পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

ZHZB Success Bash: 'জরা হাটকে জরা বাঁচকে'র সাকসেস পার্টিতে কোমর দোলালেন সারা-ভিকি

'জরা হাটকে জরা বাঁচকে' ছবির সাফল্য় উদযাপনের পার্টিতে দেখা গেল ভিকি-সারাকেও ৷ নাচে মেতে উঠলেন দু'জনেই ৷

ZHZB Success Bash
ছবির সাকসেস পার্টিতে নাচে মত্ত সারা ভিকি

By

Published : Jun 13, 2023, 2:25 PM IST

হায়দরাবাদা, 13 জুন: ভিকি কৌশল-সারা আলি খানের নতুন রম-কম প্রজেক্ট 'জরা হাটকে জরা বাঁচকে' রীতিমতো শোরগোল ফেলেছে বক্স অফিসে ৷ অনেক সমালোচকের কাছেই যদিও সেভাবে প্রশংসা পায়নি এই ছবি ৷ কিন্তু বক্স অফিসে ব্যবসার নিরিখে বেশ ভালোই এগোচ্ছে এই রোম্যান্টিক এন্টারটেইনার ৷ মুক্তির পর মাত্র 9 দিনের মধ্য়েই 50 কোটি টাকা আয় করে ফেলেছিল এই ছবি ৷ তেমন বিগ বাজেট ছবি না হওয়ায় ইতিমধ্য়েই অফিসিয়ালি হিট ছবির তকমাও আদায় করে ফেলেছে লক্ষণ উতেকরের 'জরা হাটকে জরা বাঁচকে' ৷ এবার নির্মাতাদের সঙ্গে ছবির সাফল্য় উদযাপনের পার্টিতে দেখা গেল ভিকি-সারাকেও ৷

প্রযোজক দীনেশ বিজান এবং পরিচালক লক্ষণ উতেকরের এই পার্টিতে ভিকি হাজির হন ট্র্যাক প্যান্ট আর হুডি জ্যাকেট পড়ে ৷ হুডিটিতেও লেখা ছিল 'জরা হাটকে জরা বাঁচকে' কথাটি ৷ অন্যদিকে সারাকেও এদিন দেখা গেল পার্টি মুডে অভিনেত্রী নিজেকে সাজিয়েছিলেন সাদা টি শার্ট আর নীল ট্রাউজারে ৷ সাকসেস পার্টিতে রীতিমতো কোমর দোলালেন এই দুই তারকা ৷ আর সেই ভিডিয়ো ভাইরালও হল নেটপাড়ায় ৷

শুধু সারা-ভিকি নয় ফিল্মি দুনিয়ার আরও অনেকেই উপস্থিত হন এই পার্টিতে ৷ ঠিক যেমন বলি ডিভা কৃতি স্যানন এদিন এসেই দেখা করেন ভিকি কৌশলের সঙ্গে ৷ অন্য়দিকে পার্টিতে হাজির ছিলেন ভিকির বাবা শ্য়াম কৌশলও ৷ কালো গাউনে নিজেকে সাজিয়ে এদিন পার্টিত আসেন তমন্না ভাটিয়া ৷ তাঁর সঙ্গে এদিন হাজির হন অভিনেত্রীর আগামী ছবি 'জি করদা'র অন্য সদস্যরাও ৷ সোমবারের এই পার্টিতে আরও দেখা গেল শ্রীরাম রাঘবন এবং বরুণ শর্মাকেও ৷

আরও পড়ুন:গিরিশ মালিকের হিন্দি ছবিতে আফগানি পারকেশনিস্টের চরিত্রে বিক্রম ঘোষ

এই প্রথমবার একসঙ্গে স্ক্রিনশেয়ার করলেন ভিকি-সারা ৷ ছবিটি ইতিমধ্য়েই বক্স অফিসে প্রায় 56 কোটি টাকা আয় করে ফেলেছে ৷ মাত্র 40 কোটির বাজেটে তৈরি হয়েছিল 'জরা হাটকে জরা বাঁচকে' ৷ ভিকি কৌশলকে আগামীতে পর্দায় দেখা যাবে মেঘনা গুলজারের 'শ্যাম বাহাদুর' ছবিতে ৷ আর অন্য়দিকে সারা আলি খানের হাতে রয়েছে বেশ কয়েকটি প্রজেক্ট ৷ তিনি অভিনয় করবেন হোমি আদজানিয়ার পরিচালিত 'মার্ডার মুবারক' এবং 'অ্যায় ওয়াতন মেরে ওয়াতন' ছবিতে ৷ অন্যদিকে অনুরাগ বসুর 'মেট্রো ইন দিনো' ছবিতেও দেখা যাবে তাঁকে ৷

ABOUT THE AUTHOR

...view details