরুত্থান অনেককিছুর সাক্ষী 2023 ৷ ফিরে দেখা বছরের কিছু সেরা সিরিজ এবং ছবি ৷

A look back at some of the best movies and web series of the year
ফিরে দেখা বছরের কিছু সেরা ছবি ও সিরিজ

By ETV Bharat Bangla Team

Published : Dec 27, 2023, 7:03 PM IST

Updated : Dec 27, 2023, 7:34 PM IST

হায়দরাবাদ, 27 ডিসেম্বর:আরও একটা বছর শেষের পথে ৷ হুমায়ুন আহমেদ তাঁর উপন্যাসের নামকরণ করেছিলেন 'চলে যায় বসন্তের দিন' ৷ বছরের সেরা কিছু ছবি আর সিরিজের কথা মনে করতে গেলে শাহরুখ ফ্যানেরা হয়তো এমনটাই বলবেন ৷ 2022 সালের ডিসেম্বরেও অনেকেই আশঙ্কা করতে শুরু করেছিলেন দক্ষিণি ছবির রমরমার যুগে বলিউড হয়তো আর ঘুরে দাঁড়াতে পারবে না ৷ 'ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান' দেখে অনেকের মনে আশা জাগলেও অঙ্কের ভাষায় সেও ছিল টেনে টুনে পাশ মার্কস ৷ নিন্দুকেরা তো এও বলতে শুরু করেছিলেন, কিছুটা 'গ্রেস মার্কস'-ও দিতে হয়েছে বক্স অফিসের অঙ্কে ছবিটিকে পাশ করানোর জন্য ৷ কিন্তু 2023 সালের ডিসেম্বরে দাঁড়িয়ে আর কোনও প্রশ্ন নেই অনেকের মনেই ৷ হ্যাঁ বলিউড ঘুরে দাঁড়িয়েছে ৷ 58 বছর বয়সি সেই শাহরুখ খানের চওড়া কাঁধে ভর দিয়েই আবারও বক্স অফিসে সুপারহিট, মেগা হিট ছবির তালিকায় জুড়েছে বলিউডি ছবির নাম ৷ সঙ্গ দিয়েছেন সলমন খান, রণবীর কাপুররাও ৷ আবার 'থটফুল' বা অন্য ধরনের ভাবনারও যে জায়গা আছে বলিউডে তার প্রমাণ মিলেছে 'স্কুপ', 'দ্য রেলওয়ে মেন'-এর মতো ওয়েব সিরিজ এবং 'ওএমজি 2' বা 'টুয়েলভথ ফেল'-এর মতো ছবিতে ৷ আসুন বছরের শেষ লগ্নে দাঁড়িয়ে ফিরে দেখা যাক হিন্দিতে সেরা দশটি ছবি আর সিরিজের গল্প ৷

বছরের সেরা কিছু ছবি:

পাঠান: ঘুমন্ত সিংহ যখন জেগে ওঠে তার গর্জনেই বোঝা যায় বনের 'আসল রাজা' কে? পারিবারিক কারণ, একের পর এক ব্যর্থতা কোনঠাসা করে দিয়েছিল বলিউডের বেতাজ বাদশাহকেও ৷ দিনের পর দিন তিনি কাটাচ্ছিলেন স্বেচ্ছা নির্বাসনে ৷ প্রায় চার বছর নির্বাসনের পর জানুয়ারিতে ঘুম ভেঙে জেগে ওঠেন কিং খান ৷ আর প্রথম ছবিতেই বুঝিয়ে দেন 'পাঠান আভিভি জিন্দা হ্যায় ৷' বয়কটের ডাক, সোশাল মিডিয়ায় ছবি বিরোধী ক্যাম্পেন সমস্ত কিছুকে ধুলিসাৎ করে তিনি প্রমাণ করে দেন আজও বলিউড 'শাহরুখ ময়' ৷ 1050 কোটির ব্যবসা করে একের পর এক রেকর্ড চুরমার করে দেয় সিদ্ধার্থ আনন্দের এই ছবি ৷ বক্স অফিসে কোনও 'গ্রেস মার্কস' নয় শাহরুখ পাশ করেন ডিস্টিংশন নিয়ে ৷

