কলকাতা, 3 মে : পরিবারে হোক কিংবা কর্পোরেট সেক্টর বা ফিল্মি দুনিয়ায়, রাজনীতির চক্কর সর্বত্র । ছোট এবং বড় পর্দায় অনস্ক্রিন রাজনীতি নতুন কথা নয় । হরেক গল্প এসেছে এবং আসছে রাজনীতি ঘিরে । বিনোদনের সাম্প্রতিক প্ল্যাটফর্ম ওয়েবেও এর আসা যাওয়া চলছে প্রায়ই ৷ এবার ফের একবার ওয়েবে আসছে একটি রাজনৈতিক কাহিনি ৷ পরিচালক অভিষেকের নির্দেশনায় আসতে চলেছে নতুন বাংলা ওয়েব সিরিজ 'চক্র' (New Bengali Web Series Chokro)।
গল্পের দিকে তাকালে দেখি, অর্চি নগর নামে একটি জায়গায়, রাজনৈতিক নেতা অজয় শর্মা ক্ষমতার বলে বলীয়ান । তিনি এলাকার ভগবানজি । নিজের অন্ধকার অতীতকে আড়ালে রেখে ক্ষমতা এবং রাজনৈতিক পদ হাসিল করার লক্ষ্যে তিনি হাজারো অপরাধ করে চলেন অবলীলায় । তার এই অপরাধের ধারক এবং বাহক হিসাবে তিনি পাশে পান ছেলে মহেন্দ্রকে । মহেন্দ্র একজন মাদক ব্যবসায়ী । আরও নানাবিধ কুকীর্তি রয়েছে এই চরিত্রটির ।
পরিচালক অভিষেকের নির্দেশনায় আসতে চলেছে নতুন বাংলা ওয়েব সিরিজ 'চক্র' পরিবারের ব্যতিক্রম শুধু অজয়ের মেয়ে । অজয়ের সঙ্গে বিপক্ষের দলনেতার ঝামেলা রয়েছে, যা রাজনীতির প্রধান চিত্র । এরপর হঠাৎ বদলে যায় চিত্র । আকস্মিক মৃত্যু হয় অজয়ের পরিবারের দু'জনের । কিন্তু কীভাবে? এরপর পুলিশ তদন্ত করতে এসে পায় এমন কিছু তথ্য, যা রহস্যের ঘনত্ব বাড়িয়ে তোলে । থ্রিলারধর্মী এই সিরিজে রাজনীতির স্বাভাবিক চালচিত্র আসবে ঘুরে ফিরে ।
আরও পড়ুন :প্রকাশ পেতেই সাড়া ফেলল 'ভুল ভুলাইয়া 2'-এর টাইটেল ট্র্যাকে কার্তিকের নাচ
বিভিন্ন চরিত্রে রয়েছেন সাহেব ভট্টাচার্য, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, পৌলমী দাস, জন ভট্টাচার্য প্রমুখ । ওয়েব সিরিজটি আসছে ডিজিপ্লেক্সে । পরিচালক অভিষেক বলেন, "চক্র হল এমন একটি ওয়েব সিরিজ, সেখানে শুরু থেকে শেষ অবধি একটা টানটান উত্তেজনা, একটা থ্রিল রয়েছে । সিরিজের শেষটাও খুব অন্যরকম হতে চলেছে । পুরোপুরি অন্য ধরনের একটা গল্প । আশা করি, দর্শকের ভাল লাগবে ।"