পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Year Ender 2022: রকমারি স্বাদের মিশেলে অভিনয়ের টক্কর, ফিরে দেখা বাইশে সেরা বারো বাংলা ছবি - সেরা বাংলা ছবি

রকমারি স্বাদের মিশেলে টক্কর দিয়েছে অভিনয় (Year Ender 2022)৷ একনজরে দেখে নেব ইটিভি ভারতের চোখে কোনগুলি 2022 সালের সেরা বাংলা ছবি (Top 12 Bengali Films)৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 29, 2022, 10:09 PM IST

কলকাতা, 29 ডিসেম্বর: বছর শেষ (Year Ender 2022)৷ দু বছর পর করোনার গ্রাস থেকে বের করে সিনেপ্রেমী মানুষকে ফের হলমুখী করেছিল 2022 ৷ আর এই সময়টাকে পুরোমাত্রায় সদ্ব্যবহার করেছেন বাংলার চিত্রনির্মাতারা ৷ চলতি বছরে একের পর এক নানা স্বাদের বাংলা ছবি উপহার হিসেবে পেয়েছে বঙ্গের দর্শককূল ৷ ইটিভি ভারতের বিচারে তাদেরই মধ্যে সেরা বারো (Top 12 Bengali Films ) রইল একনজরে ৷

1. বেলাশুরু

বেলাশুরু

2022 সালের সবচেয়ে চর্চিত বাংলা ছবি বেলাশুরু ৷ দুই দাপুটে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্তের প্রয়াণের পর মুক্তি পাওয়া এই ছবি নিয়ে দর্শকদের উৎসাহ ছিল চরমে ৷ আর বরাবরের মতোই তাঁদের এই ছবিতেও বাঙালি দর্শকের আবেগকে আরও উসকে দিয়েছেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় ৷ বেলাশেষের মতোই দর্শকদের প্রশংসায় বানভাসি হয়েছে বেলাশুরুও ৷ বক্স অফিসে এই ছবি প্রায় 4.38 কোটি টাকা আয় করেছে ।

2. অপরাজিত

অপরাজিত

অনীক দত্ত পরিচালিত অপরাজিত ছবিটি 2022 সালের সব থেকে আলোচিত বাংলা ছবিগুলির মধ্যে একেবারে উপরের সারিতে থাকবে । এই ছবিতে সত্যজিৎ রায়ের চরিত্রে অভিনয় করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন নবীন অভিনেতা জিতু কমল ৷ বাঙালির প্রিয় মানিকদার হাতে 'পথের পাঁচালী'র মতো ক্লাসিক তৈরির নিখুঁত বর্ণনা তুলে ধরা হয়েছে এই ছবিতে ৷ উপস্থাপনা, পরিচালনা, অভিনয় তারিফ কুড়িয়েছে দর্শকদের ৷ বক্স অফিসে 2.94 কোটি টাকার ব্যবসা করেছে অপরাজিত ।

3. কর্ণসুবর্ণের গুপ্তধন

কর্ণসুবর্ণের গুপ্তধন

সোনাদা, আবির আর ঝিনুকের জুটি বরাবরই প্রিয় দর্শকদের কাছে ৷ 2022 সালে দুর্গাপুজোর সময় তারা ফের ফিরে আসে কর্ণসুবর্ণের গুপ্তধন নিয়ে ৷ পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের এই ছবিতে ছিলেন আবির চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, ইশা সাহা, সৌরভ দাস । সোনাদার প্রখর বুদ্ধি আর আবির-ঝিনুকের রসায়ন ফের মুগ্ধ করেছে দর্শকদের ৷ প্রায় 9.8 কোটি টাকা আয় করে এই ছবি ।

4. ব্যোমকেশ হত্যামঞ্চ

ব্য়োমকেশ হত্যামঞ্চ

শুধু সোনাদা নয়, এ বছর ব্যোমকেশ রূপেও হাজির ছিলেন আবির চট্টোপাধ্যায় ৷ ব্যোমকেশ হত্যামঞ্চ ছবিতে ধরা দেয় 1971 সালের নকশাল জমানার প্রেক্ষাপট ৷ অরিন্দম শীলের পরিচালনায় তৈরি এই ছবির টানটান সিক্যুয়েন্স মন জয় করেছে দর্শকদের ৷ সত্যবতীর চরিত্রে সোহিনী সরকার ছাড়াও পাওলি দাম, কিঞ্জল নন্দ, অনুশা বিশ্বনাথনের অভিনয় বিশেষ নজর কাড়ে ৷

5. হামি 2

হামি 2

2022 সালে বাংলার দর্শকদের জন্য নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আর এক উপহার এই ছবি ৷ হামির সাফল্যের ধারাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছে হামি 2 ৷ লাল্টু আর মিতালির জুটি ছাড়াও এই ছবিতে অভিনয় করেছে বেশ কয়েকজন শিশু ৷ এ ছাড়াও রয়েছেন অঞ্জন দত্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, হরনাথ চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী ও মনামী ঘোষ ৷ দর্শকদের কাছে ভালো নম্বর পেয়ে এই ছবি বছরের সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছে ৷

