হায়দরাবাদ, 19 মার্চ: আনন্দের ঘোর এখনও কাটেনি ৷ 95তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে 'নাতু নাতু' অস্কার পাওয়ার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে উচ্ছ্বাসের জয়রথ থামেনি ৷ থেমে নেই অভিনেতা রামচরণও ৷ হায়দরাবাদে ফিরেই হাত দিয়েছেন পরবর্তী কাজে (Ram Charan in Hyderabad) ৷ আর সেই শ্যুটিং ফ্লোরে রামচরণের ধামাকেদার স্বাগত পর্ব মন কেড়ে নিয়েছে অনুরাগীদের ৷
পরিচালক শঙ্করের ( Shankar) পরবর্তী ছবি আরসি 15(RC15)-এ অভিনয় করতে চলেছেন রামচরণ ৷ শ্যুটিং ফ্লোরে ঢুকতেই ডান্স কোরিয়োগ্রাফার প্রভুদেবা (Prabhudeva ) এবং তাঁর টিমের 'নাতু নাতু' পারফরম্যান্স তাক লাগিয়েছে অভিনেতা রামচরণকে ৷ ভিডিয়ো ক্লিপিংসটি অভিনেতা সোশাল মাধ্যমে শেয়ার করা মাত্রই নিমেষে তা ভাইরাল ৷ ভিডিয়োটি দেখা গেছে, ডান্স মাস্টার প্রভুদেবা-সহ প্রায় 100 জন ডান্সার সমবেত হয়ে 'নাতু নাতু' গানে পারফর্ম করছেন (Prabhudeva surprises Ram Charan) ৷ যা দেখে অভিভূত অভিনেতা ৷ ব্যাস আর কী ! শুটিং ফ্লোরে ঢুকেই এহেন চমক মন ভালো করার জন্য যথেষ্ট ৷