কলকাতা, 26 নভেম্বর: বেশ চমকে ওঠার মতো খবর তাই না ? বিষয়টা একটু ভেঙে বলা যাক । আসলে 25 নভেম্বর মুক্তি পেয়েছে সম্রাট শর্মা পরিচালিত বাংলা ছবি 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা'। ছবির প্রিমিয়ারে হাজির ছিলেন হরনাথ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অনন্যা গুহ, পরিচালক অনুপ সেনগুপ্ত, মানসী সিনহা-সহ আরও অনেকে ৷ এই প্রেক্ষাগৃহেই একসময় মুক্তি পেয়েছিল প্রসেনজিৎ, ঋতুপর্ণা অভিনীত হিট ছবি 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' এবং 'মায়ের আঁচল' । আবার এই প্রেক্ষাগৃহেই হাজির 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা' (New Film Prosenjit weds Rituparna)।
সবমিলিয়ে বেশ উত্তেজিত ইন্ডাস্ট্রির বুম্বাদা । এদিন প্রিমিয়ার চলাকালীনই অন্য দু'জন প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা নামের দম্পতির ফের বিয়ে দেওয়া হল (Wedding Ceremony in Prosenjit weds Rituparna premiere )। আসল গল্প আছে এর ভিতরে । যাদের এদিন বিয়ে দেওয়া হয় সেই কনের নাম ঋতুপর্ণা । তিনি নাকি ঠিক করেছিলেন প্রসেনজিৎ নামের পাত্রকে ছাড়া তিনি আর কাউকেই বিয়ে করবেন না । আর শেষ পর্যন্ত তাই করেছেনও । এই ঘটনার কথা জানতেন ইন্ডাস্ট্রির বুম্বাদা । তাই তিনিই সেই দম্পতিকে আনানোর ব্যবস্থা করেন প্রিমিয়ারে (Prosenjit weds Rituparna premiere)।