পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

বিশ্বকাপের ফাইনালে মঞ্চ মাতাবে 'গোতিলো' তারকা আদিত্য, থাকছেন প্রীতমও - Icc

World Cup 2023: ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালে চাঁদের হাট বসতে চলেছে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৷ খেলার পাশাপাশি বিনোদনের জন্য থাকছে একাধিক তারকা লাইভ পারফর্ম্যান্স ৷ থাকছেন প্রীতম চক্রবর্তীও ৷

Etv Bharat
বিশ্বকাপের ফাইনালে বিনোদন

By ETV Bharat Bangla Team

Published : Nov 18, 2023, 11:53 AM IST

হায়দরাবাদ, 18 নভেম্বর: আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বসছে ওয়ার্ল্ডকাপ ফাইনালের আসর ৷ 45 দিন ধরে চলা ক্রিকেট ম্যাচের ভাগ্যপরীক্ষা রবিবার ৷ পাঁচবারের বিশ্বকাপজয়ী চ্যাম্পিয়নদের সঙ্গে ময়দানে নামছে ভারতীয় টিম ৷ খেলা ঘিরে উন্মাদনা তুঙ্গে ৷ তার মাঝেই দর্শকদের বিনোদনের আয়োজন করেছে বিসিসিআই ৷ শনিবার টুইট বার্তায় ফাইনাল ম্যাচে বিনোদনের ভরপুর আয়োজন করা হয়েছে বিসিসিআইয়ের তরফে ৷

এদিন অনুষ্ঠান তালিকা প্রকাশ করা হয়েছ ৷ ক্যাপশনে লেখা হয়েছে, "এর থেকে বড় উৎসব আর কিছু হতে পারে না ৷ আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফাইনালে তারকাদের পারফর্মমেন্স জীবনের সেরা অভিজ্ঞতা হয়ে থাকবে ৷"

ম্যাচের আগে 1.35 মিনিট থেকে 1.50 মিনিট পর্যন্ত চলবে সূর্যকিরণ আইএএফ এয়ার শো ৷ ফার্স্ট ইনিংস ড্রিংঙ্কস ব্রেকে মঞ্চ মাতাবেন 'খালাসি' বা 'গোতিলো' ফেমাস সঙ্গীতশিল্পী আদিত্য গাদভি ৷ দ্বিতীয় ইনিংস ড্রিংঙ্কস ব্রেকে দেখানো হবে লেজার ও লাইট শো ৷ এরপর ইনিংস ব্রেকে মঞ্চ মাতিয়ে তুলবেন প্রীতম চক্রবর্তী, জোনিতা গান্ধি, অমিত মিশ্র, আকাশা সিং, নাকাশ আজিজ ও তুষার জোশি ৷

বিসিসিআইয়ের পক্ষ থেকে এই বার্তা সামনে আসার পর অনুরাগীরা উচ্ছ্বসিত ৷ আবার কেউ কেউ দুঃখ প্রকাশও করেছেন ৷ দুঃখ দুটো কারণে ৷ বিনোদনের এই শো হটস্টারে দেখা যাবে কি না, তা নিয়ে কোনও খবর প্রকাশ্যে আসেনি ৷ এর আগে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচে অরিজিৎ সিংয়ের লাইভ পারফর্ম্যান্স মাঠে উপস্থিত দর্শকরাই সাক্ষী ছিলেন ৷ সেই অনুষ্ঠান সম্প্রচারিত হয়নি টিভি বা হটস্টারে ৷ স্বভাবতই অনুরাগীরা প্রশ্ন তুলেছেন, ফাইনালের দিন তারকাদের এই অনুষ্ঠান লাইভ সম্প্রচার হবে কি না ৷

অন্যদিকে, গুঞ্জন উঠেছিল, ফাইনালের দিন মঞ্চে দেখা যেতে পারে ব্রিটিশ গায়িকা ডুয়া লিপাকে ৷ কিন্তু তা না হওয়ায় কিছু অনুরাগী হয়েছেন হতাশ ৷ নেটিজেনদের মন্তব্য, "ডুয়া লিপা পারফর্ম করবে এই তথ্য তাহলে ভুল ছিল ৷" তবে আপাতত ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনাল ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে ৷ এখন কাপ জয়ের মুকুট কাদের মাথায় যায়, তা জানতেই শুরু হয়ে গিয়েছে কাউন্ট ডাউন ৷

আরও পড়ুন:

1.'ভালো থেকো বন্ধু, আর একটু ঘুমাও' বেকহ্যামকে বিশেষ বার্তা বাদশা'র

2.51 বছর বয়সে পুত্র সন্তানের বাবা হলেন দ্য গ্রেট খালি, ভাইরাল পরিবারের মিষ্টি ভিডিয়ো

3.'আমি তোমাদের সবাইকে ভালোবাসি', কলকাতায় এসে বললেন ভিকি কৌশল

ABOUT THE AUTHOR

...view details