পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Yaariyan2 Teaser: মুক্তি পেল যশের নতুন ছবির টিজার, বন্ধুত্বের গল্প নিয়ে আসছে 'ইয়ারিয়াঁ 2' - Yaariyan2 Teaser is out now

মুক্তি পেল যশ দাশগুপ্তর প্রথম বলিউডি ছবি 'ইয়ারিয়াঁ 2'-এর টিজার ৷ লুক দেখে খুশি অনুরাগীরা ৷ আগামী অক্টোবরে পর্দায় আসছে এই ছবি ৷

Yash Yaariyan2 Teaser
হাজির ইয়ারিয়াঁ 2 ছবির টিজার

By

Published : Aug 10, 2023, 9:41 PM IST

কলকাতা, 10 অগস্ট:অক্টোবরে মুক্তি পেতে চলেছে যশ দাশগুপ্তর প্রথম হিন্দি ছবি 'ইয়ারিয়াঁ 2' ৷ ছবির প্রথম পর্বের বিপুল সাফল্যের পর এবার সামনে এল দ্বিতীয় পর্বের টিজারও ৷ প্রথম পর্বটি পরিচালনা করেছিলেন অভিনেত্রী দিব্যা খোসলা কুমার নিজেই ৷ এবার টি সিরিজ প্রযোজিত এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাঁকে ৷ আর এবার পরিচালনার দায়িত্বে রয়েছেন রাধিকা রাও এবং বিনয় সপ্রু ৷

ছবির কাহিনি এগিয়েছে কয়েকজন বন্ধুকে নিয়ে ৷ তাদের মধ্য়ে রয়েছে তারুণ্যের ভরপুর প্রাণশক্তি ৷ আর সেই প্রজন্মের প্রেম-সম্পর্ক সম্পর্কিত ধারণা, বিবাহ সমস্তটা নিয়ে গড়ে উঠেছে গল্পটি ৷ সবচেয়ে বেশি অনুরাগীরা আকৃষ্ট হয় এদের বন্ধুত্বের প্রতি ৷ হাসি কান্না মিলিয়ে যে গল্পের আভাস মিলেছে টিজারে তাতে ছবিটি যে বেশ রোম্যান্টিক হতে চলেছে তা নিয়ে কোনও সন্দেহ নেই ৷ আগামী 20 অক্টোবর মুক্তি পেতে চলেছে এই ছবিটি ৷

যশকে টিজারে দেখা গিয়েছে জাঁকজমক পোশাকে ৷ চরিত্র গুণে সে গম্ভীর ৷ টিজারেও এই চরিত্রের মুখে খুব একটা সংলাপ পাওয়া যায় না ৷ তবে তাঁকে পর্দায় দেখা গিয়েছে বেশ কয়েকবার ৷ টিজারটি শেয়ার করে নির্মাতারা লিখেছেন, "একটা সুন্দর জার্নির জন্য় প্রস্তুত হোন ৷ যেখানে পরিবার থেকে গড়ে উঠবে বন্ধুত্ব ৷ বন্ধু হয়ে উঠবে সবচেয়ে প্রিয় বন্ধু ৷ আর সেই বন্ধুরাও আমাদের পাশে থাকবে খারাপ সময়েও ৷"

আরও পড়ুন:কিং খানের হাত ধরে ছবির ট্রেলার মুক্তি, 'ফ্যানবয় মোমেন্ট' লিখলেন দুলকর সলমন

'ইয়ারিয়াঁ 2' ছবিতে যশ এবং দিব্যা ছাড়াও রয়েছেন ওয়ারিনা হাসান, মিজান জাফরি, পার্ল ভি পুরী , প্রিয়া ভারিরের মতো অভিনেতা অভিনেত্রীরা ৷ যশকে আগামী দিনে বাংলার পাশাপাশি বলিউডেও কাজ করতে দেখা যাবে শুনেই খুশিতে ডগমগ হয়ে উঠেছিলেন তাঁর অনুরাগীরা ৷ এবার সামনে এল সেই বহু প্রতিক্ষীত ছবির প্রথম ঝলক ৷

ABOUT THE AUTHOR

...view details