পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Year Ender 2022: আরআরআর থেকে গাঙ্গুবাঈ, হল-ওটিটি মিলিয়ে বছরের সেরা বারো বায়োস্কোপ - বছরের সেরা 12 ফিল্ম

আরআরআর থেকে গাঙ্গুবাঈ, গেহেরাইয়াঁ থেকে মজা মা - হল-ওটিটি মিলিয়ে আমাদের চোখে (Year Ender 2022) বছরের সেরা 12 ফিল্ম রইল একনজরে (Year Ender Top 12 Film)৷

Year Ender 2022
হল-ওটিটি মিলিয়ে বছরের সেরা 12 ফিল্ম

By

Published : Dec 28, 2022, 10:37 PM IST

কলকাতা, 28 ডিসেম্বর: চলতি বছরে দেশজুড়ে মুক্তি পেয়েছে একগুচ্ছ ছবি (Year Ender 2022) ৷ কোভিডকাল পেরিয়ে ফের হলমুখী হয়েছে মানুষ ৷ তবে ওটিটি-র উপর আস্থা হারাননি দর্শকরা ৷ বক্স অফিস, সমালোচকদের রেটিং, জনপ্রিয়তা - সবকিছুর নিরিখে আমাদের বিচারে বছরের সেরা 12 ফিল্ম রইল একনজরে (Year Ender Top 12 Film)৷

1.কেজিএফ চ্যাপ্টার 2

অভিনেতা: যশ, শ্রীনিধি শেট্টি, সঞ্জয় দত্ত, রবীনা ট্যান্ডন

কেজিএফ চ্যাপ্টার 2

বছরের সবচেয়ে প্রতীক্ষিত চলচ্চিত্রগুলির মধ্যে একটি ছিল কেজিএফ চ্যাপ্টার 2 ৷ এখানে ফের দেখা গিয়েছে রকি ভাইয়ের জাদু ৷ এই ছবি ভারতে চলতি বছরের সবচেয়ে বড় বক্স অফিস হিট ছিল ৷ দেড়শো কোটি টাকার কন্নড় ছবিটি বিশ্বজুড়ে প্রায় 1228 কোটি টাকা আয় করেছে ।

2. আরআরআর

অভিনেতা: রামচরণ, এনটি রামা রাও জুনিয়র, অজয় দেবগণ, আলিয়া ভাট

আরআরআর

জুনিয়র এনটিআর এবং রামচরণের অনবদ্য জুটি চলতি বছরে তোলপাড় ফেলে দিয়েছে ভারতীয় সিনেমায় ৷ সঙ্গে ছিল এসএস রাজামৌলীর পরিচালনা এবং অজয় দেবগণ ও আলিয়া ভাটের উজ্জ্বল উপস্থিতি । দক্ষিণী ছবি আরআরআর এ বছরের বক্স অফিসে কেজিএফ চ্যাপ্টার 2-এর পরেই সবচেয়ে বেশি ব্যবসা করেছে ৷ 425 কোটি টাকার তেলুগু ছবি বিশ্বজুড়ে আয় করেছে প্রায় 1131 কোটি টাকা ।

3.গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি

অভিনেতা: আলিয়া ভাট, অজয় দেবগণ, বিজয় রাজ, সীমা ভার্গভ

গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি

চলতি বছরের সাড়া ফেলে দেওয়া ছবিগুলির মধ্যে অন্যতম সঞ্জয় লীলা বনসালির গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি ৷ লিড চরিত্র আলিয়া ভাটকে একেবারে অন্যভাবে উপস্থাপন করেছেন পরিচালক ৷ এস হুসেন জাইদির বই মাফিয়া কুইন অফ মুম্বই অবলম্বনে তৈরি এই ছবি বিশ্বজুড়ে প্রায় 209 কোটি টাকা আয় করেছে । 160 কোটি টাকা বাজেটের ছবি শুধু ভারতেই আয় হয়েছে 129 কোটি টাকা । গাঙ্গুবাঈয়ের জীবনের বিভিন্ন অধ্যায় ও তার রূপান্তর দারুণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিতে ৷

4. দৃশ্যম 2

অভিনেতা: অজয় দেবগণ, ঈশিতা দত্ত, শ্রিয়া শরণ, অক্ষয় খান্না, তাবু

দৃশ্যম 2

2015 সালে অজয় দেবগণের দৃশ্যম দর্শকদের মনে গভীর প্রভাব ফেলেছিল ৷ তারই সিক্যুয়েল দৃশ্যম 2 মুক্তি পায় এ বছর ৷ টান টান সেই উত্তেজনার খোঁজে দর্শকরা ভিড় জমান প্রেক্ষাগৃহে ৷ তার জোরেই 50 কোটি টাকার ছবিটি বিশ্বজুড়ে প্রায় রোজগার করেছে 318 কোটি টাকা ।

5. কাশ্মীর ফাইলস

অভিনেতা: অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার, পল্লবী জোশী

দ্য কাশ্মীর ফাইলস

বিবেক অগ্নিহোত্রীর লেখা এবং পরিচালিত দ্য কাশ্মীর ফাইলস 2022 সালের অন্যতম চর্চিত ছবি । 1990-এর দশকের গোড়ার দিকে কাশ্মীর বিদ্রোহের সময় কাশ্মীরি পণ্ডিতদের বিতাড়িত করার ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই ফিল্ম । দর্শকদের কাছ থেকে প্রচুর প্রশংসা কুড়িয়েছে দ্য কাশ্মীর ফাইলস । ছবিটি সারা ভারতে 252 কোটি টাকা আয় করেছে ৷ আর বিশ্বজুড়ে এই ছবি 340 কোটি টাকা ব্যবসা করেছে ।

