হায়দরাবাদ, 18 নভেম্বর: আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বসছে ওয়ার্ল্ডকাপ ফাইনালের আসর ৷ 45 দিন ধরে চলা ক্রিকেট ম্যাচের ভাগ্যপরীক্ষা রবিবার ৷ পাঁচবারের বিশ্বকাপজয়ী চ্যাম্পিয়নদের সঙ্গে ময়দানে নামছে ভারতীয় টিম ৷ খেলা ঘিরে উন্মাদনা তুঙ্গে ৷ তার মাঝেই দর্শকদের বিনোদনের আয়োজন করেছে বিসিসিআই ৷ শনিবার টুইট বার্তায় ফাইনাল ম্যাচে বিনোদনের ভরপুর আয়োজন করা হয়েছে বিসিসিআইয়ের তরফে ৷
এদিন অনুষ্ঠান তালিকা প্রকাশ করা হয়েছ ৷ ক্যাপশনে লেখা হয়েছে, "এর থেকে বড় উৎসব আর কিছু হতে পারে না ৷ আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফাইনালে তারকাদের পারফর্মমেন্স জীবনের সেরা অভিজ্ঞতা হয়ে থাকবে ৷"
ম্যাচের আগে 1.35 মিনিট থেকে 1.50 মিনিট পর্যন্ত চলবে সূর্যকিরণ আইএএফ এয়ার শো ৷ ফার্স্ট ইনিংস ড্রিংঙ্কস ব্রেকে মঞ্চ মাতাবেন 'খালাসি' বা 'গোতিলো' ফেমাস সঙ্গীতশিল্পী আদিত্য গাদভি ৷ দ্বিতীয় ইনিংস ড্রিংঙ্কস ব্রেকে দেখানো হবে লেজার ও লাইট শো ৷ এরপর ইনিংস ব্রেকে মঞ্চ মাতিয়ে তুলবেন প্রীতম চক্রবর্তী, জোনিতা গান্ধি, অমিত মিশ্র, আকাশা সিং, নাকাশ আজিজ ও তুষার জোশি ৷
বিসিসিআইয়ের পক্ষ থেকে এই বার্তা সামনে আসার পর অনুরাগীরা উচ্ছ্বসিত ৷ আবার কেউ কেউ দুঃখ প্রকাশও করেছেন ৷ দুঃখ দুটো কারণে ৷ বিনোদনের এই শো হটস্টারে দেখা যাবে কি না, তা নিয়ে কোনও খবর প্রকাশ্যে আসেনি ৷ এর আগে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচে অরিজিৎ সিংয়ের লাইভ পারফর্ম্যান্স মাঠে উপস্থিত দর্শকরাই সাক্ষী ছিলেন ৷ সেই অনুষ্ঠান সম্প্রচারিত হয়নি টিভি বা হটস্টারে ৷ স্বভাবতই অনুরাগীরা প্রশ্ন তুলেছেন, ফাইনালের দিন তারকাদের এই অনুষ্ঠান লাইভ সম্প্রচার হবে কি না ৷