6. দোস্তজী

দোস্তজী

আন্তর্জাতিক ক্ষেত্রে সম্মান আগেই এসেছে ৷ চলতি বছরে দেশে মুক্তির পর থেকেই তড়তড়িয়ে চড়ছে প্রসূণ চট্টোপাধ্যায় পরিচালিত দোস্তজীর ব্যবসা ৷ পৃথিবীর 26টি দেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে 8টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে এই ছবি ৷ দুই বালকের বন্ধুত্বের গল্প মন ভিজিয়েছে দর্শকদের ৷ ছবির প্রেক্ষাপট বাবরি মসজিদ ধ্বংস ও মুম্বই বিস্ফোরণের পরবর্তী সময় ৷ এই ছবির নিবেদনে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷

আরও পড়ুন:আরআরআর থেকে গাঙ্গুবাঈ, হল-ওটিটি মিলিয়ে বছরের সেরা বারো বায়োস্কোপ

7. বল্লভপুরের রূপকথা

বল্লভপুরের রূপকথা

অভিনয় ও পরিচালনা দুয়েই যে তিনি সমান দক্ষ, তার প্রমাণ আগেই রেখেছেন অনির্বাণ ভট্টাচার্য । এ বার তিনি উপহার দিলেন হরর কমেডি ৷ বল্লভপুরের রূপকথার উপস্থাপনা চমকে দিয়েছে দর্শকদের ৷ মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সত্যম ভট্টাচার্য এবং সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় । তাঁদের অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়ে নিয়েছে ৷ এই ছবি রমরমিয়ে চলেছে হলগুলিতে ৷ এর বক্স অফিস কালেকশন আনুমানিক চার কোটি টাকা ।

8. কিশমিশ

কিশমিশ

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে তাঁর একের পর এক অনন্য উপহার মুগ্ধ করেছে দর্শককে ৷ কিশমিশ হল দেবের এমনই এক অন্য রকম প্রচেষ্টা ৷ রাহুল মুখোপাধ্যায়ের পরিচালনায় অন্য ধারার এই ছবির প্রযোজক ও অভিনেতা স্বয়ং দেব ৷ এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন তাঁর রিয়েল লাইফ জুটি রুক্মিণী মৈত্র । ছবিটি বক্স অফিস থেকে প্রায় 2.06 কোটি টাকার ব্যবসা করেছে ।

9. কাকাবাবুর প্রত্যাবর্তন

কাকাবাবুর প্রত্যাবর্তন

সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় কাকাবাবুর প্রত্যাবর্তন চলতি বছরে শুধু বাংলাতেই নয়, জাতীয় স্তরেও মুক্তি পেয়েছে ৷ কাকাবাবু ফ্রাঞ্চাইজির তৃতীয় ছবিতে আফ্রিকার মাসাইমারা জঙ্গলে অভিযান চালান মুখ্য চরিত্রে থাকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷ তাঁর সঙ্গী হিসেবে ছিলেন আরিয়ান ভৌমিক ও অনির্বাণ চক্রবর্তী ৷ দর্শকদের প্রশংসা কুড়িয়েছে ছবির উপস্থাপনা ও অভিনয় ৷

10. কাছের মানুষ

কাছের মানুষ

ককপিটের পর ফের দেবের সঙ্গে জুটি বাঁধলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷ দেবের প্রযোজনায় কাছের মানুষ চলতি বছরের সেরা বাংলা ছবির তালিকায় জায়গা করে নিয়েছে ৷ 30 সেপ্টেম্বর বুম্বাদার 60তম জন্মদিনেই মুক্তি পায় এই ছবি ৷ দুই দাপুটে অভিনেতার অভিনয়ের জোরে কাছের মানুষ মন জয় করেছে দর্শকদের ৷

11. বাবা বেবি ও

বাবা বেবি ও

অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত 'বাবা বেবি ও'-এর গল্প আবর্তিত হয়েছে এক সারোগেট ফাদারকে ঘিরে ৷ সিঙ্গল ফাদারের চরিত্রে যীশু সেনগুপ্ত ও তাঁর দুই সন্তানই এই ছবির মূল আকর্ষণ ৷ আর তাদের যোগ্য সঙ্গত দিয়েছেন শোলাঙ্কি রায় ৷ মিষ্টি ধারার এই ছবিটি পরিবারকে নিয়ে চুটিয়ে উপভোগ করেছেন বাংলার দর্শক ৷

12. প্রজাপতি

প্রজাপতি

বছরের একেবারে শেষ লগ্নে মুক্তি পেলেও সেরা তালিকায় রাখতেই হচ্ছে দেব প্রযোজিত প্রজাপতিকে ৷ এমনিতেই এই ছবিতে দেব ও মিঠুন চক্রবর্তীর জুটি নিয়ে দর্শকদের কৌতূহল তুঙ্গে ৷ তার উপর এর সঙ্গে জড়িয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷ নন্দনে জায়গা না পেলেও দেব জানিয়ে দিয়েছেন যে, 30 ডিসেম্বর দেশজুড়ে মুক্তি পাচ্ছে প্রজাপতি ৷ দেব ও মিঠুনের রসায়ন দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা ৷

ABOUT THE AUTHOR

...view details