জওয়ান:বছরের সেরা ছবির তালিকা করতে গেলে দ্বিতীয় যে ছবির কথাটা বলতেই হবে তা হল 'জওয়ান' ৷ এই ছবির জন্য দক্ষিণি পরিচালক অ্যাটলি কুমারের হাত ধরেন কিং খান ৷ আশঙ্কা ছিলই, আরও একবার কি সকলের মন জয় করতে পারবেন অভিনেতা? ক্রিকেটে ভারতীয় দলের দ্বিতীয় বিশ্বকাপ জয় নিয়ে অনেকেই বলেছিলেন, 2011 সালের বিশ্বকাপ জয় ছিল 1983-র কপিল দেবদের জয়কে শ্রদ্ধার্ঘ্য জানানো ৷ শাহরুখের 'জওয়ান'-ও যেন অনেকটা তাই ৷ জন্মাষ্টমীর দিনে মুক্তি পেয়েছিল এই ছবি ৷ ভক্তরা যেমন মন্দিরে ভিড় করেন ভগবান কৃষ্ণের মূর্তি একবার দর্শনের জন্য হলের বাইরেও ঠিক তেমনই লাইন পড়ল দর্শকের ৷ শাহরুখ আবারও ভাসলেন ফ্যানেদের ভালোবাসার জোয়ারে ৷ অ্যাকশন, রোম্যান্সে ভরপুর এই ছবির শো দেখতে দর্শক হাজির ভোর পাঁচটাতেও ৷ আবারও সাফল্য ৷ তরণ আদর্শের মতো সমালোচকও মুগ্ধ কণ্ঠে লিখলেন, '2023 সালকে 'দ্য ইয়ার অফ শাহরুখ খান' বলে দেগে দেওয়াই যায় ৷'

গদর 2: কথায় বলে, 'পুরোনো চাল ভাতে বাড়ে' ৷ সানি দেওলের 'গদর 2' ছবিটি ছিল তারই উদাহরণ ৷ নয়ের দশকের বলিউডের সেই চেনা ফর্মুলা প্রেম, অ্যাকশন এবং দেশপ্রেম এটাই ছিল অনিল শর্মার ছবির মূল ইউএসপি ৷ ছবিতে মূল চরিত্রে রয়েছেন সানি দেওল, আমিশা প্যাটেল এবং উৎকর্ষ শর্মা ৷ নয়ের দশকের পুরোনো বলিউডি অ্যাকশন ফের মাত করেছে দর্শককে ৷ বক্স অফিসেও সুপারহিট অনিলের এই ছবি ৷

ওএমজি 2:'গদর 2' ছবির সঙ্গেই একই দিনে মু্ক্তি পায় পঙ্কজ ত্রিপাঠি এবং অক্ষয় কুমারের ছবি 'ও মাই গড 2' ৷ বলিউডে সিক্যুয়ালের চাহিদা এমনিতেই বেশ ভালো ৷ এবছর 'ফুকরে 3'-এর মতো ছবিও বেশ জায়গা পেয়েছে দর্শক মনে ৷ তবে 'ওএমজি 2' শুধু যে সিক্যুয়াল হিসাবে জনপ্রিয়তা পেয়েছে তা বলা ভুল ৷ যৌনশিক্ষার প্রয়োজনীয়তার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়কে এই ছবি তুলে ধরে অসাধারণ এক আঙ্গিকে ৷ 'গদর 2' ছবির সঙ্গে সম্মুখ সমরে নেমেও তাই দর্শকের নজর কাড়তে তেমন বেগ পেতে হয়নি অমিত রাইয়ের ছবিকে ৷ অসাধারণ গল্পের গুণে বক্স অফিসেও সাফল্যের গল্প বুনেছেন অক্ষয় কুমার ৷

