মুম্বই, 7 ফেব্রুয়ারি: ঊর্বশী রাউতেলা আর ঋষভ পন্তের সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি নেটপাড়ায় ৷ ভারতীয় ক্রিকেটারের দুর্ঘটনার পর সেই সম্পর্ক নিয়ে আরও কাটাছেঁড়া চলেছে ৷ এরইমধ্যে আরও একটি ছবি নিয়ে শোরগোল পড়ে গেল নেটপাড়ায় ৷ সম্প্রতি, অভিনেত্রী আবার ক্যামেরাবন্দি হয়েছেন সোলাল সায়াদার সঙ্গে ৷ এর আগেও তাঁদের একটি সেলফি ভাইরাল হয়েছিল নেটপাড়ায়, যা দেখে অনেকেই ধারণা করেছিলেন হয়তো বা সম্পর্ক জড়িয়েছেন তাঁরা ৷ এবারও প্যারিসে একসঙ্গে দেখা গেল তাঁদের ৷ ছবি দেখে নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলেছেন তবে কী পন্তের থেকে দূরে সরে গিয়েছেন অভিনেত্রী? (Urvashi Rautela dating Solal Sayada) ৷
মঙ্গলবার প্যারিসের একটি রেঁস্তোরা থেকে এই ছবিগুলি শেয়ার করেছেন নায়িকা ৷ নায়িকাকে এদিন দেখা গিয়েছে একটি ব্ল্যাক টপে ৷ তার উপরে তিনি পরেছেন একটি সি-থ্রু টপ এবং ডেনিম জিন্স ৷ অন্যদিকে তাঁর রিউমার বয়ফ্রেন্ডকে দেখা গিয়েছে কালো ব্লেজারে ৷ গত সপ্তাহে সোলালের সঙ্গে একটি সেলফি শেয়ার করেছিলেন ঊর্বশী ৷ সঙ্গে ক্যাপশনে তিনি লেখেন, 'সত্যিই আমার কোনও অনুশোচনা নেই ৷'
যদিও ঊর্বশী বরাবরেই মতোই তাঁর পোস্টে রহস্য়ময়তা রেখেছেন ৷ তিনি সোলালের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কোনও কথাই বলেননি ৷ কিন্তু নেটিজেনদের কৌতূহলের শেষ নেই তাঁর এই নতুন সম্পর্ক নিয়ে ৷ কেউ যেমন লিখেছেন, 'আরে ঋষভ পন্তের কী হবে?' আবার কেউ লিখেছেন, 'কী হয়ছে ম্যাডাম?' আবার কেউ তাঁকে লিখেছেন, 'আরে এর থেকে তো ঋষভ ভালো ছিল ৷' আবার কেউ একটু বেশিই কৌতূহলী হয়ে প্রশ্ন করেছেন, 'বিয়েটা কবে?'
আদতে ঋষভের সঙ্গে ঊর্বশীর সম্পর্ক নিয়ে গুঞ্জন চলেছিল বেশ কিছুদিন ধরে ৷ এরপর পন্ত নিজেই সমস্ত ঘটনায় জল ঢেলে দেন ৷ তাঁর প্রেমিকা ঈশা নেগির কথাও প্রকাশ করেন তিনি ৷ কিন্তু সম্প্রতি সোশাল মিডিয়ায় শুরু হয় তাঁদের টুইট যুদ্ধ ৷ ঊর্বশী একটি ইন্টারভিউতে জানান ঋষভ নাকি তাঁর জন্য় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতেন একসময় ৷ এই কথার পরিপ্রেক্ষিতে নাম না করে ঋষভ লেখেন, 'পিছা ছোড়ো বেহেন (পিছু ছাড়ো বোন) ৷' ব্যাস, সেখান থেকেই শুরু তাঁদের নেটপাড়ার বাকযুদ্ধ ৷ এরপর ঋষভ হাসপাতালে থাকার সময়ও চর্চায় ছিলেন ঊর্বশী ৷
আরও পড়ুন:সিনেপ্রেমীদের জন্য সুখবর ! 'কান্তারা'র নতুন অধ্যায়ের ঘোষণা করলেন ঋষভ