কলকাতা, 29 ডিসেম্বর: বছর শেষ (Year Ender 2022)৷ দু বছর পর করোনার গ্রাস থেকে বের করে সিনেপ্রেমী মানুষকে ফের হলমুখী করেছিল 2022 ৷ আর এই সময়টাকে পুরোমাত্রায় সদ্ব্যবহার করেছেন বাংলার চিত্রনির্মাতারা ৷ চলতি বছরে একের পর এক নানা স্বাদের বাংলা ছবি উপহার হিসেবে পেয়েছে বঙ্গের দর্শককূল ৷ ইটিভি ভারতের বিচারে তাদেরই মধ্যে সেরা বারো (Top 12 Bengali Films ) রইল একনজরে ৷
1. বেলাশুরু
2022 সালের সবচেয়ে চর্চিত বাংলা ছবি বেলাশুরু ৷ দুই দাপুটে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্তের প্রয়াণের পর মুক্তি পাওয়া এই ছবি নিয়ে দর্শকদের উৎসাহ ছিল চরমে ৷ আর বরাবরের মতোই তাঁদের এই ছবিতেও বাঙালি দর্শকের আবেগকে আরও উসকে দিয়েছেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় ৷ বেলাশেষের মতোই দর্শকদের প্রশংসায় বানভাসি হয়েছে বেলাশুরুও ৷ বক্স অফিসে এই ছবি প্রায় 4.38 কোটি টাকা আয় করেছে ।
2. অপরাজিত
অনীক দত্ত পরিচালিত অপরাজিত ছবিটি 2022 সালের সব থেকে আলোচিত বাংলা ছবিগুলির মধ্যে একেবারে উপরের সারিতে থাকবে । এই ছবিতে সত্যজিৎ রায়ের চরিত্রে অভিনয় করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন নবীন অভিনেতা জিতু কমল ৷ বাঙালির প্রিয় মানিকদার হাতে 'পথের পাঁচালী'র মতো ক্লাসিক তৈরির নিখুঁত বর্ণনা তুলে ধরা হয়েছে এই ছবিতে ৷ উপস্থাপনা, পরিচালনা, অভিনয় তারিফ কুড়িয়েছে দর্শকদের ৷ বক্স অফিসে 2.94 কোটি টাকার ব্যবসা করেছে অপরাজিত ।
3. কর্ণসুবর্ণের গুপ্তধন
সোনাদা, আবির আর ঝিনুকের জুটি বরাবরই প্রিয় দর্শকদের কাছে ৷ 2022 সালে দুর্গাপুজোর সময় তারা ফের ফিরে আসে কর্ণসুবর্ণের গুপ্তধন নিয়ে ৷ পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের এই ছবিতে ছিলেন আবির চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, ইশা সাহা, সৌরভ দাস । সোনাদার প্রখর বুদ্ধি আর আবির-ঝিনুকের রসায়ন ফের মুগ্ধ করেছে দর্শকদের ৷ প্রায় 9.8 কোটি টাকা আয় করে এই ছবি ।
4. ব্যোমকেশ হত্যামঞ্চ
শুধু সোনাদা নয়, এ বছর ব্যোমকেশ রূপেও হাজির ছিলেন আবির চট্টোপাধ্যায় ৷ ব্যোমকেশ হত্যামঞ্চ ছবিতে ধরা দেয় 1971 সালের নকশাল জমানার প্রেক্ষাপট ৷ অরিন্দম শীলের পরিচালনায় তৈরি এই ছবির টানটান সিক্যুয়েন্স মন জয় করেছে দর্শকদের ৷ সত্যবতীর চরিত্রে সোহিনী সরকার ছাড়াও পাওলি দাম, কিঞ্জল নন্দ, অনুশা বিশ্বনাথনের অভিনয় বিশেষ নজর কাড়ে ৷
5. হামি 2
2022 সালে বাংলার দর্শকদের জন্য নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আর এক উপহার এই ছবি ৷ হামির সাফল্যের ধারাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছে হামি 2 ৷ লাল্টু আর মিতালির জুটি ছাড়াও এই ছবিতে অভিনয় করেছে বেশ কয়েকজন শিশু ৷ এ ছাড়াও রয়েছেন অঞ্জন দত্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, হরনাথ চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী ও মনামী ঘোষ ৷ দর্শকদের কাছে ভালো নম্বর পেয়ে এই ছবি বছরের সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছে ৷
6. দোস্তজী
আন্তর্জাতিক ক্ষেত্রে সম্মান আগেই এসেছে ৷ চলতি বছরে দেশে মুক্তির পর থেকেই তড়তড়িয়ে চড়ছে প্রসূণ চট্টোপাধ্যায় পরিচালিত দোস্তজীর ব্যবসা ৷ পৃথিবীর 26টি দেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে 8টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে এই ছবি ৷ দুই বালকের বন্ধুত্বের গল্প মন ভিজিয়েছে দর্শকদের ৷ ছবির প্রেক্ষাপট বাবরি মসজিদ ধ্বংস ও মুম্বই বিস্ফোরণের পরবর্তী সময় ৷ এই ছবির নিবেদনে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