6. বধাই দো

অভিনেতা: রাজকুমার যাদব, ভূমি পেদনেকর, শশী ভূষণ, শিবা চাড্ডা

বধাই দো

রাজকুমার যাদব ও ভূমি পেদনেকরের এই ছবি ভিন্ন এক ধারার গল্প তুলে ধরে দর্শকদের নজর কেড়েছে ৷ পরিবারকে তুষ্ট করার জন্য এক সমকামী পুরুষ ও এক সমকামী মহিলা একে অপরকে বিয়ে করেন ৷ তবে ওই মহিলার গার্লফ্রেন্ড তাঁদের জীবনে এসে পড়লেই শুরু হয় তোলপাড় ৷ এই ছবি শুধু এলজিবিটিকিউ সম্প্রদায়ের চাহিদার কথাই বলেনি, তাঁদের ভালোবাসা, বিয়ে ও বাবা-মা হওয়ার ইচ্ছের কথাও তুলে ধরেছে ৷

আরও পড়ুন:বিপাশার ফটোশুট থেকে রণবীরের নগ্ন পোস্টার...ফিরে দেখা বিনোদনের সাত-সতেরো

7. মজা মা

অভিনেতা: মাধুরী দীক্ষিত, গজরাজ রাও, হৃত্বিক ভৌমিক

মজা মা

ওটিটি অরিজিনালের এই ছবিতেও তুলে ধরা হয়েছে সমপ্রেম ৷ মুখ্য চরিত্রে থাকা মাধুরী দীক্ষিত একজন সমপ্রেমী হয়েও সমাজের চাপে একজন পুরুষকে বিয়ে করে আজীবন সংসার ধর্ম পালন করে গিয়েছেন ৷ অবদমন করে রেখেছেন তাঁর নিজের সত্ত্বাকে ৷ তবে ছবির শেষে গিয়ে তিনিও ঘুরে দাঁড়িয়েছেন ৷ ভিন্ন ধারার গল্প ও মাধুরীর অভিনয় দর্শকদের মন জয় করে নিয়েছে ৷

8. গেহেরাইয়াঁ

অভিনেতা: দীপিকা পাড়ুকোন, সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পাণ্ডে

গেহেরাইয়াঁ

তুমুল আলোড়ন ফেলা আরও এক ওটিটি অরিজিনাল গেহেরাইয়াঁ ৷ দুরন্ত স্টারকাস্টের জোরে এই ছবিও চলতি বছর দর্শক মনে সাড়া ফেলেছে ৷ ছবির মূল বিষয়বস্তু সম্পর্কের টানাপোড়েন ৷ তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে দীপিকা ও অনন্যার সাবলীল অভিনয় ৷

9. রানওয়ে 34

অভিনেতা: অজয় দেবগণ, অমিতাভ বচ্চন, রাকুল প্রীত সিং, বোমান ইরানি

রানওয়ে 34

অজয় দেবগণের পরিচালনায় প্রত্যাবর্তন রানওয়ে 34-এ ৷ ঘরোয়া সার্কিটে ফিল্মটির পারফরম্যান্স বলিউডের চলচ্চিত্র নির্মাতাদের জন্য উদ্বেগ তৈরি করেছিল ৷ তবে ছবিটি সমালোচকদের কাছ থেকে অনলাইনে ভালো রিভিউ পেয়েছে। আর সবার মন জয় করে নিয়েছে অমিতাভ বচ্চনের অভিনয় ৷

10. জলসা

অভিনেতা: বিদ্যা বালান, শেফালি শাহ

জলসা

জলসা হল একটি ক্রাইম-থ্রিলার ড্রামা ৷ সুরেশ ত্রিবেণীর পরিচালনায় এই ছবিকে আলাদা মাত্রা এনে দিয়েছে বিদ্যা বালান এবং শেফালি শাহের দাপুটে অভিনয় । হিট-অ্যান্ড-রানে জড়িয়ে পড়েন একজন সাংবাদিক ৷ তাঁরই বিশেষ সন্তানের দেখভাল করেন আক্রান্তের শোকার্ত মা ৷ দুই মায়ের মানসিক টানাপোড়েন নিয়েই এগিয়েছে গল্প ৷

11. ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিব

অভিনেতা: অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, আলিয়া ভাট

ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিব

পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের স্বপ্নের ছবি ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিব । করণ জোহর প্রযোজিত এই ছবিটি ভারতীয় হিন্দি ফিল্মের জগতের একটি ফ্যান্টাসি অ্যাকশন অ্যাডভেঞ্চার ছবি । বিশ্বজুড়ে এই ছবি প্রায় 410 কোটি টাকা রোজগার করেছে । ভারতের বাজারে এই ছবি 257 কোটি টাকা আয় করেছে এই ছবি ।

12. অ্যান অ্যাকশন হিরো

অভিনেতা: আয়ুষ্মান খুরানা, জয়দীপ আহলাওয়াত

অ্যান অ্যাকশন হিরো

এই ছবিতে আয়ুষ্মান খুরানা সুপারস্টার মানবের চরিত্রে অভিনয় করেছেন, যিনি প্রতিশোধের জন্য জয়দীপের ভূমিকায় অভিনয় করা ভূরাকে তাড়া করছেন । দুরন্ত অ্যাকশন, ড্রামা ও বিনোদনে ঠাসা এই ছবিতে মিলবে অপ্রত্যাশিত আনন্দ ৷ যদিও এই ছবি ব়্যাংকিং তালিকায় জায়গা করতে পারেনি ৷

ABOUT THE AUTHOR

...view details