হায়দরাবাদ, 29 অগস্ট: বিপাকে যশ দাশগুপ্তর অভিনীত প্রথম বলিউডি ছবি 'ইয়ারিয়াঁ 2' ৷ রাধিকা রাও এবং বিনয় সপ্রু পরিচালিত এই ছবির একটি গান নিয়েই তৈরি হয়েছে বিতর্ক ৷ গানটির নাম 'শউরে ঘর' ৷ এই গানটি তাঁদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে এমনটাই দাবি করেছে শিরোমনি গুরদুয়ারা প্রবন্ধক কমিটি ৷ তাঁদের দাবি, শিখ ধর্মাবলম্বীদের কাছে অতি গুরুত্বপূর্ণ বিষয় হল কৃপান ৷ এই গানে সেই কৃপানেরই অবমাননা করা হয়েছে বলে অভিযোগ ৷
গুরু নানকের 'পঞ্চ ক'-এর একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল কৃপান ৷ শিরোমনি গুরদুয়ারা প্রবন্ধক কমিটি সম্প্রতি টুইটারে তাঁদের দাবি জানিয়ে লেখে,"আমরা রাধিকা রাও এবং বিনয় সপ্রু পরিচালিত 'ইয়ারিয়াঁ 2' ছবির 'শউরে ঘর' গানের কিছু দৃশ্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি ৷ এখানে দেখানো হয়েছে একজন (সাধারণ) শিখ 'কক্কর-কৃপান' পরে দৌড়াচ্ছেন ৷ যা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না ৷ সারা বিশ্বের শিখ জাতির জন্য় এটি অত্যন্ত অবমাননাকর ৷ শিখ ধর্মের নীতি অনুসারে কেবল একজন দীক্ষিত শিখ ধর্মাবলম্বী মানুষই এই কৃপান সঙ্গে রাখার অনুমতি পান ৷ আর এই অধিকার তাঁকে ভারতীয় সংবিধানও দেয় ৷"