কলকাতা, 19 নভেম্বর: আজকের রবিবাসরীয় সকাল আর পাঁচটা দিনের থেকে আলাদা ৷ সকাল থেকেই দেশজুড়ে সাজো সাজো রব ৷ বিশ্বকাপের মহারণে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচ নিয়ে উচ্ছ্বাস আর উত্তেজনা দুটোই সমানভাবে কাজ করছে ৷ আমেদাবাদের আজকের ছবি চেনা দায় ৷ তবে যাঁরা স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ পাননি, তাঁরাও বাড়িতে বিগস্ক্রিনের সামনে বসার প্রস্তুতি শুরু করে দিয়েছেন ৷ বিশ্বকাপের আঁচ কতটা পড়েছে টলিউড পাড়ায়, অভিনেতা-অভিনেত্রীর কী প্ল্যান খোঁজ নিল ইটিভি ভারত ৷
12 বছর পরে বিশ্বজয়ের দোরগোড়ায় ভারত। কার হাতে উঠবে ট্রফি? সেই চিন্তাতেই মগ্ন গোটা দেশ। চিন্তায় টলিপাড়াও। তবে ভারতই জিতবে এমনটাই আশা সকলের। খেলা দেখবেন টলিউডের সুপারস্টার জিৎ থেকে শুরু করে বাংলা টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, দক্ষিণী এবং বলিউড অভিনেত্রী পায়েল ঘোষ, অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়, বিশ্বনাথ বসু, সোনালী চৌধুরী-সহ আরও অনেকেই।
জিৎ জানিয়েছেন, খেলা তিনি দেখবেনই। তাঁর কথায়, "দুপুর 2টো থেকেই টিভির সামনে বসে পড়ব। খেলা দেখব এবং ভারতকে জেতাব। আমার বিশ্বাস ইন্ডিয়া জিতবেই। আর ফাইনাল বলে মানুষ ছবির কোনও প্রোমোশনও রাখিনি আমি।" আজীবন ক্রীড়ানুরাগী অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় জানান, খেলা তো দেখবই। এদিন আর অন্য কোনও কাজ নয়। শুধুই খেলা আর খেলা।
দক্ষিণী এবং বলিউড নায়িকা পায়েল ঘোষ জানান, ফাইনাল মিস করলে চলবে না। উল্লেখ্য, পায়েল মহম্মদ শামির অন্ধভক্ত। এতটাই ভক্ত যে এই বছর তাঁর খেলা দেখে তাঁকে বিয়ে করার প্রস্তাবও দিয়েছেন এই অভিনেত্রী। সবটাই মজার ছলে অবশ্য। শন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে তিনিও খেলা দেখবেন। এক যুগ পর দেশ ফাইনাল খেলবে। সুতরাং এই খেলা মিস করলে চলবে না।