কলকাতা, 10 অগস্ট:অক্টোবরে মুক্তি পেতে চলেছে যশ দাশগুপ্তর প্রথম হিন্দি ছবি 'ইয়ারিয়াঁ 2' ৷ ছবির প্রথম পর্বের বিপুল সাফল্যের পর এবার সামনে এল দ্বিতীয় পর্বের টিজারও ৷ প্রথম পর্বটি পরিচালনা করেছিলেন অভিনেত্রী দিব্যা খোসলা কুমার নিজেই ৷ এবার টি সিরিজ প্রযোজিত এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাঁকে ৷ আর এবার পরিচালনার দায়িত্বে রয়েছেন রাধিকা রাও এবং বিনয় সপ্রু ৷
ছবির কাহিনি এগিয়েছে কয়েকজন বন্ধুকে নিয়ে ৷ তাদের মধ্য়ে রয়েছে তারুণ্যের ভরপুর প্রাণশক্তি ৷ আর সেই প্রজন্মের প্রেম-সম্পর্ক সম্পর্কিত ধারণা, বিবাহ সমস্তটা নিয়ে গড়ে উঠেছে গল্পটি ৷ সবচেয়ে বেশি অনুরাগীরা আকৃষ্ট হয় এদের বন্ধুত্বের প্রতি ৷ হাসি কান্না মিলিয়ে যে গল্পের আভাস মিলেছে টিজারে তাতে ছবিটি যে বেশ রোম্যান্টিক হতে চলেছে তা নিয়ে কোনও সন্দেহ নেই ৷ আগামী 20 অক্টোবর মুক্তি পেতে চলেছে এই ছবিটি ৷