পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Prabhudeva Surprises Ram Charan: শুটিংফ্লোরে ডান্স মাস্টার প্রভুদেবার 'মাস্টারস্ট্রোক', অভিভূত অভিনেতা রামচরণ - Kiara Advani

শুটিংফ্লোরে ডান্স মাস্টার প্রভুদেবার 'মাস্টারস্ট্রোক' ৷ নাতু নাতু অস্কার জয়ের সেলিব্রেশন কিছুটা করলেন এই রকম(Prabhudeva surprises Ram Charan) ৷ যা দেখে অভিভূত অভিনেতা রামচরণ ৷

Etv Bharat
শুটিংফ্লোরে ডান্স মাস্টার প্রভুদেবা ও রামচরণ

By

Published : Mar 19, 2023, 8:16 PM IST

হায়দরাবাদ, 19 মার্চ: আনন্দের ঘোর এখনও কাটেনি ৷ 95তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে 'নাতু নাতু' অস্কার পাওয়ার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে উচ্ছ্বাসের জয়রথ থামেনি ৷ থেমে নেই অভিনেতা রামচরণও ৷ হায়দরাবাদে ফিরেই হাত দিয়েছেন পরবর্তী কাজে (Ram Charan in Hyderabad) ৷ আর সেই শ্যুটিং ফ্লোরে রামচরণের ধামাকেদার স্বাগত পর্ব মন কেড়ে নিয়েছে অনুরাগীদের ৷

পরিচালক শঙ্করের ( Shankar) পরবর্তী ছবি আরসি 15(RC15)-এ অভিনয় করতে চলেছেন রামচরণ ৷ শ্যুটিং ফ্লোরে ঢুকতেই ডান্স কোরিয়োগ্রাফার প্রভুদেবা (Prabhudeva ) এবং তাঁর টিমের 'নাতু নাতু' পারফরম্যান্স তাক লাগিয়েছে অভিনেতা রামচরণকে ৷ ভিডিয়ো ক্লিপিংসটি অভিনেতা সোশাল মাধ্যমে শেয়ার করা মাত্রই নিমেষে তা ভাইরাল ৷ ভিডিয়োটি দেখা গেছে, ডান্স মাস্টার প্রভুদেবা-সহ প্রায় 100 জন ডান্সার সমবেত হয়ে 'নাতু নাতু' গানে পারফর্ম করছেন (Prabhudeva surprises Ram Charan) ৷ যা দেখে অভিভূত অভিনেতা ৷ ব্যাস আর কী ! শুটিং ফ্লোরে ঢুকেই এহেন চমক মন ভালো করার জন্য যথেষ্ট ৷

আরও পড়ুন:হায়দরাবাদে পা রাখতেই রাম চরণকে সাদর অভ্যর্থনা ফ্যানেদের

প্রসঙ্গত, এস শঙ্করের পরিচালনায় আর সি 15 ছবিতে রামচরণের সঙ্গে জুটি বেঁধেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানি (Kiara Advani)। জানা গিয়েছে, হায়দরাবাদে প্রভুদেবার কোরিয়োগ্রাফিতেই ছবির একটি গানে দেখা যাবে রামচরণ-কিয়ারা জুটিকে। 2021 সালের ফেব্রুয়ারিতে এই ছবির ঘোষণা হয় এবং শ্যুটিং শুরু হয় অক্টোবরে ৷ সূত্রের খবর, আরসি 15-এ রামচরণ-কে দেখা যাবে ডবল রোলে ৷ এছাড়াও রামচরণের বিপরীতে রয়েছেন, এস জে সূর্য (SJ Suryah), সুনীল (Sunil), শ্রীকান্ত (Srikanth) ও নবীন চন্দ্র (Naveen Chandra)-কেও ৷

উল্লেখ্য, লস এঞ্জেলসে অস্কার পুরস্কারের আগেই অভিনেতা রামচরণ জানিয়েছিলেন, এবার হলিউডে পা রাখবেন তিনি ৷ তবে ছবিটি কে পরিচালনা করবেন, কিংবা সহ অভিনেতা-অভিনেত্রী কারা, তা এখনও স্পষ্ট নয় ৷ তবে আপাতত দেশে ফিরেই লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগত নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তেলুগু সুপারস্টার।

ABOUT THE AUTHOR

...view details