টুয়েলভথ ফেল: বিধু বিনোদ চোপড়া ৷ 'অ্যানিম্যাল'-এর মতো ছবির দাপটের দিনেও যে সাধারণ মানুষের গল্প তুলে ধরা যায় দেখিয়ে দিয়েছেন পরিচালক ৷ এর আগেও 'পিকে', 'থ্রি ইডিয়টস'-এর মতো ছবির সঙ্গে নির্মাতা হিসাবে জড়িয়ে থেকেছেন তিনি ৷ এবার তাঁর পরিচালিত ছবি 'টুয়েলভথ ফেল' ফের নজর কাড়ল দর্শকের ৷ জীবনে কোনঠাসা হয়ে পড়ার পরেও যে রিস্টার্ট বাটনে চাপ দিয়ে ফের ঘুরে দাঁড়ানো যায় তা বুঝিয়ে দেয় এই ছবি ৷ দুস্কৃতী অধ্যুষিত চম্বলে বেড়ে ওঠা মনোজ কুমার শর্মা দ্বাদশ শ্রেণিতে ফেল করার পরেও কীভাবে হয়ে ওঠেন একজন আইপিএস অফিসার সেই কাহিনি নিয়েই তৈরি ছবিটি ৷ বিক্রান্ত মেসি, মেধা শংকরদের নিয়ে মাত্র 20 কোটি টাকায় এই সিনেমাটি বানিয়েছিলেন বিধু বিনোদ চোপড়া ৷ সমালোচকদের প্রশংসা কুড়োনোর পাশাপাশি বক্স অফিসেও 64 কোটির বেশি টাকা ঘরে তোলে এই ছবি ৷

বাকি রয়ে গেল, 'তু ঝুঠি ম্যায় মক্কার', 'সত্য প্রেম কি কথা', 'রকি অউর রানি কি প্রেম কাহানি', 'অ্যানিম্যাল'-এর মতো আরও অনেক ছবির কথা ৷ এই বছরই কান ফিল্ম ফেস্টিভ্যালে জায়গা করে নেয় অনুরাগ কাশ্যপের 'কেনেডি' ৷ সুধীর মিশ্রের 'আফওয়া', অনুভব সিনহার 'ভিড়' ছবিতে উঠে এসেছে চলতি সময়ের জ্বলন্ত কিছু সত্য ৷ 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' ছবিতে রানি মুখোপাধ্যায়ের অসামান্য অভিনয় ফুটিয়ে তুলেছে এক মায়ের লড়াইয়ের ইতিকথা ৷ তাই 'সেরা ছবি'র তালিকা তৈরি করা খড়ের গাদায় সূচ খোঁজার মতোই অসম্ভব ৷

সেরা কিছু ওয়েব সিরিজ:

জুবিলি: বাঙালি অভিনেতাদের মধ্যে ইতিমধ্যেই হিন্দিতে পা রেখেছেন যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্যর মতো অভিনেতারা ৷ এবছর হিন্দি ওটিটি-তে পা রাখলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও ৷ বাংলায় 'ইন্ডাস্ট্রি' হিসাবেই পরিচিত তিনি ৷ তাই বলিউডে কীভাবে তিনি আসন গড়ে নেন তা দেখার কৌতুহল ছিল প্রত্যেকেরই ৷ তবে বিক্রমাদিত্য মোটওয়ানির সিরিজে অপারশক্তি খুরানাদের সঙ্গে নিয়ে দাপিয়ে অভিনয় করে তিনি বুঝিয়ে দিলেন হিন্দিতেও তিনি যথেষ্ট সাবলীল ৷ শ্রীকান্ত রায়ের চরিত্রে সিনেমার পুরোনো রূপকথাকে আবারও জাগিয়ে তুলেছেন তিনি ৷ কার্যত এই সিরিজ সিনেপ্রেমীদের কাছে হয়ে উঠেছে একটি টাইম মেশিনের মতো ৷

