পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Shah Rukh Khan: রাত দু'টো থেকে টিকিটের লাইন, ভোর পাঁচটায় প্রথম শো; 'জওয়ান' সুনামিতে ভাসছে গোটা দেশ - শাহরুখের নতুন ছবি

শাহরুখের নতুন ছবি 'জওয়ান' নিয়ে উন্মাদনা বাধা মানছে না ৷ অগ্রিম টিকিট বুক করতে রাত দু'টো থেকে লাইনে অনুরাগীরা ৷

Shah Rukh Khan
জওয়ান জ্বরে ফুটছে দেশ

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2023, 12:10 PM IST

Updated : Sep 6, 2023, 12:16 PM IST

হায়দরাবাদ, 6 সেপ্টেম্বর: অপেক্ষা আর মাত্র একটা রাতের ৷ বৃহস্পতিবার 'জওয়ান' শাহরুখ খান হাজির হচ্ছেন তাঁর গল্প নিয়ে ৷ কিং খানের ছবি মানেই বাঁধ ভাঙা উচ্ছ্বাস ৷ সেই উন্মাদনার আভাষ মিলেছে অগ্রিম বুকিংয়েও ৷ 'পাঠান'-এর পাঠানি সফরের পর এই ছবির হাত ধরে বলিউডে তাঁর আসন যে আরও পোক্ত করতে চাইবেন বাদশাহ তা নিয়ে কোনও সন্দেহ নেই ৷ দর্শকরাও তৈরি ৷ একদিন আগে থেকেই মহারাষ্ট্রে বিভিন্ন হলের সামনে দেখা গেল লম্বা লাইন ৷ রাত দু'টো থেকে লাইন দিয়ে টিকিট কাটতে দেখা গেল দর্শকদের ৷ সেই সমস্ত ভিডিয়োও এখন রীতিমতো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

অনেক বিশ্লেষকই বলছেন, অগ্রিম বুকিংয়েই 10 লক্ষ টিকিট বিক্রি হয়ে যাবে ছবিটির ৷ একইভাবে গোটা দেশে 'পাঠান' ছবির প্রায় 10 লক্ষ 81 হাজার টিকিট অগ্রিম বিক্রি হয়েছিল ৷ তেমনই এবারও সেই রেকর্ড বুকে নাম তুলবেন শাহরুখ ৷ ইতিমধ্যেই স্যাকনিল্কের হিসেব অনুযায়ী, গোটা দেশে সমস্ত ভাষা মিলিয়ে 'জওয়ান' ছবির 9 লক্ষ 66 হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে ৷ আজ সারাদিনে 'পাঠান'-এর রেকর্ডকে শাহরুখ ভাঙতে পারেন কি না সেটাই এখন দেখার ৷

তবে অ্যাটলি কুমারের এই ছবি নিয়ে নেটিজেনদের উন্মদনা যে তুঙ্গে তার প্রমাণ মিলল টুইটারেই (বর্তমানে এর নাম এক্স) ৷ বেশকিছু ভিডিয়ো এখন রীতিমতো ভাইরাল নেটপাড়ায় ৷ তার একটিতে দেখা গিয়েছে, মালেগাঁওতে কিং খান ফ্যান রাত দু'টো পর্যন্ত সিনেমা হলের সামনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করছেন ৷

আরও পড়ুন:বলিউডে সিক্যুয়ালের সাফল্যের আবহে মুক্তি পেল 'ফুকরে 3' ছবির ট্রেলার

শুধু তাই নয়, এই ছবি নিয়ে উন্মাদনা ঠিক কতখানি তা বোঝা যায় আরও একটি উদাহরণ থেকে ৷ কয়েক দিন আগেই জানা গিয়েছে মুম্বই এবং কলকাতায় 'জওয়ান' ছবির প্রথম শো রয়েছে ভোর পাঁচটায় ৷ এর আগে কলকাতায় এত ভোরে কোনও সিনেমার শো হয়েছে কি না তা মনে করতে পারছেন না খোদ হল মালিকরাই ৷ বোঝাই যায় অনুরাগীদের চাহিদার কথা মাথায় রেখেই এই শোয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

Last Updated : Sep 6, 2023, 12:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details