হায়দরাবাদ, 18 সেপ্টেম্বর: বিয়ের সপ্তাহ শুরু হয়ে গিয়েছে আপ নেতা রাঘব চাড্ডা ও অভিনেত্রী পরিণীতি চোপড়ার ৷ রাজস্থানের উদয়পুরে বসছে বিয়ের আসর ৷ ডেস্টিনেশন ওয়েডিংয়ের আগে বিয়ের কিছু নিয়ম, রীতি দিল্লিতে পালন করা হবে বলে জানা গিয়েছে ৷ এই মুহূর্তে চরম ব্যস্ত দুই পরিবারই ৷
রবিবারই মুম্বই থেকে দিল্লি ফিরেছেন পরিণীতি চোপড়া ৷ এয়ারপোর্টে তাঁকে নিতে উপস্থিত হয়েছিলেন হবু স্বামী রাঘবও ৷ সোমবার সেই সংক্রান্ত একটি ভিডিয়ো আসে সামাজিক মাধ্যমে ৷ পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েছে রাঘবের দিল্লির বাড়ি ইতিমধ্যেই সেজে উঠতে শুরু করেছে ৷ বাড়ির বাইরে থেকে দেখতে বোঝাই গিয়েছে, প্রি-ওয়েডিং প্রিপারেশনের জন্য সাজানো হচ্ছে চারিদিক ৷ ট্রাকে করে নানা সরঞ্জাম আসতে শুরু করে দিয়েছে ৷ কারিগরদের ব্যস্ততা তুঙ্গে ৷ আন্দাজ করা হয়, বলিউডের চর্চিত এই লাভবার্ড বিয়েতে কোনও রকম খামতি রাখতে নারাজ ৷ বিগফ্যাট ওয়েডিং দেখতে ফ্যানেরাও রয়েছেন মুখিয়ে ৷
তবে শুধু রাঘবের পরিবার নয়, বিয়েতে অংশগ্রহণ করতে পরিণীতির পরিবারও উপস্থিত হয়েছেন দিল্লিতে ৷ বিয়ের আগে যেসব নিয়ম, রীতি পালন করা হয় যেমন আরদাস, কীর্তন সেই সব কিছু দিল্লির বাড়িতে হবে বলেই সূত্র মারফত জানা গিয়েছে ৷ এমনকী, বিয়ের এই অনুষ্ঠানে অতিথি, পরিবার ও বন্ধুদের মনোরঞ্জনের জন্য ছোট ক্রিকেট টুর্নামেন্টেরও ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গিয়েছে ৷ তার পিছনে কারণ রয়েছে ৷ আসলে পরিণীতি ও রাঘব দুজনেই ক্রিকেটপ্রেমী ৷ সেই কারণেই তো চলতি বছর আইপিএলের মাঠে দেখা গিয়েছিল এই তারকা জুটিকে ৷
আরও পড়ুন: প্রকাশ্যে রাঘব-পরিণীতির বিয়ের নিমন্ত্রণ পত্র! সময় মেনে হবে বিয়ে-বিদাই
ইতিমধ্যেই 'ইশকজাদে' অভিনেত্রী নিজের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে আপাতত নিজেকে ব্যস্ত রাখছেন বিয়ে নিয়ে ৷ দিল্লিতে প্রি-ওয়েডিং সেরেমনি হয়ে যাওয়ার পরেই রাঘব-পরিণীতি স্বপরিবারে উড়ে যাবেন উদয়পুরের উদ্দেশ্য ৷ বিয়ের নিমন্ত্রণ পত্র অনুযায়ী, 23 তারিখ থেকে শুরু হবে বিয়ের নিয়ম-রীতি ৷ বিয়ের আসর বসবে লীলা প্যালেসে ৷ 24 তারিখ তাজ লেক প্যালেস থেকে রাঘব 'ব্যান্ড বাজা বরাতে'র সঙ্গে যাবেন 'দিলওয়ালে দুলহানিয়া'কে আনতে ৷