স্কুপ: হনসাল মেহেতার এই সিরিজেও রয়েছেন প্রসেনজিৎ ৷ মূল চরিত্রে রয়েছেন করিশ্মা তন্না, হার্মান বাওয়েজা, মহম্মদ জিসান ও এনায়েত সুদ ৷ জিগনা ভোহরার 'বিহাইন্ড বারস ইন বাইকুলা: মাই ডেজ ইন প্রিজন' বই থেকে অনুপ্রাণিত এই সিরিজে উঠে এসেছে আন্ডারওয়ার্ল্ডের এক গুরুত্বপূর্ণ জার্নাল ৷ সাংবাদিক জয়দেবের চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ ৷ তার মৃত্যু এবং ক্রাইম রিপোর্টার জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে এই কাহিনি ৷

ফরজি: রাজ এবং ডিকে পরিচালিত এই সিরিজে উঠে এসেছে জাল নোটের কাহিনি ৷ মূল চরিত্রে রয়েছেন শাহিদ কাপুর ৷ শাহিদের চরিত্রের নাম সানি ৷ সে একজন আর্টিস্ট ৷ কিন্তু দিন দিন কমছে আয় ৷ এমতাবস্থায় দাদুর প্রিন্টিং প্রেসে সে শুরু করে জাল নোটের কারবার ৷ এক বন্ধুর সঙ্গে জোট বেঁধে সে কীভাবে এই নোট তৈরি করতে শুরু করে আর অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়ে সেটাই তুলে ধরে এই সিরিজ ৷ টানটান উত্তেজনা এবং রোমাঞ্চ এই সিরিজের প্রাণ ৷ সিরিজটি দর্শকের পাশাপাশি প্রশংসা কুড়িয়েছে সমালোচকদেরও ৷

দ্য রেলওয়ে মেন:শিব রাওয়েল পরিচালিত এই সিরিজে উঠে এসেছে ভোপাল গ্যাস দুর্ঘটনার এক স্মরণীয় অধ্যায় ৷ রেলওয়ে আধিকারিক সেদিন কীভাবে মানুষকে বাঁচানোর জন্য প্রাণ বিসর্জন দিয়েছিলেন সেই কাহিনিই তুলে ধরেছেন নির্মাতারা ৷ অভিনয় করেছেন কেকে মেনন, আর মাধবন, বাবিল খানের মতো বেশ কিছু পরিচিত মুখ ৷ অসাধারণ অভিনয় দক্ষতায় ইতিমধ্যেই নজর কেড়েছেন অভিনেতরা ৷

অসুর 2: আরশাদ ওয়ারসির এই সিরিজে সিরিয়াল কিলিংয়ের এক অবিশ্বাস্য কাহিনি তুলে ধরেছেন নির্মাতারা ৷ পরিচালনার দায়িত্বে রয়েছেন অনি সেন ৷ আরশাদের সঙ্গে রয়েছেন বরুণ সবতি, বিশেষ বনশাল, ঋদ্ধি ডোগরার মতো অভিনেতা অভিনেত্রীরা ৷ এছাড়াও এবছর বেশ প্রশংসা কুড়িয়েছে 'দাহাড়'-এর মতো সিরিজ ৷

আরও পড়ুন:

  1. রকমারি স্বাদের মিশেলে অভিনয়ের টক্কর, ফিরে দেখা বাইশে সেরা বারো বাংলা ছবি
  2. আরআরআর থেকে গাঙ্গুবাঈ, হল-ওটিটি মিলিয়ে বছরের সেরা বারো বায়োস্কোপ
  3. বিপাশার ফটোশুট থেকে রণবীরের নগ্ন পোস্টার...ফিরে দেখা বিনোদনের সাত-সতেরো
Last Updated : Dec 27, 2023, 7:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details