হায়দরাবাদ, 6 সেপ্টেম্বর: অপেক্ষা আর মাত্র একটা রাতের ৷ বৃহস্পতিবার 'জওয়ান' শাহরুখ খান হাজির হচ্ছেন তাঁর গল্প নিয়ে ৷ কিং খানের ছবি মানেই বাঁধ ভাঙা উচ্ছ্বাস ৷ সেই উন্মাদনার আভাষ মিলেছে অগ্রিম বুকিংয়েও ৷ 'পাঠান'-এর পাঠানি সফরের পর এই ছবির হাত ধরে বলিউডে তাঁর আসন যে আরও পোক্ত করতে চাইবেন বাদশাহ তা নিয়ে কোনও সন্দেহ নেই ৷ দর্শকরাও তৈরি ৷ একদিন আগে থেকেই মহারাষ্ট্রে বিভিন্ন হলের সামনে দেখা গেল লম্বা লাইন ৷ রাত দু'টো থেকে লাইন দিয়ে টিকিট কাটতে দেখা গেল দর্শকদের ৷ সেই সমস্ত ভিডিয়োও এখন রীতিমতো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷
অনেক বিশ্লেষকই বলছেন, অগ্রিম বুকিংয়েই 10 লক্ষ টিকিট বিক্রি হয়ে যাবে ছবিটির ৷ একইভাবে গোটা দেশে 'পাঠান' ছবির প্রায় 10 লক্ষ 81 হাজার টিকিট অগ্রিম বিক্রি হয়েছিল ৷ তেমনই এবারও সেই রেকর্ড বুকে নাম তুলবেন শাহরুখ ৷ ইতিমধ্যেই স্যাকনিল্কের হিসেব অনুযায়ী, গোটা দেশে সমস্ত ভাষা মিলিয়ে 'জওয়ান' ছবির 9 লক্ষ 66 হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে ৷ আজ সারাদিনে 'পাঠান'-এর রেকর্ডকে শাহরুখ ভাঙতে পারেন কি না সেটাই এখন দেখার ৷