হায়দরাবাদ, 21 জানুয়ারি:এবার নিজেকে আরেকটি দুরন্ত বিলাসবহুল গাড়ি উপহার দিলেন নায়িকা সুস্মিতা সেন ৷ শনিবার অভিনেত্রী তাঁর ইনস্টা হ্য়ান্ডেল থেকে সেই গাড়ির একটি ভিডিয়োও শেয়ার করেছেন তাঁর ভক্তদের জন্য় ৷ সুস্মিতা গাড়ি চালাতে ঠিক কতখানি ভালোবাসেন তা তাঁর অনুরাগীরা ভালোই জানেন ৷ অভিনেত্রীর কালেকশনে ইতিমধ্য়েই রয়েছে নানান বিলাসবহুল বিদেশি গাড়ি ৷ এবার সেই কালেকশনে যোগ হল একটি কালো মার্সেডিজ বেঞ্জ (Sushmita Sen buys luxury car )৷ যার মূল্য় 1 কোটি 60 লক্ষ টাকারও বেশি (Sushmita Sen car collection) ৷
গাড়ি সংগ্রহের বিশেষ সখ রয়েছে প্রাক্তন বিশ্ব সুন্দরীর ৷ বিএমডবলু 7 সিরিজ 730 এলডি, বিএমডবলু এক্স 6, অডি কিউ 7 এবং লেক্সাস এল এক্স 470-এর মতো বেশকিছু বিদেশি গাড়ি ইতিমধ্য়েই রয়েছে তাঁর সংগ্রহে ৷ এবার সেখানে যোগ হল একটি মার্সেডিজ বেঞ্জ এএমজি জেএলই 53 (Sushmita Sen buys benz ) ৷ সুস্মিতা ইনস্টায় যে ভিডিয়োটি শেয়ার করেছেন, তাতে দেখা যায় প্রথমবার গাড়িটিকে আচ্ছাদন খুলে সামনে আনছেন তিনি ৷ তাঁর সঙ্গে রয়েছেন তাঁর কিছু কর্মীও ৷ তাঁরাও এদিন শুভেচ্ছা জানান অভিনেত্রীকে ৷ নীল ভেলভেটের ঝলমলে পোশাকে এদিন ক্যামেরার সামনে এলেন তিনি ৷