হায়দরাবাদ, 23 মে: গ্ল্যামার আর বিতর্ক একে অপরের পরিপূরক । তারকাজ্জ্বল লাল গালিচাও বাদ যায়নি তা থেকে । কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে বিধ্বংসী ইউক্রেনের ছায়া। কিছু না বলেও যে অনেক কিছু বলা যায় রবিবার তাই প্রমাণ করেছেন একজন মহিলা । সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো ।
শুরু হয়ে গিয়েছে কান ফিল্ম ফেস্টিভ্যাল । ইতিমধ্যেই হলিউড-বলিউড অনেক তারকাই রেড কার্পেটে নিজেদের স্টাইল স্টেটমেন্ট তুলে ধরেছেন । বিশেষ বিশেষ পোশাকে স্পেশাল মুহূর্ত গুলো ক্যাপচার করেছেন পাপারাৎজিরা । তবে রবিবারের রেড কার্পেট অন্যদিনের থেকে একটু আলাদাই নজর কাড়ে । শুধু নজর কাড়ে বলা ভুল হবে, বিতর্কের সূত্রপাত ঘটায় ।
রবিবার কানের লাল গালিচায় এক সুন্দরী মহিলাকে দেখা যায় । তবে তার পোশাক ছিল অন্যরকম । তিনি পরেছিলেন ইউক্রেনের জাতীয় যে রঙ সেই রঙের পোশাক । এই রঙকেই তিনি বেছে নিয়েছেন প্রতিবাদের ভাষা হিসাবে । অ্যাসিডের স্ক্রিনিংয়ের দিন তিনি নীল-হলুদ রঙের পোশাক পরে ক্যামেরার সামনে আসেন । ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে, এরপর ওই মহিলা সিঁড়ি ধরে ওপরে উঠতে থাকেন । কিছু বোঝার আগেই তিনি তাঁর পোশাকের ভিতর থেকে লাল রঙের বড় ক্যাপসুল বের করেন এবং সেই বেলুন ফাটিয়ে তা গায়ে গায়ে-হাতে মাখেন ক্যামেরার সামনে হাসিমুখ করে ।